23/09/2025
কিছুদিন ধরে মনে হয়, আমি আর জীবনকে অনুভব করি না। না ভালোবাসা, না রাগ, না আনন্দ - শুধু একটা থমথমে শূন্যতা।
নিজেকে বোঝাতে বলি- ‘সব ঠিক আছে’, কিন্তু মনের ভেতর একটা ছায়া হাঁটে সারাদিন। মানুষেরা স্বপ্ন দেখে, আমি শুধু চোখ বন্ধ করি, মানুষেরা সম্পর্ক গড়ে, আমি শুধু সম্পর্ক ভাঙ্গি ।
জীবন আমাকে ডাকে না আর, আমিও আর উত্তর দিই না.❤️