17/08/2025
জন্মদিন পালন করা ইসলামে কোনো ইবাদত নয়, বরং এটি অমুসলিমদের প্রথা।
🔹 নবী ﷺ, সাহাবা ও সালাফে সালেহীন কেউ কখনো জন্মদিন পালন করেননি।
🔹 তাই জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আমল বা দোয়া আয়োজন করা বিদআত।
আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আমাদের এই দ্বীনে এমন কিছু নতুন উদ্ভাবন করবে, যা এর অন্তর্ভুক্ত নয়, তা অবশ্যই প্রত্যাখ্যাত।”
(সহীহ মুসলিম: ১৭১৮)
#বেদাত #জন্মদিনের