Mahmud bhai

Mahmud bhai السلام عليكم ورحمة الله وبركاته💖

📿 আল্লাহর উপর ভরসা রাখি
🕌 ইসলাম প্রচারে নিয়োজিত থাকার চেষ্টা করি।

⬇️ Follow দিয়ে পাশে থাকুন

17/08/2025

জন্মদিন পালন করা ইসলামে কোনো ইবাদত নয়, বরং এটি অমুসলিমদের প্রথা।
🔹 নবী ﷺ, সাহাবা ও সালাফে সালেহীন কেউ কখনো জন্মদিন পালন করেননি।
🔹 তাই জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আমল বা দোয়া আয়োজন করা বিদআত।

আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আমাদের এই দ্বীনে এমন কিছু নতুন উদ্ভাবন করবে, যা এর অন্তর্ভুক্ত নয়, তা অবশ্যই প্রত্যাখ্যাত।”
(সহীহ মুসলিম: ১৭১৮)

#বেদাত #জন্মদিনের

❤️💖জুম'আ মোবারক💖 ❤আজ থেকে ১৪০৩ বছর পূর্বে প্রথম জুম'আর নামাজ আদায় করেছিলেন আমাদের নবী ﷺ🥰সেই হিসেবে আজকে আমরা ৭৫,১৯৩ তম জ...
15/08/2025

❤️💖জুম'আ মোবারক💖 ❤

আজ থেকে ১৪০৩ বছর পূর্বে প্রথম জুম'আর নামাজ
আদায় করেছিলেন আমাদের নবী ﷺ🥰

সেই হিসেবে আজকে আমরা ৭৫,১৯৩ তম জুম'আ
আদায় করতে যাচ্ছি।

—আলহামদুলিল্লাহ 🥰🥰

আমার লাল কালার পছন্দ না,এ জন্যই মনে হয় সব লাল হয়ে যাচ্ছে 🤦‍♂️😑অভিজ্ঞরা পরামর্শ গ্রীন করবো কি করে 😶
10/08/2025

আমার লাল কালার পছন্দ না,
এ জন্যই মনে হয় সব লাল হয়ে যাচ্ছে 🤦‍♂️😑

অভিজ্ঞরা পরামর্শ গ্রীন করবো কি করে 😶

05/08/2025

দুনিয়াতে থেকেই জান্নাত সাজিয়ে নিন 🥰
-আজই শুরু করুন!
جَنَّةٌ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ، غِرَاسُهَا: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
তিরমিযী: ৩৪৬৫

ইসলাম সম্পর্কে জানতে অবশ্যই পেইজটি ফলো দিন। 😊

ভাইরাল হোক দাওয়াতের এই বার্তা:❤️
#জান্নাতেরগাছ 🌴
#একটিজিকিরএকটিগাছ ✨




#জিকির
#আল্লাহরপথে
#দীন_শিখি



#আল্লাহ
#হৃদয়ছোঁয়া_ভিডিও

04/08/2025

মিথ্যা কসম — শুধু মুখের কথা নয়!
🔥 এর শাস্তি জাহান্নাম!
🛑 কিন্তু কেনো নেই কাফফারা?

#মিথ্যাকসম
#ইসলামিকজ্ঞান
#গুনাহ
#কসমেরশাস্তি
#ইসলামীভিডিও

যেখানে শব্দও শান্তি হয়ে ওঠে...🥰প্রকৃতি বলেছিলো, থামো একটু —আর আমি দাঁড়িয়ে গেলামঝর্ণার নিচে।💧💧💧-Old memory সীতাকুণ্ড ঝর্ণ...
04/08/2025

যেখানে শব্দও শান্তি হয়ে ওঠে...🥰
প্রকৃতি বলেছিলো, থামো একটু —
আর আমি দাঁড়িয়ে গেলাম
ঝর্ণার নিচে।💧💧💧

-Old memory সীতাকুণ্ড ঝর্ণায়।

03/08/2025

আপনি যদি বলেন আল্লাহর কসম, আমি এই কাজটা করবো"
অথবা —
"আল্লাহর কসম, আমি কাল যামু"
তারপর সেই কাজটা না করে —

তাহলে আপনার উপর কসম ভঙ্গের কাফফারা ওয়াজিব হয়ে যাবে।

(তাওবা করলেও কাফফারা মাফ হয় না।
সঠিকটা জানুন...





02/08/2025

"অবহেলায় কবরের আজাব ডেকে
আনছেন না তো😪

একদিন আল্লাহর রাসূল ﷺ সাহাবীদের সঙ্গে কোথাও যাচ্ছিলেন।
পথে তিনি ﷺ দুটো কবর দেখে হঠাৎ থেমে গেলেন।

সাহাবীরা জিজ্ঞেস করলেন:

“ইয়া রাসূলাল্লাহ, এদের কী হয়েছে?”

তিনি বললেন:
“এই দুই ব্যক্তি কবরের আজাবে ভুগছে। অথচ তারা এমন গোনাহ করেছিল, যেটাকে তারা তুচ্ছ মনে করত।

#️⃣ #কবরেরআজাব
#️⃣ #ইস্তিন্জারগুরুত্ব
#️⃣ #পবিত্রতারহেফাজত
#️⃣ #হাদীসে_রাসূল_ﷺ
#️⃣ #ইসলামিকজ্ঞান

"প্রকৃতি, আলো আর ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্ত... জীবনকে উপভোগ করার মতো।"💖
02/08/2025

"প্রকৃতি, আলো আর ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্ত... জীবনকে উপভোগ করার মতো।"
💖

01/08/2025

রাস্তা-ঘাটে অনেক সময় আমরা টাকা-পয়সা বা
জিনিস পড়ে থাকতে দেখে যায়।
এখন প্রশ্ন হলো—
এই জিনিসগুলো কি তুলে নেওয়া উচিত, না ফেলে রাখা?

আর তুলে নিলে, ইসলামে এর হুকুম কী?
আসুন এই বিষয় সম্পর্কে আজকে জানি।






31/07/2025

আপনি জানেন কি — আজরাঈল (عليه السلام) জান
কবজ করার পর রূহ কোথায় নিয়ে যান?

চলুন আজকে জানি।

#رُوح #মৃত্যু #ইসলামিকভিডিও #আখিরাত #عِلِّيِّين #সিজ্জীন #জান্নাত_জাহান্নাম

30/07/2025

"আসসালামু আলাইকুম 💖
কখনো কি আপনার বাসা থেকে অদ্ভুতভাবে টাকা-পয়সা বা জিনিস হারিয়ে গেছে
চারপাশে খুঁজেও কিছু মেলে নাই?
তাহলে শুনুন…"

🎙️
রাসূল ﷺ এর যুগে এমন এক 'চোর' ধরা পড়েছিল।
সে ছিল এক বদ জ্বিন!
📖 [সহীহ বুখারী: ৩২৭৫]

#জ্বিন #ইসলামিক_শর্টস #দুআ #আয়াতুল_কুরসী #ঘরের_রক্ষা

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share