
05/07/2025
বাবা অমরনাথ যাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ হলো হেলথ সার্টিফিকেট বানানো সাথে যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা। প্রতি বছরের ন্যায় এবছরও বহু যাত্রীকে হেলথ সার্টিফিকেট বানাতে এবং রেজিষ্টেশন করতে সাহায্য করেছি - মহাদেবের কৃপায়। তেমনই একটি দল ৫.৭.২৫ তারিখে হাওড়া থেকে হিমগিরি এসপ্রেক্স এ যাত্রা শুরু করল - বাবা বরফানির উদ্যেশ্যে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের যাত্রা শুভ হোক।