09/11/2025
কেনো বেশিরভাগ মানুষ শুরুটা করে কিন্তু টেকে না?
বেশিরভাগ মানুষ জীবনের কোনো একটা পর্যায়ে খুব অনুপ্রাণিত হয়ে কিছু একটা শুরু করে,
সেটা হতে পারে জিম করা, ইউটিউব চ্যানেল খোলা, বই পড়া শুরু করা, কিংবা নতুন কোনো স্কিল শেখা।
কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরেই দেখা যায় তাদের আগ্রহটা চলে গেছে। তারা হাল ছেড়ে দেয়।
কেনো এমন হয়?
কারণ মোটিভেশন দিয়ে শুরু করা যায়,
কিন্তু ডিসিপ্লিন ছাড়া টিকে থাকা যায় না।
কোনো অভ্যাস গড়ে তুলতে চাইলে
বা নিজের জীবন বদলাতে চাইলে
এই ছোট্ট তিনটা হ্যাকস আপনার কাজে লাগতে পারে -
১/ ছোট ছোট লক্ষ্য ধরুন।
একসাথে বড় কিছু করার চেষ্টা করবেন না।
প্রতিদিন মাত্র ১% হলেও উন্নতি করুন।
আজ সামান্য কিছুটা এগিয়ে যাওয়া ,
কাল জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে।
২/ নিয়মে ফোকাস করুন, মুডে না।
যখন মন চাইবে তখন না, সময় হলেই কাজটা করুন।
মুড আসে আর যায়, কিন্তু নিয়ম থাকলে কাজ থেমে থাকে না।
টিকে থাকার রহস্য একটাই,
নিয়মিত থাকুন, নিখুঁত না হলেও কাজটা করুন।
৩/ কাজের প্রক্রিয়াটাকেই ভালোবাসুন।
ফলাফলের পেছনে না ছুটে,
শেখার আর এগিয়ে যাবার জার্নিটার প্রেমে পড়ুন।
যেদিন থেকে কাজটাকে আপনি ভালোবাসবেন,
সেদিন থেকে আপনি আর হাল ছাড়বেন না।
মনে রাখবেন, শুরু করা বিরাট সাহসের ব্যাপার,
কিন্তু টিকে থাকাই আসল শক্তি।
যারা প্রতিদিন ছোট ছোট কাজ করে যায়,
তারাই একদিন কিন্তু রাতারাতি সফল হয়ে যায়।
আর হ্যাঁ, Consistency always beats motivation.