NOMAN シ︎

NOMAN シ︎ Entrepreneur || Full Time Trader || Market Analyst

09/11/2025

কেনো বেশিরভাগ মানুষ শুরুটা করে কিন্তু টেকে না?

বেশিরভাগ মানুষ জীবনের কোনো একটা পর্যায়ে খুব অনুপ্রাণিত হয়ে কিছু একটা শুরু করে,
সেটা হতে পারে জিম করা, ইউটিউব চ্যানেল খোলা, বই পড়া শুরু করা, কিংবা নতুন কোনো স্কিল শেখা।

কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরেই দেখা যায় তাদের আগ্রহটা চলে গেছে। তারা হাল ছেড়ে দেয়।

কেনো এমন হয়?

কারণ মোটিভেশন দিয়ে শুরু করা যায়,
কিন্তু ডিসিপ্লিন ছাড়া টিকে থাকা যায় না।

কোনো অভ্যাস গড়ে তুলতে চাইলে
বা নিজের জীবন বদলাতে চাইলে
এই ছোট্ট তিনটা হ্যাকস আপনার কাজে লাগতে পারে -

১/ ছোট ছোট লক্ষ্য ধরুন।

একসাথে বড় কিছু করার চেষ্টা করবেন না।
প্রতিদিন মাত্র ১% হলেও উন্নতি করুন।
আজ সামান্য কিছুটা এগিয়ে যাওয়া ,
কাল জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে।

২/ নিয়মে ফোকাস করুন, মুডে না।

যখন মন চাইবে তখন না, সময় হলেই কাজটা করুন।
মুড আসে আর যায়, কিন্তু নিয়ম থাকলে কাজ থেমে থাকে না।

টিকে থাকার রহস্য একটাই,
নিয়মিত থাকুন, নিখুঁত না হলেও কাজটা করুন।

৩/ কাজের প্রক্রিয়াটাকেই ভালোবাসুন।

ফলাফলের পেছনে না ছুটে,
শেখার আর এগিয়ে যাবার জার্নিটার প্রেমে পড়ুন।

যেদিন থেকে কাজটাকে আপনি ভালোবাসবেন,
সেদিন থেকে আপনি আর হাল ছাড়বেন না।

মনে রাখবেন, শুরু করা বিরাট সাহসের ব্যাপার,
কিন্তু টিকে থাকাই আসল শক্তি।

যারা প্রতিদিন ছোট ছোট কাজ করে যায়,
তারাই একদিন কিন্তু রাতারাতি সফল হয়ে যায়।

আর হ্যাঁ, Consistency always beats motivation.

28/05/2025
06/05/2025

অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো একটি আয়াত।

তুমি ধৈর্য ধরে,তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো!
তুমি তো তাঁর (আল্লাহর) চোখের সামনেই আছো!🤍

(সূরাঃ আত তূর - ৪৮)

27/04/2025

আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে।
জীবন চক্রের এমন এক পর্যায়ে আছি কোনো কিছুতে মন বসে না। সবকিছু থেকে কেমন যেনো মন উঠে গেছে।
মনে হয় দূরে কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি।

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়। তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

18/04/2025

এমন একটা বয়সে চলে আসছি, যে মন খারাপ হলেও সেটাকে আর বলা যায় না,কিছু দরকার হলেও কারো কাছে চাওয়া যায় না,জিবনে যা কিছুই হোক সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে,
আর না চললেও চালিয়ে নিতে হয়...🙂

11/04/2025

মাঝেমাঝে মনে হয় আমিই সবচেয়ে অসহায় এই গ্রহের।
সবাই পারে আমি কিছুই পারিনা, সবার কত গুণ, সৃজনশীলতা অথচ আমি যেন নির্বাক দর্শক!

© স্বর্গোদ্যান

Address


Alerts

Be the first to know and let us send you an email when NOMAN シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOMAN シ︎:

  • Want your business to be the top-listed Media Company?

Share