08/09/2025
মিলাদ উদযাপন: একটি মনগড়া বিদআত ✦*
রাসূল ﷺ এর জন্মদিন উদযাপন (মিলাদ/মাওলিদ) তার জীবদ্দশায় তিনি নিজে করেননি, সাহাবাগণও করেননি, এমনকি খোলাফায়ে রাশেদীন বা তাবেয়ীনদের মধ্যেও এমন কোন রেওয়ায়েত নেই।
ইসলামে ইবাদত ও দীন শুধুমাত্র কুরআন ও সহীহ হাদীসের উপর নির্ভরশীল।
বিদআত সম্পর্কে রাসূল ﷺ বলেছেন:
*“সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবন করা। আর প্রত্যেক নতুন উদ্ভাবন (বিদআত) গোমরাহি।”* – (আবু দাউদ ৪৬০৭)
তাই মিলাদ উদযাপন এমন একটি কাজ যা রাসূলের সুন্নাহ নয়, বরং পরবর্তীতে কিছু মানুষ নিজেদের আবেগ থেকে চালু করেছে – যার কোনো ভিত্তি সহীহ হাদীসে নেই।
রাসূল ﷺ কে ভালোবাসার প্রকৃত পন্থা হলো তাঁর সুন্নাহ অনুসরণ করা, তাঁর দেখানো পথেই চলা।