পাবনাইয়া

  • Home
  • পাবনাইয়া

পাবনাইয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাবনাইয়া, News & Media Website, .

পাবনার Youtube ভিত্তিক নিউজ পোর্টাল.Online Latest Bangla News Article Sports, Crime, Entertainment, , Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World

গোপন ইচ্ছার জায়গায় স্ত্রী যদি সঙ্গী হয়, তবে পরকীয়ার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।পুরুষ যতই শক্ত মনের হোক, ভেতরে ভেতরে...
26/09/2025

গোপন ইচ্ছার জায়গায় স্ত্রী যদি সঙ্গী হয়, তবে পরকীয়ার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।

পুরুষ যতই শক্ত মনের হোক, ভেতরে ভেতরে সেও একসময় ছোট্ট শিশুর মতো হয়ে যায়।
👉 তার কিছু স্বপ্ন থাকে,
👉 কিছু গোপন ইচ্ছে থাকে,
👉 কিছু অদ্ভুত কল্পনাও থাকে—যা সে সবার সামনে বলতে লজ্জা পায়।

কিন্তু প্রশ্ন হলো—
সে কার কাছে সেই ইচ্ছা খোলামেলা করে বলবে?
কার কাছে সে নিজেকে পুরোটা উজাড় করে দেবে?

⚠️ অনেক সময় দেখা যায়, স্বামী যখন নিজের ইচ্ছার কথা বলে, স্ত্রী তা নিয়ে হাসাহাসি করে।
"ছিহ! ঘেন্না লাগে"
"তোমার গোপন ইচ্ছা এত হাস্যকর?"
এই ঠাট্টা-তাচ্ছিল্যই আসলে সম্পর্কের সবচেয়ে বড় ফাঁটল তৈরি করে।

ফলাফল?
স্বামী আরাম খুঁজতে শুরু করে অন্য জায়গায়।
কেউ যদি তার কথা শোনে, তাকে বুঝতে চায়, তাকে সঙ্গ দেয়—তাহলেই শুরু হয় বিপদ।
এভাবেই ধীরে ধীরে পরকীয়ার দরজা খুলে যায়।

💡 কিন্তু যদি স্ত্রী সেই গোপন ইচ্ছার জায়গায় সঙ্গী হয়ে ওঠে?
👉 স্বামীকে ছোট না করে, বরং মন দিয়ে শোনে।
👉 ইচ্ছে যত অদ্ভুতই হোক, তা বোঝার চেষ্টা করে।
👉 ভালোবাসা দিয়ে সেই ইচ্ছাকে জায়গা দেয়।

তাহলেই স্বামী বুঝতে পারে—
তার পৃথিবী শুধু এক জনেই ভরা।
তাহলেই সে আর বাইরের কারও দিকে তাকাতে চায় না।
কারণ যে ঘরে তার ইচ্ছার মূল্য আছে, যে স্ত্রীর কাছে সে নিরাপদ, তার কাছে অন্য কারও প্রয়োজন নেই।

🔑 মনে রাখবেন—
পরকীয়া কখনো শারীরিক চাহিদা থেকে শুরু হয় না।
পরকীয়া শুরু হয় অপূর্ণতা থেকে।
যখন সেই শূন্যতাকে স্ত্রী পূরণ করে দেয়, তখন বাইরের দরজা আর খোলা থাকে না।

আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন—
👉 আমার স্বামীর গোপন ইচ্ছার জায়গায় আমি আছি তো?
নাকি আমি তাকে ঠেলে দিচ্ছি এমন এক অন্ধকারে, যেখানে অন্য কেউ সঙ্গী হওয়ার ভান করছে?

#বিশ্বাস #বিবাহিতজীবন #পরকীয়া

16/05/2025

পাবনায় জামায়াত অফিসে আগুন দিয়ে কুরআন পুড়িয়েছে বিএনপির সন্ত্রাসীরা

সম্প্রতি আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল বৃহস্পতিবার। এদিন দুপুর আড়াইটার দিকে আটঘরিয়া উপজেলা বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক মনোনয়নপত্র তোলেন। পরে জামায়াতে ইসলামীর বেশকিছু নেতাকর্মী সেখানে গিয়ে তাদের মনোনীত একজনের মনোনয়নপত্র চান। এ সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিএনপির নেতাকর্মীরা জামায়াতের লোকজনদের মারধর করে। জামায়াতের অফিসে আগুন দিয়ে আসবাবপত্রসহ সেখানে থাকা পবিত্র কুরআনও পুড়িয়ে দেয় বিএনপির সন্ত্রাসীরা।

এসব ঘটনায় উভয়দলের নেতাকর্মীদের মধ্যে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনার ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

15/05/2025

দেবোত্তর ডিগ্রি কলেজের গভর্নিং বডি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করতে গেলে উপজেলা আমির, পৌর আমির সহ ১০ জন আহত
আজ বৃহস্পতিবার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজ এর গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে তফসিলে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন এর ভিত্তিতে উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল ফরম তুলতে যায় কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সাইদুর রহমান মনোনয়নপত্র দিতে স্বীকৃতি জানায় এবং তার সঙ্গে বসে থাকা স্থানীয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা আগ্রহী অভিভাবক ও জামায়াতের নেতৃবৃন্দের উপরে অতর্কিত হামলা চালায় হামলার এক পর্যায়ে পৌর আমীর মামুনুর রহমান লিটন সহ দশ জন গুরুতর আহত হয় এবং সেখান থেকে তাদেরকে লাঞ্চিত করে বের করে দেওয়া হয়। জামায়াত নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্ধারিত সময়ের পূর্বেই মনোনয়নপত্র প্রাপ্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে লিখিত দরখাস্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা দেবোত্তর বাজারে একত্রিত হন নামাজের সময় হলে আসরের নামাজ পড়তে যান। সন্ত্রাসীরা বিষয়টি জানতে পেরে নামাজরত অবস্থায় মসজিদের উপরে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ করেন এই ঘটনায় মসজিদের মুসল্লিগণ বিক্ষোভে ফেটে পড়েন। এবং পরবর্তীতে তারা নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে বাজারের মেইন সড়কের দিকে যান
সেখানে এবং বিভিন্ন বিল্ডিং এর উপরে অবস্থানরত সন্ত্রাসীরা এলোপাতাড়ি ইট পাটকেল ছুঁড়তে থাকে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামাতের পৌর মেয়র প্রার্থী জনাব সাইদুল ইসলাম মোল্লা সহ ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হন।
এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং বাজারের চৌরাস্তার উপরে সংক্ষিপ্ত সমাবেশ করে যার যার বাড়িতে ফিরে যান।
ঘটনায় জানা যায় পরবর্তীতে ঠিক মাগরিবের আজানের সময় বিএনপি নামধারী সন্ত্রাসীরা মিছিল করতে করতে জামায়াত অফিসে গিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে এ ঘটনায় উপজেলা জামাতের নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when পাবনাইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

পাবনার কিডা কিডা আছেন....তাড়াতাড়ি আহেন ! ( ইডা একখান পাবনাইয়া ছাওয়াল পালের আড্ডার পোষ্ট

আমরা পাবনার ছাওয়াল পাল । পাবনা আমাগরে সপ । আমাগরে একখান পদ্মা নদী আছে , একখান মেন্টাল আছে । প্যারাডাইস আছে । আরো অনেক কিছু আছে । মানুষগুলাও সেইরম । এহানে কিডা কিডা পাবনার আছেন তাড়াতাড়ি আহেন ...