Mom & Mummum

Mom & Mummum Mom & Mummum share some special moment of my little princes and also daily vlogger
(1)

প্রিয় স্বামী এভাবে সরি বলতে হয় দেখে নাও
09/07/2025

প্রিয় স্বামী এভাবে সরি বলতে হয় দেখে নাও

একটা কথা ভাবুন তো! আমরা যারা স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না, তারা কি একবারও ভেবে দেখেছি আমাদের ...
08/07/2025

একটা কথা ভাবুন তো! আমরা যারা স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না, তারা কি একবারও ভেবে দেখেছি আমাদের দেশের প্রায় ৬৬ কোটি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করেন না?
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন – ৬৬ কোটি!

এই বিশাল সংখ্যক মানুষের কাছে ইন্টারনেট হয়তো বিলাসিতা, কিন্তু ফোন কল তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
প্রিয়জনের সাথে কথা বলা, জরুরি খবর আদান-প্রদান করা, বা এমনকি শুধুই একটু খোঁজ নেওয়া – এই সবকিছুই চলে ভয়েস কলের মাধ্যমে।

কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল বাজারে এমন রিচার্জ প্ল্যান খুঁজে পাওয়াই কঠিন যেখানে শুধু কলিং-এর সুবিধা আছে।
প্রতিটি প্ল্যানের সাথে ইন্টারনেট ডেটা জুড়ে দেওয়া হচ্ছে, যার প্রয়োজনই নেই সেই ৬৬ কোটি মানুষের।
এর ফলে তাদের উপর চাপছে অপ্রয়োজনীয় খরচ, আর তারা বঞ্চিত হচ্ছেন সাশ্রয়ী মূল্যে সংযুক্ত থাকার সুযোগ থেকে।

ভাবুন তো সেই বাবা-মায়ের কথা যারা গ্রামে থাকেন, তাদের ছেলেমেয়েরা শহরে কাজ করে।
ইন্টারনেট তাদের কাছে দূর আকাশের তারা, কিন্তু ছেলের একটা ফোন কলই তাদের মুখে হাসি ফোটায়।
আজ যখন তাদের জন্য শুধু কলিং-এর প্ল্যান খুঁজে পাওয়া যায় না, তখন কতটা অসহায় লাগে তাদের?

আমি বিশ্বাস করি, আমাদের টেলিকম কোম্পানিগুলোর এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এমন রিচার্জ প্ল্যান বাজারে আনা হোক যেখানে শুধু কলিং-এর সুবিধা থাকবে, যা হবে সাশ্রয়ী এবং সাধারণ মানুষের হাতের নাগালে। 🛜❤️

মেয়ে স্কুল চলে যাওয়ার পর ভাবছি কোন কাজ টা আগে করব
03/07/2025

মেয়ে স্কুল চলে যাওয়ার পর ভাবছি কোন কাজ টা আগে করব

জীবন টা যেনো কেমন একটা হয়ে গেছে , এটাই হয়তো বেশ ভালো আছি,তবে কোনো কিছু প্রকাশ করতে ইচ্ছে করেনা নিজের মধ্যে রাখতেই বেশি...
02/07/2025

জীবন টা যেনো কেমন একটা হয়ে গেছে , এটাই হয়তো বেশ ভালো আছি,তবে কোনো কিছু প্রকাশ করতে ইচ্ছে করেনা নিজের মধ্যে রাখতেই বেশি ভালো লাগে

ও মা কি ঠান্ডা লাগছে গো তোমার পেছনে লুকিয়ে পড়ি
14/06/2025

ও মা কি ঠান্ডা লাগছে গো তোমার পেছনে লুকিয়ে পড়ি

09/05/2025

কথায় আছে যে যার নিজের লড়াই নিজেকেই লড়তে হয় কথাটা ভীষন সত্যি যতই বলি না কেনো সারাজীবন স্বামীর পাশে থাকব, মরলে একসাথে মরবো জীবন তো আর বাংলা সিনেমা নয়__তাইতো আজ যুদ্ধ ক্ষেত্রে তোমাকে ছেড়ে আমরা নিজেরাই চলে আসতে বাধ্য হলাম, অপেক্ষায় একটা গোলা গুলি বিহীন শান্তি পূর্ন একটা সকাল.. যেদিন ফোন আসবে সব ঠিক হয়ে গেছে কোয়ার্টারে ফিরে এসো_____

আজকে আমার মেয়ে স্কুলে, যেমন খুশী সাজো তে নিজের রাজ্যের বিখ্যাত মানবী শহীদ মাতঙ্গিনী হাজরা কে তুলে ধরেছিল, ওকে কেমন লাগছ...
28/04/2025

আজকে আমার মেয়ে স্কুলে, যেমন খুশী সাজো তে নিজের রাজ্যের বিখ্যাত মানবী শহীদ মাতঙ্গিনী হাজরা কে তুলে ধরেছিল, ওকে কেমন লাগছে জানাবেন...

মা মেয়ে,♥️♥️
05/04/2025

মা মেয়ে,♥️♥️

দেওর বৌভাত এর অনুষ্ঠান এর কিছু ছবি
08/03/2025

দেওর বৌভাত এর অনুষ্ঠান এর কিছু ছবি

দেখতে দেখতে চার বছর কেটে গেলো আজ আমার মেয়ের জন্মদিন।।তুমি অনেক বড়ো হয় বড়ো মনের মানুষ হও।। ভগবান এর কাছে এই প্রার্থনা...
25/02/2025

দেখতে দেখতে চার বছর কেটে গেলো আজ আমার মেয়ের জন্মদিন।।তুমি অনেক বড়ো হয় বড়ো মনের মানুষ হও।। ভগবান এর কাছে এই প্রার্থনা রইলো

কালকের মিষ্টি হানির জন্মদিনের কিছু ছবি
17/02/2025

কালকের মিষ্টি হানির জন্মদিনের কিছু ছবি

16/02/2025


Cinema ta amake besh lsge

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mom & Mummum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mom & Mummum:

  • Want your business to be the top-listed Media Company?

Share