30/08/2025
টাঙ্গুয়ার হাওর নৌকায় একদিন | Tanguaor Haor Boat Trip | Sunamganj Day Tour
Description:
টাঙ্গুয়ার হাওর—বাংলাদেশের সুনামগঞ্জের পাহাড় ও হাওরের অপূর্ব মিলনভূমি। একদিনের নৌভ্রমণে আমরা ঘুরেছি টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারেক টিলা এবং সীমান্তঘেঁষা জাদুকাটা নদী।
🚤 ভ্রমণ পরিকল্পনা:
যাত্রা শুরু: তাহিরপুর উপজেলা সদর
নৌকা ভাড়া: ৩৫০০–৫০০০ টাকা (একদিন)
খাবারের ব্যবস্থা: প্রতি জন ২৫০–৩০০ টাকা (নাস্তা + দুপুরের খাবার)
ঢাকা থেকে সুনামগঞ্জ: বাস ভাড়া ৬০০–৮০০ টাকা
সুনামগঞ্জ থেকে তাহিরপুর: সিএনজি/জিপ ১০০–১৫০ টাকা প্রতি জন
🦆 কি কি দেখবেন:
টাঙ্গুয়ার হাওরের অসীম জলরাশি
হাজারো পরিযায়ী পাখি
নীলাদ্রি লেকের নীলাভ জল
বারেক টিলা ও শিমুল বাগান
জাদুকাটা নদীর স্বচ্ছ পানি
🌅 দিনের শেষে সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনার ভ্রমণকে করে তুলবে স্মরণীয়।