29/03/2025
অথচ ওনি শুধু ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেতেছেন।
আমার তাঁকে সুপারস্টার বানালাম।
আমাদের দেশের সবাই যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন,
দেশটা অনেক এগিয়ে যেত।
এতে করে এটা প্রমাণিত হয় যে,
বাংলাদেশের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনে ব্যর্থ।
দেশপ্রেমিকের অভাব নেই দেশে, স্বাধীনতার অভাব প্রকট। যথার্থ লিডারশীপ থাকলে কোটি মানুষ লাগেনা দেশকে এগিয়ে নিতে। জনাব আবদুল জব্বার মন্ডল তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। জব্বার সাহেবের মত এমন সলিড দায়িত্বশীল ব্যক্তিত্ব নিশ্চয়ই আরো আছেন, তাঁদের কাজ করার সুযোগ দিলে সুযোগসন্ধানী মুনাফাখোরদের সমাজ থেকে বিতাড়িত করতে সময় লাগার কথা নয়। নিকট অতীতেও আমরা এসব উদাহরন দেখেছি। সমস্যা হলো রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐক্যবদ্ধ দূষ্টচক্র, রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ আর আমিত্ব ঐ দূষ্টচক্রের মূল শক্তি।
আবদুল জব্বার মন্ডল সাহেবদের হাত ধরেই দেশটা হতে পারে সাধারন মানুষের জন্য বাসযোগ্য। আপনাকে অভিনন্দন জনাব মন্ডল, কতদূর এগুতে পারবেন জানিনা, তবে যে দাগ রেখে গেছেন, সে দাগ বরাবর হাঁটার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আরো এমন আবদুল জব্বার মন্ডল তৈরী হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনার তেজস্বী কর্মতৎপরতা মাইলস্টোন হয়ে থাকুক ভবিষ্যতের জন্য। জাতীয় ভোক্তা সংরক্ষন অধিকার ডিপার্টমেন্টকেও অভিনন্দন।
ভালবাসা অবিরাম...