30/01/2023
আজ সকাল আন্দাজ ১১.৩৫, যাদবপুরের এইট-বি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁদছে এক কিশোর। কী ব্যাপার? খোঁজ নিতে এগিয়ে আসেন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম। জানতে পারেন, ঢাকুরিয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ওই কিশোর, স্কুলে ICSE প্রি-বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সাড়ে এগারোটায়, অথচ সে সময়মত পৌঁছতে পারেনি। একটি রাজনৈতিক সমাবেশের ফলে বন্ধ হয়ে রয়েছে যাদবপুর বেঙ্গল ল্যাম্প মোড়। বৃত্তান্ত শুনে আর দেরি করেননি সপ্তর্ষি। নিজের বাইকে বসিয়ে ওই ছাত্রকে মিনিট পাঁচেকের মধ্যে স্কুলের গেটে শুধু পৌঁছেই দেননি, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে পরীক্ষা শেষ করার জন্য যাতে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়, তারও ব্যবস্থা করেছেন। আমাদের শুভেচ্ছা রইল।
This morning, at around 11.35, Sergeant Saptarshi Brahma of Jadavpur Traffic Guard spotted a teenage boy in tears at the 8B bus stop. Sensing trouble, he went up to the boy and asked what was wrong. It turned out that the youngster, a Class 10 student of a school in Dhakuria, was supposed to have reached school at 11.30, to take his ICSE pre-board exam. However, he had failed to do so owing to a road block created by a political gathering at the Bengal Lamp crossing. Without further waste of time, Sgt Brahma picked up the boy on his own motorbike, and not only did they reach the school in about five minutes, but Sgt Brahma spoke to the school authorities and arranged that the student would be given a little extra time to complete his exam. We wish him all the best.