03/12/2025
📖কুরআনে মধুর উল্লেখ
আপনি! সুস্থ জীবন চান? মধুর বিকল্প নেই।
আল্লাহ তাআলা বলেন:
﴿يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ﴾
“তার (মৌমাছির) পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, তাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে।”
— (সুরা নাহল, 16:69)
---
📖 হাদীসসমূহ
1️⃣ রাসূল ﷺ এর চিকিৎসার নির্দেশে মধু:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ: إِنَّ أَخِي اسْتَطْلَقَ بَطْنُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: اسْقِهِ عَسَلًا... فَسَقَاهُ، فَبَرَأَ.
— صحيح البخاري (5684), صحيح مسلم (2217)
👉 এক ব্যক্তি এসে বলল: আমার ভাইয়ের পেটে সমস্যা হয়েছে। রাসূল ﷺ বললেন: তাকে মধু খাওয়াও। … পরে সে সুস্থ হয়ে গেল।
01624502451 হোয়াটসঅ্যাপ