20/09/2021
শুভেচছা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন।
আমিও আপনাদের মতই গাড়ির খুব ভক্ত।আমি আমার পড়াশুনা করছি Automotive Engineering মানে গাড়ির engineering.
সবাই মনে করে আমাদের Asia থেকে কোনো গাড়ির enthusiast নাই। কিন্তু আমি এটাই ভুল প্রমান করতে চাচ্ছি । বাহিরের দেশে মানুষ যখন শুনে আমি asian একজন গাড়ির engineering পড়তেছি সবাই আর চোখে তাকাই। চিন্তা করে asian আবার গাড়ির engineering পড়ে। কিন্তু আমি তাদেরকে প্রমান করে দেখাইতে চাই যে আমাদের asian পার্ট থেকে হয়তো আমাদের বড় development নাই কিন্তু আমাদের মধ্যে যেই উৎসাহ আছে, সেটা আমাদেরকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবে।
আমি যখন ছো্ট তখন লিপু নিযামুদ্দিন আউলিয়া এর কথা শুনেছি কিন্তু আফসোস American আমাদের এই পুরা ট্যালেন্ট কে লুফে নিয়েছে। এরপর এখন রয়েছে আমাদের legend অভিক আনওয়ার ভাই যিনি কিনা রেসিং জগৎ এর সাথে জড়িয়ে আছে। হয়তো কোনো রেসিং team এর চোখে পরলে তারাও আমাদের এই proud pure ট্যালেন্ট কে লুফে নেওয়ার চেষ্টা করবে।
আমি আজকে এখানে আপনাদের মাঝে নিজেকে উপস্থাপন করছি কিছু বিষয় নিয়ে। গ্রুপ মানে আমাদের নিজেদের একটা community যেখানে একজন আরেকজনকে সহযোগিতা করবে, মানুষের মধ্যে আমাদের
গাড়ি related ইনফর্মেশন গুলা পৌঁছিয়ে দেওয়া হবে। আমরা সবাই চাই এটার দ্বারা সবার ভাল কিছুই হক।
আমি বাহিরের দেশের সব youtuber, মানে গাড়ি related youtuber দের video দেখতাম অ্যান্ড অনেক অনুপ্রাণিত হই। যদি খেয়াল করি তাইলে বড় বড়ওগাড়ি related youtuber সব US, UK & Germany থেকে video বানায় অথবা Dubai থেকে যেমন supercarBlondie, আপনারা হয়তো নাম জেনে থাকবেন। এদের সবার চেষ্টা supercar,hypercar, executive car, মানুষের মাঝে নিয়ে আশা এবং মানুষের মাঝে ছড়ানো ।
YouTube এর অনুপ্রেননা থেকেই আমার youtube এর journey শুরু।আমি আমার পড়াশুনা করতেছি Automotive Engineering যেটা কিন্তু গাড়ির engineering। সাথে সাথে আমি চাই একজন বাংলাদেশি হিসেবে
আপনাদের মাঝে exclusive কিছু content নিয়ে আসতে। Exclusive গাড়ি টেস্টিং কর, কি কি exclusives car আপনারা কম দামে পেতে পারেন সেই ব্যবস্থা করা।
আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের দেশের একটি ছেলে ইমতিয়াজ ব্লগস already একই ভাবে করছে । আমার চেষ্টা থাকবে শুধু review নাহ plus driving video & thorough testing, finiancial breakdown & সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবং oboshhoi আমার ইচ্ছা আছে different country যেমন europe এর car cultutre গুলা আপনাদের সামনে তুলে ধরা।
আমি ইতিমধ্যে Brand New S-Class, Rolls Royce Ghost, Lamborghini, porche, Mclaren এর ভিডিও বানিয়েছি কিন্তু audience না থাকলে কোনো ব্যবসায়ী তাদের গাড়ি দিতে চায় না। যেমন বাংলাদেশ New Land Cruiser LC300 এসেছে সেটার উপর আমার একটি ভিডিও বানানোর ইচ্ছা। তাঁরপর Gulf Spec Land Cruiser Prado VS JApanese bangaldesh এর Prado এর difference বানানো।
আমি চাচ্ছি আমি যেনো আপনাদের কাছে কিছু exclusive
content নিয়ে আসতে পারি।আমি আমার কাজটাকে ওয়ার্লড এর সামনে তুলে ধরতে চাই।
এবং বিভিন্ন ধরনের exclusive গারি দেখানোর জন্য আমার দরকার আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নাহ কারণ কোনো copmany এর কাছে গাড়ির জন্য আবেদন করলে প্রথম এই ওরা দেখতে চাই channel এর subscriber কত অ্যান্ড sheijonnoi আপনাদের মাঝে আমার নিজেকে তুলে ধরা আজকে।
আমি চাইনাহআপনারা আমার channel এ subscribe করুণ অথবা different different video te LIKE দিবেন। আমি চাই আপনাদের মাঝে পরিচিত হতে। আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা কি ধরনের content দেখতে চান বাহিরে থেকে।আমি আমার exclusive সব video এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ভাল লাগে সেটা দেখতে পারেন।
যদি ভাল লাগে একটু আর মনে করেন আমার video দেখতে চান তাহলে subscribe করতে পারেন। ভাল না লাগলে comment-এ জানাবেন কেন ভাল লাগেনি। ধন্যবাদ, সবাইকে আমার
এই এতো বড় ঘটনা পড়র জন্য।
MY Youtube Channel
Azmain Anytime
https://www.youtube.com/channel/UCZ8gZ99gkHr5m9OIjj8JNsg
2021 Mercedes Benz S-Class Review:
https://youtu.be/s3X51k88-bw
Rolls Royce Ghost Review
https://youtu.be/HCM25h2JcRg
McLAren Porsche Brabus Review
https://youtu.be/fdMDIeCj1Zg
Ford Mustang Review(English)
https://youtu.be/xSJK3Tj8Lto
Ford Mustang Review(Bangla)
https://youtu.be/3cM6XG14SQU
Dubai Last Exit
https://youtu.be/whH0ftVzK5A
Follow On Facebook:
https://www.facebook.com/AzmainAnytime