সামাজিক ভাই

  • Home
  • সামাজিক ভাই

সামাজিক ভাই যাকে কেউ শোধরাতে পারে না, তাকে সময়-ই শুধরে দেয়।!

শুভ সকাল 🌸🖤
04/11/2025

শুভ সকাল 🌸🖤

মুসলিম নারীর শিক্ষার অর্থ এই নয় যে, তাকে বড় ডিগ্রী, সুউচ্চ পদ, মোটা টাকার চাকুরী পেতে হবে। তার শিক্ষা জাতিগঠনের জন্য, সম...
03/11/2025

মুসলিম নারীর শিক্ষার অর্থ এই নয় যে,
তাকে বড় ডিগ্রী, সুউচ্চ পদ, মোটা টাকার চাকুরী পেতে হবে। তার শিক্ষা জাতিগঠনের জন্য, সমাজ গড়ার জন্য, মুসলিম দেশ ও পরিবেশ গড়ার জন্য যতটুকু দরকার ততটুকু শিখতে পারলেই যথেষ্ট, যদিও তা ঘরে বসেই হয়।

বই : আদর্শ বিবাহ ও দাম্পত্য

03/11/2025

দিনের শুরুতে একবার বলি আলহামদুলিল্লাহ

03/11/2025

Problem 🌸🖤

゚ ゚viralシfypシ゚viralシalシ

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।”  কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে ...
02/11/2025

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।”
কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে যখন গোসল করতে যায়, সে গান গাইতো- "কাছে এসো, কাছে এসো, কাছে এসোনা..."

ক্লোজআপ কাছে আসার গল্প এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এ গানটা অনেকবার শুনেছেন৷ এই মেয়ে গোসল করতো আর গুনগুন করে এই গান গাইতো৷ জ্বিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো কাছে এসো বলতো আমি থাকতে পারতাম না।

জ্বিনের আরো কিছু তথ্য শুনে আরো অবাক হবেন।
মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করত না। গোসলখানার কাপড় রাখার রেক ই রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করতো। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার র*ক্তের প্যাডও বাথরুমে রেখে দিত।

জ্বিনের দাবি সেখান থেকে নাপাকির ঘ্রাণ আমাকে তার দিতে টানতো। যার কারনে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি।

এ বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করে। আসলে বিষয়গুলি এখানে বলাটাও লজ্জাকর। কিন্তু বলাটা জাষ্ট সতর্কতার জন্য। সাবধানতার জন্য।

আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে৷
তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এ বিষয়গুলির প্রতি খেয়াল রাখে তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা।

বিশেষ করে গোসলখানায় যাবার আগে "দোয়া পড়া"। গোসলখানায় জরুরতের বেশি সময় না দেয়া অর্থাৎ দ্রুত কাজ শেষ করা৷ গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া। গোসলখানায় ভেজা কাপড় বা কোন প্যাড না রাখা৷ লাইট অফ রেখে গোসল না করা৷ এ কাজগুলি খুব গুরুত্বসহকারে মনে রাখা৷ সকাল সন্ধার মাসনুন আমল গুরুত্বসহকারে করা।

মনে রাখবেন আপনার অসতর্কতার কারনে যদি জীবনে একজন এই খবিস জ্বিনের আক্রান্তে পড়ে যান। এটার মাশুল আপনাকে সারাজীবন দিয়ে যেতে হবে৷

আশ্বিক জ্বিন ভয়ানক, সে যার পিছনে লাগে, তাকে তিলে তিলে শেষ করে দেয়।

সংগৃহীত

সবর 🌸🖤
02/11/2025

সবর 🌸🖤

তাহাজ্জুদ 🌸তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা। এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন-শা...
01/11/2025

তাহাজ্জুদ 🌸

তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা। এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন-শা-আল্লাহ।
রাত ৩ টা তাহাজ্জুদ এর সময় হয়েছে, ওঠো! যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান কর; কাউকে দেখানোর জন্য না! একমাত্র তোমার রব আল্লাহর জন্য।

চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়া ও হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তমরুপে সাজাও, আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য। শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য, জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ো।
নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, ধৈর্য্যধারণ করে, প্রশান্তচিত্তে, নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন!

তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন! তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো!
না না তুমি আল্লাহর রহমতের ছাঁয়ার নিচে আর সে অনেক অনেক দূরে।
তোমার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে, অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন।
তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলছে...।
ওই নিয়মে ডাকতে থাকো, আরে…যিনি মুহুর্তেই এই পৃথিবী সৃষ্টি করেছেন যদি ডাকার মতো তাঁকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে এক মুহুর্ত লাগবে না।

ইনশাআল্লাহ 🌸🖤

01/11/2025

মোটা মাইনষের মধ্যে প্যাচঁ কম, সারাদিন খাওনের ধান্দায় থাকে 🌸🖤

সব চেয়ে সুখী মানুষ সে, যে অল্পতেই সন্তুষ্ট হয়, এবং অল্পতেই বলতে পারে- আলহামদুলিল্লাহ!💌
01/11/2025

সব চেয়ে সুখী মানুষ সে, যে অল্পতেই সন্তুষ্ট হয়, এবং অল্পতেই বলতে পারে- আলহামদুলিল্লাহ!💌

31/10/2025

পাকুন্দিয়ার বিখ্যাত চিতই এবং চেপা সুটকি পিঠা ।

゚ ゚viralシfypシ゚viralシalシ #ভালোবাসা #পিঠা #শীতের

দোয়া কবুলের গল্প 🌸🖤একসময় আমার জীবনে বিয়ের বিষয়টি ছিল অনেক জটিল। আমি সবসময় দ্বীনের পথে চলার চেষ্টা করতাম, কিন্তু দ্বীনদা...
31/10/2025

দোয়া কবুলের গল্প 🌸🖤

একসময় আমার জীবনে বিয়ের বিষয়টি ছিল অনেক জটিল। আমি সবসময় দ্বীনের পথে চলার চেষ্টা করতাম, কিন্তু দ্বীনদার জীবনসঙ্গী পাওয়ার বিষয়টি খুব কঠিন হয়ে পড়েছিল। মনে মনে ভাবতাম, আমি কি কখনো এমন জীবনসঙ্গী পাব, যিনি গায়রতবান, তাকওয়াপূর্ণ, পর্দা পালনকারী এবং আল্লাহর পথে চলবেন?

একদিন সমস্যার কথা এক হুজুরের কাছে বললাম। হুজুর বললেন: তুমি খুব বেশি ইস্তেগফার করবে। বেশি থেকে বেশি ইস্তেগফার করবে, সাথে উত্তম জীবনসঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে।

আল্লাহর উপর ভরসা করে আমল শুরু করলাম। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

এর কিছুদিন পরই, আল্লাহ তায়ালা আমার জীবনসঙ্গিনী কে আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি যেমন চাইতাম তেমন বরং আমার প্রত্যাশার চেয়ে অনেক উত্তম এবং আল্লাহর অনুগত্যকারী একজন।

~ ইস্তেগফার এর আমল করে আমি একটি সরকারি চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

~ বেতন ছিল ৪০০০০ হাজার কিন্তু আমার ইচ্ছা ছিল আরও কিছু বেতন বাড়লে ভালো হতো। তারপর শুরু করলাম ইস্তেগফার। মাত্র ১০ দিনের মাথায় বেতন বেড়ে ৬০০০০ হাজারে পৌঁছে। আলহামদুলিল্লাহ!!

‼️এতো গল্প এবং ফজিলত শোনার পরেও ইস্তেগফারের ফজিলত নিয়ে কোনো সন্দেহ থাকে!!

-সংগৃহীত

Address


PAKUNDIYA

Website

Alerts

Be the first to know and let us send you an email when সামাজিক ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share