
22/08/2024
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।
#বয়কট_ইন্ডিয়া
বাংলাদেশকে চাপে রাখতেই হাসিনার বন্ধুরা এই কাজ করেছে।তারা আমাদের জনগনকে ভাসিয়ে দিয়ে বুঝাতে চাইছে তাদের ক্ষমতা!
তারা হয়তো ভুলে গেছে ,
এই জাতি বন্দুকের সামনে জীবন দিয়ে দেয় তবুও ক্ষমতার কাছে মাথানত করে না,কোন দিন করবেও না।
আওয়াজ উঠাও বাংলাদেশ
" যা কিছু ইন্ডিয়ান
তাই হবে বয়কট"