KnighT Plays

KnighT Plays Welcome to my gaming channel!

15/05/2025

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গভীরতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে! অথচ হয়তো একটু সামনা সামনি দেখা হলে, কথা হলে, দুজন দুজনকে জড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্পর্ক গুলো! সম্পর্কে দেখা করাটা খুবই প্রয়োজন!'🤍

07/04/2025

আমি হাসতে হাসতে এক আকাশ,সমান অভিমান লুকিয়ে রাখতে জানি ...

05/04/2025

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে। একদিন আর কা'ন্না পাবে না,অসহায় লাগবে না,হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রে'ড ওয়াইনে চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল!

শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে।এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল,ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন!

04/04/2025

আমি চাই তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক,
তুমি আমারই থাকো! শুধুই আমার!❤️

02/04/2025

ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো
তবে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ
খুঁজে পেতো!

29/03/2025

নারী হতে চরিত্র লাগে,
সুন্দর চেহারার অনেক মেয়ে বাজারেও নাচে!

27/03/2025

অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না,যোগাযোগের তৃষ্ণায় বেকুল হয়ে যাবেন তবুও যোগাযোগ করবেন না আবারো বলছি কখনোই না!

27/03/2025

কিছু কিছু সম্পর্ক ঈশ্বর নিজেই নষ্ট করে দেন,
যাতে আমাদের জীবন নষ্ট না হয় !!!

26/03/2025

নিজের সবটুকু দিয়েও,আমরা মানুষের মনে জায়গা করতে পারি না!

14/03/2025

তুমি নিজে থেকেই একদিন বলবে
হয়তো গোপনে নয়তো প্রকাশে,
ওর মতো কেউ আমায় ভালোবাসেনি !

13/03/2025

Priorities are rare,
options are everywhere..💔

13/03/2025

একজন পুরুষ তখনিই ভাগ্যবান, যখন তার শখের নারী তাকে ছাড়া কিছু বুঝে না...

Address


Alerts

Be the first to know and let us send you an email when KnighT Plays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share