Sathi সাথী

  • Home
  • Sathi সাথী

Sathi সাথী follow now

14/10/2024

তুমি ছাড়া একশো মানুষ স'ঙ্গ দিলেও আমার মধ্যে তোমার একা'কিত্ব রয়ে যাবে..! 💔😅

যে মানুষটি সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসবে..?সে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাবে তো দূরের কথা....., ছেড়ে যাওয়ার কথা ভাবতেও ...
09/09/2024

যে মানুষটি সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসবে..?
সে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাবে তো দূরের কথা.....,
ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না.......,

ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য একটি কারণ-ই যথেষ্ট আর তা হলো ভালোবাসা আর ভালোবাসা.......,

কাউকে মন থেকে ভালোবাসলে আপনি কখনো তাকে ছেড়ে যেতে পারবেন না.....,
তা সে ক্যান্সার আক্তান্ত রোগী হোক ব্রেণ টিউমারের সাথে যুদ্ধ করুক কিংবা চাকরি না পেয়ে বেকার থাকুক......,
বারবার বাবা-মা আপনার বিয়ের জন্য সমন্ধ দেখুক..., এমন হাজার কিছু করে নিক যে যা পারে আপনি তাকে ছাড়া অন্য কারোর কথা কল্পনাতেও আনতে পারবেন না.....,

আপনার ভালোবাসার মানুষটি কালো হলেও আপনার দৃষ্টিতে সে বিশ্ব সুন্দরী হবে যদি আপনি তাকে মন থেকে ভালোবেসে থাকেন....,
চিকন -মোটা, লম্বা- বেটে এগুলো তো আপনার ভাবনার দারপ্রান্তেও এসে দাঁড়ানোর সাহস পাবে না..., তার ঘুম থেকে উঠা তৈলাক্ত মুখ এলোমেলো চুলও আপনার মনকে মায়ায় মুড়িয়ে রাখবে....,
আর এরই নাম প্রকৃত ভালোবাসা.....,

যে ভালোবাসে সে ভালো মন্দ সবটাকে মিলিয়েই ভালোবাসে.....,
আর....!
যে ভালোবাসার অভিনয় করে টাইম পাস করে সে আপনাকে নিত্যদিন পরিবর্তন হতে বলবে.....,
দিন যত যাবে আপনি তার কাছে ততোই অসহ্য হয়ে উঠবেন......,

যে মানুষটি বিয়ের আগেই আপনাকে তার করে পেতে চাইবে.....,
না পেলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় বলে
ব্ল্যাকমেল করবে নিঃসন্দেহে বুঝে নিবেন সে প্রতারক ছাড়া কেউ নয়.....,
এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেয়ে সারাজীবন একা থাকাও শ্রেয়.....,

যারা মন থেকে ভালোবেসে তারা ছেড়ে যাওয়ার জন্য কারণ না খুঁজে থেকে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যায়.....,
তারা সব সময় আগলে রাখে....,
ভুল করলে কখনো মায়ের মতো ভালোবেসে কখনো বাবার মতো শাসনে কখনো বা ভাই-বোন ও বন্ধুর মতো করে বোঝায়....,
প্রকৃত ভালোবাসার মানুষ কখনো হারায় না তারা সব সময় থেকে যায়..........!

😊
Follow me





একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য অসুস্থ হতে হয় বলতে পারো?একটা মানুষকে ঠিক কতটা নিজের ভাবলে তাকে মনে করে রাত-বিরা...
05/09/2024

একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য অসুস্থ হতে হয় বলতে পারো?
একটা মানুষকে ঠিক কতটা নিজের ভাবলে তাকে মনে করে রাত-বিরাতে হাউমাউ করে কাঁদতে হয় বলতে পারো?
একটা মানুষকে ঠিক কতটা আপন ভাবলে তার জন্য নাওয়া-খাওয়া ছেড়ে দিতে হয় বলতে পারো?

তুমি বলতে পারবে না কারণ বিধাতা তোমাকে সেই হৃদয় দান করেননি, যেই হৃদয় দ্বারা অন্যজনের কষ্ট উপলব্ধি করা যায়।
ঠিক কতটা কঠিন ধাতুতে তোমার হৃদয় গড়া হয়েছে আমার জানা নেই। তবে এতটুকু বলতে পারি, পৃথিবীর সমস্ত কঠিন ধাতু গলে গেলেও তোমার হৃদয় গলবে না!

একটা মানুষ ঠিক কতটা পাষাণ হলে প্রিয়জনের অসুস্থতার খবর শুনেও চুপ থাকতে পারে বলতে পারো?
নাহ! আমি তো কখনোই তোমার প্রিয়জন ছিলাম না।

তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারোনি, মন দিয়ে কখনোই বুঝতে চাওনি আমায়, আমি তোমায় কতটা ভালোবাসি সেটা যদি বুঝতে পারতে, তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু তোমার কাছে তুচ্ছ মনে হতো। তুমি সব কিছু ছেড়েছুড়ে আমার কাছে ফিরে আসতে!
অথচ তোমায় আমি প্রিয়জন ভাবতাম, এখনো ভাবি।

তোমায় নিয়ে ভাবতে ভাবতে নিদ্রাহীন কাটে আমার একেকটা দীর্ঘ রাত, আমার সমস্ত কিছুতেই যেন তোমার বিচরণ, তোমার বসবাস!

আমি ভেবেছিলাম আমিও হয়তো সারাজীবন তোমার প্রিয়জনই থাকবো অথচ তোমার প্রয়োজনের মধ্যেও এখন আর আমি নেই, আমি হয়ে গেলাম অবহেলায় মোড়ানো কোনো পুরাতন বস্তু!

যখন তোমার অবহেলায় আমি বারবার ছিটকে পড়ে যাই তখন খুব ইচ্ছে হয় শক্ত হয়ে উঠে দাঁড়াতে, তোমায় ভুলে যেতে। অথচ আমি উঠে দাঁড়াই ঠিকই, কিন্তু তোমাকে ভুলে যাওয়ার বদলে আরো বেশি করে তোমার সাথে জড়িয়ে যাই, ইচ্ছে করেই তোমার অবহেলার শহরে হারিয়ে যাই!

02/07/2024

পিরিত বালা না সখী তোরা প্রেম করিও না...🖤😅

সব চেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকেতার নিজের মতো থাকতে দেওয়া....
24/11/2023

সব চেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে
তার নিজের মতো থাকতে দেওয়া..🙂

এমন একটা ভাবনা থাকা উচিত জাস্ট সে মানুষটাকে আপনি ভালোবাসেন ব্যস! তার থেকে আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ
নাই। হতাশা নাই!
আর এমন প্রেম ই হলো ঈশ্বরজ্ঞানে কৃষ্ণ প্রেম 🥰 যার নাম (নিঃস্বার্থ ভালো বাসা)

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!❤️

🌿হরে কৃষ্ণ🙏

10/09/2023

আর কিছুদিন অপেক্ষায় 🥰

,😔
30/08/2023

,😔

10/07/2023

Old is love

09/07/2023

kya tum mujhse pyar karte ho😍

05/07/2023

Bangli Love it’s song 😍

12/06/2023

যে থাকার সে হাজার সমস্যার পরেও থেকে যাবে

আর যে থাকার নয় সে নানা অজুহাতে ছেড়ে যাবে।।

11/06/2023

একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছোটে না, একজন বিশ্বস্ত মানুষ খোঁজে ।😍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathi সাথী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share