চিনির মা

  • Home
  • চিনির মা

চিনির মা ভয় ছাড়া স্বপ্ন দেখো সীমা ছাড়া ভালোবাসো😊

21/08/2025

ami onek ghum deserve kori seta sarajibon er jonno hoile beshi valo hoy 😅

21/08/2025

আমার প্রিয়কে রেখো খোদা
যত্নে ও সাবধানে🖤🤲

18/08/2025

লোক লজ্জায় বলতে পারি নাহ্.
আমি রেস্টুরেন্ট আর ব্যাংকের কাঁচের দরজা গুলো সহজে খুলতে পারি না শক্তির অভাবে.!🙂

আজ আমাদের বিচ্ছেদের বহুদিন হয়ে গেল… তবুও তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। সময় কেটে যাচ্ছে, ঋতু বদলে যাচ্ছে, চারপ...
17/08/2025

আজ আমাদের বিচ্ছেদের বহুদিন হয়ে গেল… তবুও তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। সময় কেটে যাচ্ছে, ঋতু বদলে যাচ্ছে, চারপাশের সবকিছু বদলাচ্ছে, কিন্তু আমার ভেতরের অনুভূতিগুলো আজও সেই প্রথম দিনের মতোই দাঁড়িয়ে আছে—সেই জায়গাতেই, যেখানে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। আমি জানি, তুমি এখন অন্য কারো সঙ্গে আছো, অন্য এক জীবনে আছো, যেখানে আমার জন্য কোনো জায়গা নেই। তবুও এই হৃদয় মানতে চায় না। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোট ছোট অভ্যাসগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে।

কখনও কখনও রাতের নিস্তব্ধতায় আমি শূন্য দৃষ্টি নিয়ে বসে থাকি, শুধু তোমার কথা ভাবি। মনে হয়, যদি তুমি ফিরে এসে বলো—"আমি এখনো তোমার", তাহলে হয়তো আমার বুকের ভেতরের এই ভারটা হালকা হয়ে যেতো। কিন্তু আমি জানি, সেটা কোনোদিন হবে না। তুমি তোমার জীবনের নতুন পথে এগিয়ে যাচ্ছো, আর আমি এখনো তোমার স্মৃতির ছায়া ধরে হাঁটছি।

আমার মনে আছে, তোমার প্রতি আমার ভালোবাসা কতটা নিখুঁত ছিল। সেটা ছিলো কোনো শর্তহীন ভালোবাসা—যেখানে শুধু দিতে জানতাম, পাওয়ার হিসাব করতাম না। তুমি সুখে থাকলেই মনে হতো আমি শান্তিতে আছি। আজও সেই অনুভূতি বদলায়নি। আমি কখনোই তোমার সুখের পথে বাধা হতে চাইনি, চাইনি তোমার হাসি মুছে যাক আমার কারণে।

কিন্তু সত্যি কথা হলো—কেউ যখন তোমার জীবনের অংশ হয়ে যায়, তাকে ভুলে যাওয়া কখনো সহজ হয় না। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে তোমার একেকটা স্মৃতির কাছে। আমি জানি, তুমি আর ফিরবে না, তবুও আমি তোমার নাম ধরে প্রার্থনা করি, তোমার জন্য ভালোবাসা পাঠাই। তুমি আজও আমার শান্তি, আমার অশ্রু, আমার প্রার্থনা, আর আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।

যদি কখনো আমার কথাগুলো তোমার কানে পৌঁছায়, আমি শুধু চাই তুমি জানো—আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি, ঠিক সেইভাবে, যেমন প্রথম দিনে বলেছিলাম—"আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো।"🙂

16/08/2025

পূর্ণজন্ম আর হবে না..
এই জন্মেও আর তোমাকে পাওয়া হলো না...!😅🙂

16/08/2025

তারা হয়তো জানে না ভেঙে পড়া মানুষ-গুলো একবার শক্ত হয়ে গেলে যতকিছুই হোক না কেন পিছনে ফিরে আর তাকায় না...!😅💔

15/08/2025

শৈশবে যেই বৃহস্পতিবারের অপেক্ষায়
থাকতাম তুমি আমার সেই অপেক্ষা😅

15/08/2025

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন
জীবনটাকে কেঁদে ভাসানোর চেয়ে
হেসে উড়ানো উত্তম... 🖤🎀

14/08/2025

কোনো কারণ ছাড়াই তোমাকে আরো-কিছুকাল মনে রাখবো আমি.😌

যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকাল..!🙂

তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দ রুটিন বদলে ফেলবো তা নয় সকালে ক্লাস দুপুরে চা সন্ধ্যা গাঢ় হলে বন্ধুদের সঙ্গে কেরাম খেলবো

মাঝে মাঝে হুটহাট ব্যাগটেগ গুছিয়ে চলে যাবো কোথাও স্বাভাবিক মানুষের মতোনই যাপন করবো জীবন...!😊
তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব শেকড় ছাড়া কী আর বৃক্ষকে কল্পনা করা যায়..?

ছুট্টোবেলায় রেললাইন হতে কুঁড়িয়ে পাওয়া বেড়ালটা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে...!😔

মাঝে মাঝে রাত্তিরে হাতড়ে হাতড়ে নেড়েছেড়ে দেখবো সেগুলো খুব বেশি দুঃখ হলে ছুটে যাবো রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও-তাই যেনো পাও আমি যত দুঃখ পাই গো..😅

তোমার শহরে যাবো তোমাকে দেখতে অথবা তোমার সুবাধে পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানাজায় হতে পারে কারণ ছাড়াই যাব চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকবো

মুদি দেকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা আমি তোমায় পাইনি বলে অন্যকেউ তোমায় পাবে না তা তো নয় প্রকৃতি অমন যে একপাশ ভেঙেচুরে নিয়ে অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না...🥹

আর তোমার পছন্দের কাঠ গোলাপ খুঁজতে ঢুকবো না ফুলের দোকানে। সন্ধ্যা গড়িয়ে এলো একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দিবো...!😓

শহরের এইটুকুন বাতাসও তোমায় সংবাদ দিবে না

কেউ না তুমিও জানবে না
এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর 🙂

আমি থামবো গিয়ে এক সকালে পৃথিবীর ওপাশে
ততক্ষণে তুমি শুধু জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় 😓

হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও
তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনো🙂

14/08/2025

যারা আমার পোষ্টে নিয়মিত রিয়েক্ট দাও
দোয়া করি তোমরা যেন রাস্তায়
এক বস্তা টাকা পাও 😫🌚🐸

13/08/2025

একবার বড়োলোক হয়ে গেলেই
শুধু নিজের রাগ ভাঙ্গানোর জন্য একটা লোক রাখবো 🐸

12/08/2025

আমি জীবনে খাল কেটে কুমির আনি নাই
আমার মুড ভালো থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফা লাফি করি...!🙂🐸🐊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when চিনির মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share