17/08/2025
আজ আমাদের বিচ্ছেদের বহুদিন হয়ে গেল… তবুও তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। সময় কেটে যাচ্ছে, ঋতু বদলে যাচ্ছে, চারপাশের সবকিছু বদলাচ্ছে, কিন্তু আমার ভেতরের অনুভূতিগুলো আজও সেই প্রথম দিনের মতোই দাঁড়িয়ে আছে—সেই জায়গাতেই, যেখানে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। আমি জানি, তুমি এখন অন্য কারো সঙ্গে আছো, অন্য এক জীবনে আছো, যেখানে আমার জন্য কোনো জায়গা নেই। তবুও এই হৃদয় মানতে চায় না। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোট ছোট অভ্যাসগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে।
কখনও কখনও রাতের নিস্তব্ধতায় আমি শূন্য দৃষ্টি নিয়ে বসে থাকি, শুধু তোমার কথা ভাবি। মনে হয়, যদি তুমি ফিরে এসে বলো—"আমি এখনো তোমার", তাহলে হয়তো আমার বুকের ভেতরের এই ভারটা হালকা হয়ে যেতো। কিন্তু আমি জানি, সেটা কোনোদিন হবে না। তুমি তোমার জীবনের নতুন পথে এগিয়ে যাচ্ছো, আর আমি এখনো তোমার স্মৃতির ছায়া ধরে হাঁটছি।
আমার মনে আছে, তোমার প্রতি আমার ভালোবাসা কতটা নিখুঁত ছিল। সেটা ছিলো কোনো শর্তহীন ভালোবাসা—যেখানে শুধু দিতে জানতাম, পাওয়ার হিসাব করতাম না। তুমি সুখে থাকলেই মনে হতো আমি শান্তিতে আছি। আজও সেই অনুভূতি বদলায়নি। আমি কখনোই তোমার সুখের পথে বাধা হতে চাইনি, চাইনি তোমার হাসি মুছে যাক আমার কারণে।
কিন্তু সত্যি কথা হলো—কেউ যখন তোমার জীবনের অংশ হয়ে যায়, তাকে ভুলে যাওয়া কখনো সহজ হয় না। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে তোমার একেকটা স্মৃতির কাছে। আমি জানি, তুমি আর ফিরবে না, তবুও আমি তোমার নাম ধরে প্রার্থনা করি, তোমার জন্য ভালোবাসা পাঠাই। তুমি আজও আমার শান্তি, আমার অশ্রু, আমার প্রার্থনা, আর আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
যদি কখনো আমার কথাগুলো তোমার কানে পৌঁছায়, আমি শুধু চাই তুমি জানো—আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি, ঠিক সেইভাবে, যেমন প্রথম দিনে বলেছিলাম—"আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো।"🙂