Alamin official

  • Home
  • Alamin official

Alamin official আমার পেজটি ফলো করার অনুরোধ রইলো।

সৌদি আরব❤️
04/12/2023

সৌদি আরব❤️

30/11/2023

সৌদি আরবের ভিসায় কোম্পানি নাম, কাজের ধরন সহ আরো বিভিন্ন তথ্য আরবি ভাষায় লেখা থাকে। যার ফলে অনেকে পড়তে পারে না বা বুঝতে পারে না।

সৌদি আরবে আপনি কোন কোম্পানির কাজ করবেন এবং কি কাজ করবেন সেটা অবশ্যই জেনে বুঝে নেওয়া প্রয়োজন।

তাই যারা আরবি ভাষা পড়তে পারেন না তাদের জন্য অবশ্যই সৌদি আরবের ভিসা সম্পূর্ণ পড়ার জন্য বাংলা অনুবাদ করা প্রয়োজন।

28/11/2023
টাকা ইনকাম মূল লক্ষ্য না মূলত এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের সহোযোগিতা করা আমার মূল লক্ষ্য,শূন্য থেকে এই পযন্ত আসা...
23/11/2023

টাকা ইনকাম মূল লক্ষ্য না মূলত এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের সহোযোগিতা করা আমার মূল লক্ষ্য,শূন্য থেকে এই পযন্ত আসার পিছনে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ❤️❤️❤️এটা আপনাদের ভালোবাসার দ্বিতীয় পেমেন্ট, ইনশাআল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি

🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
11/11/2023

🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

10/11/2023

❤️

01/11/2023

ওমানে ভিসা বন্ধের কারণ হিসেবে বেশির ভাগ মানুষ রাজনৈতিক কারণ বলছেন, যা সত্যি নয়। সত্যি হলো, লাখ লাখ বাংলাদেশী বেকার ওমানে। কর্মসংস্থানের চেয়ে বেকারের সংখ্যা অনেক বেশি। তাই, সময়োপযোগী সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন।
দুবাই সৌদি আরবের অবস্থাও একই। যারা আসতে চান, আসার আগে ৫ বার ভেবে আসুন।

তওবা হলো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে মানুষ নিজের পাপের জন্য তওবা করলে আল্লাহ তা ক্ষমা করেন। পাপ যত ...
29/10/2023

তওবা হলো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে মানুষ নিজের পাপের জন্য তওবা করলে আল্লাহ তা ক্ষমা করেন। পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহ অশেষ অনুগ্রহে তা ক্ষমা করেন। পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে তওবার নির্দেশ দিয়ে বলেছেন।

আল্লাহ বলেন, ‘আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও অতিশয় দয়ালু।’ (সুরা নিসা, আয়াত : ১০৬)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আমার বান্দাদের জানিয়ে দিন, আমি ক্ষমাকারী ও দয়ালু।’ (সুরা হিজর, আয়াত : ৪৯)
আনাস (রা.) থেকে বর্ণিত, ‘তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি যত দিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি তত দিন তোমার গুনাহ মাফ করতে থাকব, তুমি যা-ই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না।

হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৪০)
মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন, যদি সে তওবা করে, আল্লাহ তা ক্ষমা করবেন।

29/10/2023

বিদেশে আসার আগে ট্রেনিং সার্টিফিকেট ফ্রীতে ডাউনলোড করেন

03/10/2023

আপনার পাসপোর্ট কী ভিসা লেগেছে কিনা তা কিভাবে জানবেন

02/10/2023

কথাগুলো তাদের জন্য যারা আত্মীয় স্বজনের আশ্রয় পেয়েছেন। বাবা,চাচা, ভাই,মামা, খালু আপনাকে বিদেশ এনেছেন। নিজেদের সঙ্গেই, নিজের প্রতিষ্ঠানেই হয়তো কাজ দিয়েছেন। অথবা খেটেখুটে অন্য কোথাও কাজ দিয়েছেন। অথবা কাজ দিতেই পারেন নি, আপনাকে খুঁজে নিতে হয়েছে। আপনার সেইসব আত্মীয়ের সঙ্গে আপনি চোখ উল্টিয়ে ফেলেছেন! একবার সেইসব মানুষদের বিদেশ জীবনের কষ্ট আর সংগ্রামের কথা জেনে নিন, যারা এসে কোন আত্মীয়ের আশ্রয়ে উঠতে পারেনি! তাদের সঙ্গে তুলনা করলে,- একটা সত্যই বের হয়ে আসবে, বিদেশ কি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী জীবন কি আপনি হয়তো এখনও টেরই পাননি। সহজে পাওয়া সবকিছুকেই মানুষ সহজ ভাবে। আপনি যে জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়েছেন, তৈরি পেয়েছেন, সে জায়গা তৈরি করতে অন্য অনেকের কত যে ঘাম, শ্রম গেছে, তা আপনি কল্পনাও করতে পারেন না! তাই তৈরি পাওয়া সুবিধাকে মূল্যায়ন করতে শিখুন!নিজের কাজকে কখনও অমর্যাদা করবেন না। আর অকৃতজ্ঞ হবেন না। যার মামা, চাচা, খালু নেই এই বিদেশে, একটা চাকরিও নেই,-তাকে একবার জিজ্ঞেস করুন বিদেশ কি! কেমন!

copy post

ভালোবাসার মানুষ গুলো হাজার মাইল দূরত্বে,চাইলেও যাওয়া হয় না❤️❤️❤️❤️❤️😭আল্লাহু যেন কারো ভালোবাসার মানুষ গুলোকে কষ্ট না দেয়...
01/10/2023

ভালোবাসার মানুষ গুলো হাজার মাইল দূরত্বে,
চাইলেও যাওয়া হয় না❤️❤️❤️❤️❤️😭
আল্লাহু যেন কারো ভালোবাসার মানুষ গুলোকে কষ্ট না দেয়🤲🤲🤲

01/10/2023

Bmet Smart clearance card/ম্যানপাওয়ার কার্ড বানাতে কতদিন সময় লাগে ফিঙ্গার দিয়ে আসার পর

29/09/2023

How to Download BMET Card | BMET smart clearance card | Saudi Probashi News 24

26/09/2023

বাংলাদেশের ভালো এজেন্সি বের করার নিয়ম

24/09/2023

17/09/2023

Wafid Book an Appointment slip | নিজে নিজে গামাকা স্লিপের জন্য আবেদন | Saudi Probashi News 24

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alamin official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share