Moments of Sumi

  • Home
  • Moments of Sumi

Moments of Sumi Assalamu Alaikum.
✨ "I'm Sumi — capturing life’s little joys, quiet thoughts, and heartfelt moments. Welcome to my world."🙋

ْ✦.لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ.✦

28/08/2025

হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রত্যেকটা মেয়েই নিষ্ঠুর হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়! তবে সময়ের ব্যবধানে কে কতটা নিষ্ঠুর হয়, সেটা তার সাথে ঘটে যাওয়া কারণের উপর নির্ভর করে!🌸

27/08/2025

নিজের জন্য বাচোঁ, নিজেকে ভালোবাসো,কারণ
চোখের সামনে যা দেখছো তা সব স্বার্থ আর প্র‍য়োজন..

দুনিয়া উল্টায় যাক।আফ্রিদীর বউ ৬ মাসের প্রেগন্যান্ট হয়ে যাক।আফ্রিদি কোর্টে সিক হয়ে যাক ।রুমিন ফারহানার কাজল ঠিক করতে পুরা...
27/08/2025

দুনিয়া উল্টায় যাক।আফ্রিদীর বউ ৬ মাসের প্রেগন্যান্ট হয়ে যাক।আফ্রিদি কোর্টে সিক হয়ে যাক ।রুমিন ফারহানার কাজল ঠিক করতে পুরা জাতি এক হয়ে যাক একজন মানুষের কিছু যায় আসে না।
ব্লু ফেইরি লায়লা।😆
সে এখনো গান গেয়ে কানতেসে মামুনের জন‍্যে “সাইয়ারা তু তো বাদলা নেহি হ‍্যায়…..😁😆

অভিমান জমে জমে আমি ব্যথা হীন 😔
26/08/2025

অভিমান জমে জমে আমি ব্যথা হীন 😔

26/08/2025

Good morning

25/08/2025

একমাত্র husband কে টাকা ধার দিয়ে
চাইতে গেলেই বুঝবেন,দূ'র্নীতি কাকে বলে😒

হাজব্যান্ডরে কইলাম আমার লোশন আর পাউডার শেষ হয়ে গেছে৷ বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কিনে দিয়েন৷ হাজব্যান্ড আমারে জিগাইলো ...
19/08/2025

হাজব্যান্ডরে কইলাম আমার লোশন আর পাউডার শেষ হয়ে গেছে৷
বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কিনে দিয়েন৷
হাজব্যান্ড আমারে জিগাইলো যে কোনগুলো দিবো বলো ৷
আমি বললাম ১ বছর আগে আসার সময় নিয়ে আসছিলেন যে ওইগুলো৷
তারপর আমি এই নামটার দিকে কতক্ষণ তাকাইয়া থাকলাম৷
পরে কইলাম ইনচেংটুর পাউডার আর লোশন৷
হাজব্যান্ড কয় এমন নামতো এই জীবনে আর শুনিনাই৷সে বলে একটা ছবি তুলে দাও৷
তার আমিও ছবি তুলে দিলাম৷
ছবি দেওয়ার পর হাজব্যান্ড বলে, আরে বলদ এগুলার নাম কি ইনচেংটুর নাকি?
আমি কইলাম তাহলে এগুলার নাম কি?
হাজব্যান্ড বলে আমি নিজেও তো জানিনা 🙄🙄
Copy

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়! অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন ন...
15/08/2025

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়!
অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"
এই ঘটনা মনটা টুকরো টুকরো করে দিল।
একজন মা… চার সন্তানের মা… বাচ্চাদের জন্য রান্না করছিলেন। মাংস পাশে, আলু কেটে রাখা,
হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভাবছিলেন— আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সেই রান্না আর শেষ হলো না…

হঠাৎ আপুটার মায়ের ফোনে খবর এলো—
“আপনার মেয়ে সুই*সাইড করেছে…” 🥲 এই ফোনটা মেয়ের হাজব্যান্ড করেছিল।

যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য ,সে নিজে গিয়ে জীবন শে*ষ করতে পারে না।
সে মর*তে চায় না… তাকে মা*রা হয়েছে
শুধু মৃ*ত্যুর নামটা বদলে দেওয়া হয়— “সুই*সাইড”।

সে মা বাবাকে বলেছিল—
“হাজবেন্ড অনেক সময় মার*ধর করে… প্রচণ্ড রাগী…”
এই সংসার আর করতে চায় না 🥲
কিন্তু মা বাবার উত্তর ছিল—
“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”

আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি না?
ধৈর্য ধরো… মেনে নাও… চুপ থাকো… একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু জানি না, সেই ধৈর্য কবে মৃ*ত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে।

আজ চারটা শিশু এতিম হয়ে গেল।
তারা বুঝতেও পারছে না— তাদের মা কোথায় গেল।ছোট বাচ্চাটা নাকি মায়ের বুকের দুধ খায় 😭

মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই…
শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ…
তারপর ধীরে ধীরে সহ্য, সহ্য, সহ্য…
শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়—
কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে…

মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে আসলেই মেয়েদের জীবনটা জানি কেমন 🥲

আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো 🤲🏾
আর প্রতিটি মেয়েকে দাও সেই সাহস, যাতে “ধৈর্য ধরো”র নামে মৃ*ত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়…

゚シ゚

Emni............
07/08/2025

Emni............

জীবনটা কি😭😭😭ম-র্মা-ন্তি-ক দূ-র্ঘ-ট-না...ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভ...
06/08/2025

জীবনটা কি😭😭😭

ম-র্মা-ন্তি-ক দূ-র্ঘ-ট-না...

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হা-রি-য়ে পানিতে পড়ে যায়..গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি..

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা ম-র-দে-হ..যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু..

সকলকেই মৃত ব-লে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন..ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন 💔
সংগৃহীত

আমার যা টাকা পয়সা, তার জন্য এই ব্যাগ-ই যথেষ্ট!🙂
27/07/2025

আমার যা টাকা পয়সা, তার জন্য এই ব্যাগ-ই যথেষ্ট!🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments of Sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share