Ahmed Tamim

Ahmed Tamim I am a video creator.

25/07/2024

"Sometimes We Don't Want To Heal Because The Pain Is The Last Link To What We've Lost."

11/07/2024

অনেকদিন হলো বৃষ্টির সাথে আমার আরি
তার আগমন দেখি, তবে তাকে ছুঁই না,
তার আগমনের পূর্বাভাসে দরজা জানালা বন্ধ করে রাখি,
যেন তাদের নির্মল বাতাস আমায় ধ্যানমগ্ন না করে,

কেন তখনকার কনকনে ঠান্ডা পরিবেশ চা খাওয়ার জন্য আমাকে বাইরে না টেনে নিয়ে যায়,
যেন ঘুমানোর জন্য এই আদর্শ পরিবেশে আমার শান্তির ঘুম না চলে আসে।
এই আড়ি হয়তো বৃষ্টিও বুঝতে পেরেছে, তাই আমার শহরে এখন কম আসে।

যাক ভালই হলো আমিও তো এটাই চাইতাম।

10/07/2024

কোনো এক রাতে, জোছনায় ভিজে
নির্ঘুম রাত কেটে যাক,
কোনো এক ভোরে, টিনের চালে
বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যাক।

04/07/2024

সমুদ্রের পাশে আঁধারে চুল উড়িয়ে ছবি তুলো তুমি,
তবে সেই সমুদ্র ঢুকতে থাকা এক নাবিকের চিৎকার তোমার কানে আসে না।

16/06/2024

আমি যাচ্ছি চলে !! 😕

01/06/2024

সোফায় বসে আছি আমি
ঘূর্ণিঝড়ের প্রচন্ড হাওয়া আমার শরীরকে কাঁপিয়ে দিচ্ছে,
হাতে একটা সিগারেট কানের কাছে মগ্ন করা গান।
ভাবলাম তোমার স্মৃতিচারণের উপযুক্ত সময়।
তারপর চলে গেলাম এক গভীর ঘোরে।
তোমার সাথে আমার এক ভিন্ন পৃথিবী দেখতে থাকলাম।
যেখানে তুমি আমায় ঘৃণা করো না।
যেখানে তোমার বর্তমানে কোন প্রেমিক নেই।
যেখানে তোমায় পাওয়ার বাধা নেই।
যেখানে তোমার দেয়া কষ্ট নেই।
যেখানে তোমায় দেখার জন্য সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় না।
যেখানে তুমি আমাকে দেখলে, মুখ লুকিয়ে পালাও না।

যেখানে আমি শুধুই তোমার শান্তির কারণ।
যেখানে আমার মাঝেই তুমি পৃথিবীর সকল ভালোবাসা খুঁজে পাও।
যেখানে তুমি আমার জন্য নও আমি তোমার জন্য অপরিহার্য।
যেখানে এই দুনিয়ায় তোমার থেকে প্রাপ্ত ঘৃণার বেড়াজাল থেকে নিজেকে কিছুক্ষণের জন্য মুক্ত করতে পারি।


এইসব গায়েবী চিন্তা ভাবনার মাঝেই আমার মুঠোফোনে বেজে উঠল :-

‌ " নেশা কেটে গেলে,
তুমিও কেটে যাবে!"

লেখা:তামিম

01/06/2024

তোমাকে ভালোবাসা যদি নিষিদ্ধ হয়
তবে, তোমাকে পাবার জন্য
যুদ্ধ হবে আরো একবার।
রক্তক্ষরণ হবে হৃদয় থেকে হৃদয়ে
ইতিহাসে জন্ম নিবে এই প্রেম নতুন করে,
আমি যুদ্ধ ঘোষণা করবো,
চিৎকার করবো, প্রতিবাদ করবো,
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
সব নিষিদ্ধ প্রাচীর ভেদ করে আমি
তোমাকে বলবো ভালোবাসি ভালোবাসি।

19/05/2024

যাকে প্রতিমূহূর্তে হৃদয়ে করি লালন
তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে;
হয়তো কখনো হবে না পূরণ।
তাইতো তার সৃষ্টি কে
ছুঁয়ে দেখার মাঝে খুঁজি
হৃদয়ের সন্তুষ্টি।

"হৃদয়ের সন্তুষ্টি "

03/05/2024

নীরবতা বেড়ে গেছে, মন খারাপ হয়তো!

20/04/2024

কষ্টার্থ জগতে সবচেয়ে ধনী ব্যক্তি আমি।

|| তুরস্কের একটি ফোক কবিতা ||
19/04/2024

|| তুরস্কের একটি ফোক কবিতা ||

17/04/2024

সুখ যদি হইত বিষেরও বাঁশি
বাজাইতাম তাহারে তোমার কাছে আসি
তোমার বড় ভালোবাসি ও রূপনগরের মাঝি
তোমার জন্য বসন্তে মুই নদীর পারে সাজি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share