CoronaCast

CoronaCast করোনা ভাইরাস সমন্ধে সাধারণ আলোচনা

15/04/2023

Friendly conversation with friends

15/04/2023

We are coming live tonight (Saturday 15 April) at 10pm (Bangladesh time) with Mohd Anisul Karim, Monzilur Rahman, Hassan Saad Ifti, Mohammad Ali Kochi & Shamir Montazid to discuss interesting topics of science. Khela hobe!

02/04/2023

প্রায় দুই বছর আমরা ফেসবুকে একটা লাইভ শুরু করেছিলাম। আমরা কয়েক বন্ধু যাদের সকলে সেসময় তাদের পিএইচডির গবেষণা কাজ করছিল। মহামারির কারণে তাদের সবার ল্যাব বন্ধ হয়ে যায়। বন্ধের সেই সুযোগে আমরা নিয়মিত অনলাইনে আড্ডা দেওয়া শুরু করি। তারই একটা সময় আমরা ফেসবুকে লাইভ করে দিয়েছিলাম। আপনাদের কাছ থেকে খুব ভাল সারা পাওয়ায় সেটা চালু রাখি আমরা। কিন্তু ল্যাব খুলে গেলে সেটা আর করা হয়নি।
দুই বছর পর আজকে থেকে নিয়মিত প্রতি সপ্তাহে একদিন করে অনলাইনে আসব আমরা। কথা হবে জীবন, বিজ্ঞান, সমাজ, বিদেশে উচ্চশিক্ষা ও সেখানকার জীবনের সুবধা-অসুবিধা নিয়েও। যুক্ত হোন আজ বাংলাদেশ সময় রাত দশটায়।

02/04/2023

প্রায় দুই বছর আগে আমরা ফেসবুকে একটা লাইভ শুরু করেছিলাম। আমরা কয়েক বন্ধু যাদের সকলে সেসময় তাদের পিএইচডির গবেষণা কাজ করছিল। মহামারির কারণে তাদের সবার ল্যাব বন্ধ হয়ে যায়। বন্ধের সেই সুযোগে আমরা নিয়মিত অনলাইনে আড্ডা দেওয়া শুরু করি। তারই একটা সময় আমরা ফেসবুকে লাইভ করে দিয়েছিলাম। আপনাদের কাছ থেকে খুব ভাল সারা পাওয়ায় সেটা চালু রাখি আমরা। কিন্তু ল্যাব খুলে গেলে সেটা আর করা হয়নি।

দুই বছর পর আজকে থেকে নিয়মিত প্রতি সপ্তাহে একদিন করে অনলাইনে আসব আমরা। কথা হবে জীবন, বিজ্ঞান, সমাজ, বিদেশে উচ্চশিক্ষা ও সেখানকার জীবনের সুবধা-অসুবিধা নিয়েও। যুক্ত হোন আজ বাংলাদেশ সময় রাত দশটায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when CoronaCast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

করোনাকাস্ট কি?

ভিডিও কাস্ট বা লাইভ কাস্টের ধারণাটা নতুন নয়। আলোচনার আদলে খবরকে বিশ্লেষণ করার মাধ্যমে সমসাময়িক ঘটনার খুঁটিনাটি বিষয় বোঝার একটা ভাল উপায় এই ধরণের কাস্ট।

সেই ধারণার কথা মাথায় রেখেই করোনা ভাইরাস নিয়ে নিয়মিত লাইভ আলোচনায় আসছি আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন গবেষক।

আমরা কেউই ভাইরাস বিষয়ে বিশেষজ্ঞ না হলেও নতুন নতুন গবেষণা নিয়ে আলোচনা করি অনেকটা শখের বশেই। আমাদের সাথে নিত্য-নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণে আপনিও অংশগ্রহণ করতে পারেন।

প্রতিদিন বাংলাদেশ সময় রাত দশটায় লাইভে আসছি আমরা পাঁচজনঃ মঞ্জিলুর রহমান, শামীর মোন্তাজিদ, হাসান সাদ ইফতি, মোহাম্মদ আলী কচি এবং মোহাম্মদ আনিসুল করিম।