দোহার নবাবগঞ্জ • DN

  • Home
  • দোহার নবাবগঞ্জ • DN

দোহার নবাবগঞ্জ • DN বিসমিল্লাহ

টঙ্গীতে একজন মহিলা ম্যানহোলে পড়ে গিয়েছিল৷ ৩৬ ঘন্টা পার হওয়ার পর উনার লা** উদ্ধার করা হলো। অনেকদিন যাবতই নাকি ম্যানহোলের ...
29/07/2025

টঙ্গীতে একজন মহিলা ম্যানহোলে পড়ে গিয়েছিল৷ ৩৬ ঘন্টা পার হওয়ার পর উনার লা** উদ্ধার করা হলো। অনেকদিন যাবতই নাকি ম্যানহোলের ওই ঢাকনাটা সরানো ছিল। সিটি কর্পোরেশনের লোকেরা গাফিলতি করে ঠিক করেনি।

হাঁটু সমান বৃষ্টির পানিতে ঢাকনা আছে কি নাই সেটা দেখারও কোন উপায় ছিল না। মহিলাটাও প্রতিদিনকার মতই যাতায়াত করছিলো।

শুনা গেলো এজন্য ফায়ার সার্ভিস দোষারোপ করছিল সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দোষারোপ করছিল ফায়ার সার্ভিসকে।

কিন্তু দুর্ভাগ্য আমাদের একটা জলজ্যান্ত মানুষ এভাবে চলে যাবে! অথচ মহিলার ৮ বছরের ছোট্ট ২টা জমজ বাচ্চা রয়েছে।

এর দায় রাষ্ট্র কখনো এড়াতে পারে না। এর জবাব রাষ্ট্র কখনো দিতে পারবে না। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে সবচেয়ে সস্তা হলো মানুষের জান :)

27/07/2025

মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা।
জয়পাড়া সরকারি হাস্পাতালের সামনে।
© আল জামী

19/07/2025

কলাকোপা ইউনিয়ন ৪নং ওয়ার্ড গ্রাম পানালিয়ায়,৬০ ঊর্ধ বয়স্ক লোক ১৪ বছরের শিশু মেয়েকে দীর্ঘ দিন যাবৎ ধ*র্ষ*ণ করে যাচ্ছে। মেয়েটি এখন গর্ভবতী। উক্ত ঘটনার আকবর আলী বাসা পানালিয়া আরেকজন আসামী আলমগীর নামের দুইজন মিলে এই শিশু বাচ্চা কে ধ*র্ষ*ণ করে যাচ্ছিল।

আজ ১৯/৭/২০২৫ তারিখে সন্ধ্যার দিকে উক্ত গ্রামবাসীর কাছে ধরা পড়ে। গ্রামের মুরুব্বিরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। উক্ত ঘটনার আসামিদেরকে পুলিশ তাদের নিজ জিম্মায় নিয়েছে। ইসলামি দৃষ্টি অনুসারে গ্রামবাসী তার বিচার চাই।
ধ*র্ষ*ণের পরিণতি মৃ*ত্যু

© আবদুল্লাহ আল উমু

শুভ জন্মদিন দোহার 🌹 #শুভ_দোহার_দিবস ❤️দোহার উপজেলা ১৯১৭ সালের ১৫ই জুলাই প্রতিষ্ঠা লাভ করে এবং ২১শে সেপ্টেম্বর গেজেট বিজ্...
15/07/2025

শুভ জন্মদিন দোহার 🌹
#শুভ_দোহার_দিবস ❤️

দোহার উপজেলা ১৯১৭ সালের ১৫ই জুলাই প্রতিষ্ঠা লাভ করে এবং ২১শে সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ইং সালের ১লা জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে দোহার থানার কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ১৯৮৩ইং সালে দোহার থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

দোহার, ঢাকা জেলার অন্তর্গত সর্বদক্ষিণের উপজেলা, আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা (১২১.৪১ বর্গ কিলোমিটার), সংসদীয় আসন ঢাকা-১।

আমি একজন দোহার বাসী হয়ে গর্বিত (আলহামদুলিল্লাহ)।

কলাকোপা গোয়ালনগর এর মো:মাসুদ ভাই এর ছোট ছেলে কিছুখন আগে ইছামতী নদীতে পানির জোয়ারে ডুবে যায়। এখনো এই বাচ্চাটাকে খুঁজে পাও...
14/07/2025

কলাকোপা গোয়ালনগর এর মো:মাসুদ ভাই এর ছোট ছেলে কিছুখন আগে ইছামতী নদীতে পানির জোয়ারে ডুবে যায়। এখনো এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি যদি কেও দেখে থাকেন অবশ্যই জানাবেন।

14/07/2025

হাসপাতাল ফাকা কিছু হলেই ঢাকা

13/07/2025

ভয়াবহ এ/ক্সী/ডেন্ট
স্থান:নূরপুর কুমেরপাড় মোড়,দোহার ঢাকা

06/06/2025

ঈদ উপলক্ষে ৫০০ টাকার ভাড়া ১১০০ টাকা নেওয়ায় #সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সালামী🤭

এটাই রাজনীতি!একটা সময় বিরোধী দলের অনেক নেতাই পিতামাতার মৃ'ত্যু সংবাদ শুনেও শেষবারের মতো মুখটা দেখতে পারেননি। কারও স্থান ...
16/05/2025

এটাই রাজনীতি!

একটা সময় বিরোধী দলের অনেক নেতাই পিতামাতার মৃ'ত্যু সংবাদ শুনেও শেষবারের মতো মুখটা দেখতে পারেননি। কারও স্থান হয়েছিল কারাগারে, কেউবা ছিলেন পলা'তক। আজ ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে।

সাদ্দাম হোসেনও আসতে পারেননি তাঁর বাবার জানাজায়।

সম্ভবত এটাই প্রকৃতির শাস্তি, সময় ঘুরে ফিরে সবার হিসাব মিটিয়ে দেয়। আহারে জীবন।

ক্লিয়ার কথা।
11/10/2024

ক্লিয়ার কথা।

ভারী বৃষ্টিতে আমাদের চরকুশাই রাস্তার পরিস্থিতি।ফটো - ফাহিম হোসেন
05/10/2024

ভারী বৃষ্টিতে আমাদের চরকুশাই রাস্তার পরিস্থিতি।

ফটো - ফাহিম হোসেন

পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। কলেজে সকাল ৯.১৫ তে প্রবেশ করতে হবে এবং দুপ...
03/10/2024

পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। কলেজে সকাল ৯.১৫ তে প্রবেশ করতে হবে এবং দুপুর ১.১৫ তে বের হতে হবে। প্রবেশ এবং বাহির হওয়ার সময় আইডি কার্ড পাঞ্চ করতে হবে না হলে কলেজে আপনি অনুপস্থিত বলে গণ্য হবেন।

ইতোমধ্যে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, সকলের গতবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্যাম্পাসে ক্লাস চলাকালীন বারান্দায় বা মাঠে অযথা ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when দোহার নবাবগঞ্জ • DN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share