
29/07/2025
টঙ্গীতে একজন মহিলা ম্যানহোলে পড়ে গিয়েছিল৷ ৩৬ ঘন্টা পার হওয়ার পর উনার লা** উদ্ধার করা হলো। অনেকদিন যাবতই নাকি ম্যানহোলের ওই ঢাকনাটা সরানো ছিল। সিটি কর্পোরেশনের লোকেরা গাফিলতি করে ঠিক করেনি।
হাঁটু সমান বৃষ্টির পানিতে ঢাকনা আছে কি নাই সেটা দেখারও কোন উপায় ছিল না। মহিলাটাও প্রতিদিনকার মতই যাতায়াত করছিলো।
শুনা গেলো এজন্য ফায়ার সার্ভিস দোষারোপ করছিল সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দোষারোপ করছিল ফায়ার সার্ভিসকে।
কিন্তু দুর্ভাগ্য আমাদের একটা জলজ্যান্ত মানুষ এভাবে চলে যাবে! অথচ মহিলার ৮ বছরের ছোট্ট ২টা জমজ বাচ্চা রয়েছে।
এর দায় রাষ্ট্র কখনো এড়াতে পারে না। এর জবাব রাষ্ট্র কখনো দিতে পারবে না। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে সবচেয়ে সস্তা হলো মানুষের জান :)