24/05/2025
Kalagachia Sundarban Day Tour | সাতক্ষীরা কলাগাছিয়া সুন্দরবন ভ্রমণের সম্পুর্ণ গাইড লাইন 2025
Kalagachia Sundarban Day Tour | সাতক্ষীরা কলাগাছিয়া সুন্দরবন ভ্রমণের সম্পুর্ণ গাইড লাইন 2025
আমাদের সবার গর্ব পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই ভিডিওটিতে আপনারা খুলনার সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারের অসাধারণ সৌন্দর্য্য দেখতে পাবেন। কিভাবে আসবেন সাতক্ষীরার এই অসাধারণ পর্যটন স্পটে। শ্যামনগরের মুন্সিগঞ্জের নীলডুমুর নৌকাঘাট থেকে ট্রলার ভাড়া করে যেতে হয় কলাগাছিয়া। এখানে আপনারা হরিণ ও অসংখ্য বানর দেখতে পাবেন। ওয়াচ টাওয়ারে উঠলে দেখতে পাবেন সুন্দর বনের নয়নাভিরাম সৌন্দর্য্য।
কিভাবে আসবেন:
ঢাকা থেকে সরাসরি শ্যামনগরের বাস পেয়ে যাবেন। শ্যামনগর নেমে বাসে করে চলে যাবেন মুন্সিগঞ্জ। সেখান থেকে মটর সাইকেল অথবা ইজিবাইক নিয়ে চলে আসবেন নীলডুমুরিয়া ঘাট। ঘাট থেকে ট্রলার ভাড়া করে সোজা কলাগাছিয়া সুন্দরবন।
ট্রেনে করে কীভাবে আসবেন।
প্রথমে ঢাকা থেকে খুলনা আবেন তরপর খুলনা সোনাডাঙা বাস ষ্টান্ড থেকে সরাসরি সাতক্ষীরা অথবা মুন্সিগঞ্জের বাস পেয়ে যাবেন৷ যদি সাতক্ষীরা যান তাহলে সাতক্ষীরা থেকে সরাসরি মুন্সিগঞ্জের বাস পেয়ে যাবেন। মুন্সিগঞ্জ নেমে বাইক বা ইজিবাইক নিয়ে নিলডুমুরিয়া বাজার। সেখান থেকে ট্রলার নিয়ে কলাগাছিয়া বাজার।
একদিনে সুন্দরবনে করমজল ভ্রমন : • এক দিনে সুন্দরবন ভ্রমণ | Sundarban D...
Follow By Social Media
page: https://www.facebook.com/Nafizraz22?m...
Facebook: https://www.facebook.com/nafiz.raz.1?...
Instagram: https://instagram.com/nafizraz?igshid...
Device : Gopro Hero 8 Black
:Dji Mavic Mini
Send a message to learn more