Life Lines Vlog

  • Home
  • Life Lines Vlog

Life Lines Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life Lines Vlog, Video Creator, .

ভাইয়ের বউকে অবহেলা বা হিংসা নয় সম্মান করুন, ভালোবাসুন🙂
05/08/2025

ভাইয়ের বউকে অবহেলা বা হিংসা নয় সম্মান করুন, ভালোবাসুন🙂

ব্যস! এটাই দেখার বাকি! এটা হলেই ষোল কলা পূর্ন ভাবে ২০২৫-এ ! 😂 This is the Year of Reunions Of Ex's!
05/08/2025

ব্যস! এটাই দেখার বাকি! এটা হলেই ষোল কলা পূর্ন ভাবে ২০২৫-এ ! 😂 This is the Year of Reunions Of Ex's!

রাজ চক্রবর্তী আর রুক্মিণী র কাছে এটা Saiyaara মুভি 😛
05/08/2025

রাজ চক্রবর্তী আর রুক্মিণী র কাছে এটা Saiyaara মুভি 😛

Akdom🙂
04/08/2025

Akdom🙂

লুঙ্গিতে আ-গু'ন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ..সমাজে কিছু মানুষ আছে,যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও ব...
02/08/2025

লুঙ্গিতে আ-গু'ন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ..

সমাজে কিছু মানুষ আছে,

যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ..!🙂

28/07/2025

এবার শুরু হলো বারিশা আর লিওনার চুল ছিড়া ছিরি লাইভ 🤧ধাক্কা ধাক্কি না করে আসতে আসতে দেখুন😳

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক ম...
23/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।
-সংগৃহীত।
#বাবা_মা_সন্তান #দোয়া

21/07/2025

আজ রাতে কোন হোমওয়ার্ক নেই😭

বিমান দূর্ঘটনার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।🥺🥺🥺🥺কিন্তু যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮...
21/07/2025

বিমান দূর্ঘটনার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।🥺🥺🥺🥺

কিন্তু যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮৪ সালের দিকে বানানো।

এই বিমান দুনিয়াজোড়া উড়ন্ত কফিন বলে। আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষন চলে।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সদ্য বিবাহিত সে...

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন।

এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি'ধ্ব'স্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Whatever happened,DON’T blame the pilot.He tried! He really did.He knew it was a school,he knew there were kids around. That’s why he didn’t eject.He stayed ti

ছবিতে যিনি বসে আছেন, তিনি কেবল একজন স্বামী নন—তিনি এক জীবন্ত প্রেমকাব্য।সামনের গাড়িটিতে যার নিথর দেহ শুয়ে আছে, তিনি তার ...
04/07/2025

ছবিতে যিনি বসে আছেন, তিনি কেবল একজন স্বামী নন—তিনি এক জীবন্ত প্রেমকাব্য।
সামনের গাড়িটিতে যার নিথর দেহ শুয়ে আছে, তিনি তার প্রিয়তমা স্ত্রী।

রাত ৯টায় জানাজা হওয়ার কথা ছিল।
কিন্তু তিনি চাইছিলেন না—এতো রাতে এত তাড়াহুড়ো করে স্ত্রীকে মাটি দেওয়ার প্রক্রিয়া শুরু হোক।
তবু মুখে কিছু বলতেও পারছিলেন না…
কি বলবেন?
“ওকে একটু থাকতে দাও… ওকে একা ফেলে দিতে মন চায় না”—
এই কথাটাও যেন খুব বেশি হয়ে যাচ্ছিল তার কাছে।

একটা মৃতদেহকে সামনে রেখে কেউ এমন করে বসে থাকতে পারে?
হ্যাঁ, পারে—যদি সেটা ভালোবাসা হয়।
ভালোবাসার শেষ প্রহরে এসে কেউ কাউকে এমন করে আগলে রাখে,
যখন কেউ আর অনুভব করতে পারে না, তবু পাশে থাকা মানুষটা যেন বলে—
"তুমি চলে গেছো, ঠিক আছে। কিন্তু আমি এখনো আছি। আমি কোথাও যাইনি।"

তার ছোট ছেলে বুঝেছিল বাবার চোখের ভাষা।
তাই শেষ পর্যন্ত জানাজা হয়েছে পরদিন সকালেই।
তবুও সারারাত তিনি বসে ছিলেন গাড়ির সামনে। নিঃশব্দে। নিঃসঙ্গভাবে।
কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই—শুধু নিঃশব্দে প্রহর গোনা, শেষ সঙ্গ দেওয়া।

এই মানুষটা স্ত্রীর মৃত্যুর পরও তাকে একা ফেলে যেতে পারেননি।
তিনি বসে থেকেছেন—একটা আশ্বাস হয়ে, একটুকরো সঙ্গ হয়ে।

এটাই ভালোবাসা।
যে ভালোবাসা শোরগোল করে না। দাবি রাখে না।
শুধু পাশে থাকে—চোখে জল নিয়ে, ঠোঁটে নীরবতা নিয়ে।

যার পাশে এমন কেউ থাকে—
সে পৃথিবী ছেড়ে গেলেও হারিয়ে যায় না, সে অমর হয়ে যায় ভালোবাসার স্মৃতিতে।

ভাগ্যবান ছিলেন সেই স্ত্রী—
কারণ মৃত্যুর পরেও কেউ ছিলো তার পাশে,
যে বলেছিলো না বলেই—
“আমি আছি।”

19/06/2025

আমি বাদে পুরা বাংলাদেশের সবাই Savoy এর ডিস্ককোন খায়া ফেলসে!

নেক্সট ট্যুর স্পট🤣
06/06/2025

নেক্সট ট্যুর স্পট🤣

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Lines Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share