
30/08/2025
বাঙালীর সর্বশ্রেষ্ঠ উৎসব - শারদোৎসব আসন্ন। আনন্দমুখর উৎসবের হাওয়া আকাশে বাতাসে।
কিন্তু এরই মধ্যে চারদিকে অসংখ্য মানুষের জীবন জুড়ে বছরের পর বছর ধরে বয়ে চলেছে অর্থনৈতিক অসচ্ছলতা।
এইরকম পরিবারগুলোর জন্য, আগামী ২১সেপ্টেম্বর, ২০২৫ BHS'95 দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের কোর্ট চত্বরে এলাকার দুঃস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র় তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পুজোর সময় মা, বোন, দিদিদের জন্য BHS'95 এর এটা একটা ছোট্ট প্রয়াস।
আমরা জানি, আপনারাও প্রতি বছরের মতন এবছরেও আমাদের সাথে যোগ দেবেন। সময় আর দিনটা মনে রাখবেন - সকাল ১০ টা, ২১ সেপ্টেম্বর, ২০২৫।
যেকোনো রকম আর্থিক সাহায্যের জন্য আমাদের ব্যাংকের বিবরণ নিচে দেওয়া হলো -
Bank Name: Indian Bank (Baruipur Branch)
Account Name: Baruipur High School 95 Batch (BHS 95)
Account Number: 6673317055
IFSC: IDIB000B140
এই সূত্রে জানাই, আমাদের সংগঠন আর্থিক অনুদান আয়কর দপ্তরের কর আইন, ১৯৬১ অনুযায়ী ৫০ শতাংশ আয়কর ছাড়প্রাপ্ত। গত ছয় বছরের নিরলস সামাজিক কার্যক্রমের সম্মাননা স্বরূপ BHS'95 ভারতবর্ষের আয়কর দপ্তরের 80G শংসাপত্র প্রাপ্ত।
BHS '95 এর কাজ সম্পর্কিত বিশদ বিবরণ আমাদের নিম্নলিখিত ওয়েবসাইটে জানতে পারবেন: http://bhs95.in/
আমাদের ফেসবুক পেজ: Baruipur High School 95 Batch
Your Sincerely,
Himadri Subhra Kundu President , BHS 95