বিশ্ব বাংলা নিউজ পোর্টালটি ৬ মে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নিউজ পোর্টালটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে সাংবাদিক সিদ্ধার্থ দে দায়িত্ব পালন করছেন।
বিশ্ব বাংলার তথ্য এবং মন্তব্য প্রকাশের নীতিমালা
১. বিশ্ব বাংলার প্রতিটি প্রতিবেদন বাংলাদেশের নিবন্ধিত জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত করা হয়। তাই উক্ত সংবাদের মালিকানা কিংবা দায়ভার কোনভাবে বিশ্ব বাংলা বহন করে না।
২. বিশ
্ব বাংলা শুরুর লগ্ন থেকে বাংলা সংস্কৃতি, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে সচেতনতা মূলক সংবাদ পরিবেশন করে আসছে। পরবর্তীতে সর্তকতার সাথে রাজনীতি নিয়ে সংবাদ পরিবেশন করছে। যা পেজটিতে প্রবেশ করলে প্রতীয়মান।
৩. ফেসবুকের কপিরাইট সমস্যা এড়াতে নিজস্ব “Rights Manager" প্রতিটি ভিডিও সংরক্ষণ করা হয়।
৪. বিশ্ব বাংলার সম্পাদক এবং প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে সিদ্ধার্থ দে দায়িত্ব পালন করে আসছে। সিদ্ধার্থ দে সাংবাদিকতার পেশার সাথে ২০১০ সাল থেকে বিভিন্ন জাতীয় গণমাধ্যম (রেডিও টু-ডে, এশিয়ান রেডিও,আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়) সহ বর্তমানে নিউজ পোর্টাল “বিশ্ব বাংলা”য় কর্মরত আছেন।
৫. বিশ্ব বাংলার কোন প্রতিবেদনে কোন মতামত ও অভিযোগ থাকলে কল করুন +880-1600345645 কিংবা [email protected] এ মেইল করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।
৬. বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
৭. দেশীয় বা দেশের বাইরের কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না।
৮. মন্তব্য অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
৯. কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেওয়া যাবে না, নাম বিকৃত করা যাবে না।
১০. কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
১১. এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা ইঙ্গিতপূর্ণ।
১২. মন্তব্যে কোনো ফিশার লিংক দেওয়া যাবে না।
১৩. ইংরেজি এবং বাংলা ছাড়া অন্য় কোন ভাষায় মন্তব্য করা যাবে না।
১৪. দৃষ্টিকটু বানান ভুল ও অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না।
১৫. Bisswa Bangla কর্তৃপক্ষ যে কোনো মন্তব্য বাতিলের অধিকার রাখে।