Aslam Hasib

Aslam Hasib Aslam Hasib is the Managing Director of HasTech IT Limited, a company that provides innovative technology solutions.

He is also the Founder of HasThemes, a premium Website theme & plugin provider.

আমাদের কমিউনিটি 🌅 Early Risers Squad: Rise and Shine | The Early Risers' Community 🌅  এর বয়স ১ বছর পূর্ণ হলো।  ভোরে ঘুম ...
14/05/2024

আমাদের কমিউনিটি 🌅 Early Risers Squad: Rise and Shine | The Early Risers' Community 🌅 এর বয়স ১ বছর পূর্ণ হলো। ভোরে ঘুম থেকে ওঠার বিষয়কে প্রাধান্য দিলেও গ্রূপটির অন্যতম মুখ্য উদ্দেশ্য আমাদের মেম্বারদেরকে সামাজিক কল্যাণকর কাজের জন্য সচেতন করা তোলা।

আমি বিশ্বাস করি, ভালো পরিবেশ এবং ভালো আলোচনার মাধ্যমে ভালো অভ্যাস গড়ে তোলা সহজ হয়।

বিগত ১ বছরে আমাদের কিছু কার্যক্রম -
১। ৭-দিনের চ্যালেঞ্জ: টানা ৭ দিন ভোরে ঘুম থেকে ওঠার এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারী ৬০০ জনকে আমরা টি-শার্ট উপহার দিয়েছি । সারা বাংলাদেশর প্রায় প্রতিটি জেলা থেকে এই চ্যালেঞ্জে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করে।
২। ৪০-দিনের চ্যালেঞ্জে: টানা ৪০-দিন সূর্যের আগে ঘুম থেকে ওঠার এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের কে আমরা "Dawn Master" উপাধি এবং ডিজিটাল সার্টিফিকেট প্রদান করছি । ইতিমধ্যে ৩০০ জনের বেশি এই উপাধি পেয়েছে।
৩। ১০০-দিনের চ্যালেঞ্জে: টানা ১০০-দিন সূর্যের আগে ঘুম থেকে ওঠার এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের কে আমরা "Sunrise Master" উপাধি, ডিজিটাল সার্টিফিকেট এবং সার্টিফিকেটটি ফ্রেম বাধাই করে প্রদান করার কাজ চলমান রেখেছি। ১৮০ জনেরও বেশি মানুষ এই উপাধিটি পেয়েছে।
৪। মায়ের জন্য ১ কেজি ফল চ্যালেঞ্জে

আমাদের পরবর্তী কিছু চ্যালেঞ্জে, খুব শিগ্রই শুরু হবে -
৬০-দিনের Workout চ্যালেঞ্জ, কম পানি ব্যবহার করে গোসল ও ওযু করার চালেঞ্জ, ফ্যামিলি বন্ডিং চ্যালেঞ্জ, জন প্রতি একটি গাছ লাগানোর চ্যালেঞ্জ, ইত্যদি।

উদ্দেশ্য হলো সবার আগে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পাশাপাশি, অন্যান্য অনেক ভালো কাজের মাধ্যমে সমাজ ও দেশের মঙ্গলজনক কাজে নিজেদেরকে নিয়োজিত করা, এবং পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেয়া।

Join us: 🌅 Early Risers Squad: Rise and Shine | The Early Risers' Community 🌅

সকালে ঘুম থেকে ওঠার মতো একটা দারুন অভ্যাসকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা ভোরে ঘুম থেকে উঠবে তাদের জন্য আর্...
11/12/2023

সকালে ঘুম থেকে ওঠার মতো একটা দারুন অভ্যাসকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা ভোরে ঘুম থেকে উঠবে তাদের জন্য আর্লি রাইজার্স স্কোয়াড এর পক্ষ থেকে হ্যাসটেক আইটি লিমিটেড এর স্পন্সরড করা টিশার্ট উপহার দিতে যাচ্ছি।

উপহারটি পেতে আপনাকে যা করতে হবে
১। আমাদের গ্রুপে 🌅 Early Risers Squad: Rise and Shine | The Early Risers' Community 🌅 জয়েন করুন। (যদি আগে জয়েন করে না থাকেন)
২। আমার এই পোস্ট টি আপনার প্রোফাইল শেয়ার করুন।
৩। টানা ৭ দিন সূর্যের আগে ঘুম থেকে উঠে গ্রুপে একটা করে পোস্ট দিন।
৪ আমরা আপনার ঠিকানায় টিশার্ট টি পৌঁছে দিবো।

আসুন আমরা সামাজিকভাবে একটা ব্যাপক পরিবর্তন শুরু করি, ভোরে ঘুম থেকে উঠি আর জীবনটাকে বদলে ফেলি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aslam Hasib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share