প্লাটফর্ম অফ ইসলাম

  • Home
  • প্লাটফর্ম অফ ইসলাম

প্লাটফর্ম অফ ইসলাম আল্লাহর কাছে প্রার্থনাই চেষ্ট মেডিসিন?

আলহামদুলিল্লাহ!রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)–এর নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ...
26/07/2025

আলহামদুলিল্লাহ!
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)–এর নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
(এডমিন)

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং দুঃসময়ে হাল ধরার সক্ষমতা...
19/07/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং দুঃসময়ে হাল ধরার সক্ষমতা— তাঁকে অনন্য করেছে।

রাব্বুল আলামিনের নিকট দুআ— আল্লাহ যেন উনাকে পূর্ণ সুস্থতা দান করেন। দেশ ও জাতির কল্যাণে উনাকে আরও দীর্ঘ সময় প্রয়োজন।

18/07/2025

বিএনপির নিজ দলীয় হেভিওয়েট স্বাধীননতা বিরোধী পাকিস্তানপন্থীদের তালিকা:

(১) শাহ আজিজুর রহমান (বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী)
(২) আবদুর রহমান বিশ্বাস (বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি)
(৩) মশিউর রহমান যিনি যাদু মিয়া নামে পরিচিত (প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী)
(৪) মোশাররফ হোসেন শাহজাহান (পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন)
(৫) আহসানুল হক মোল্লা যিনি পচা মোল্লা নামেও পরিচিত ছিলেন। (সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী)
(৬) চৌধুরী কামাল ইবনে ইউসুফ (সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মন্ত্রী)
(৭) চৌধুরী আকমল ইবনে ইউসুফ (ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ)
(৮) আবদুল মোমিন তালুকদার খোকা (বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য)
(৯) কাজী ফারুক কাদের (নীলফামারী-৩ প্রাক্তন সংসদ সদস্য)
(১০) মির্জা রুহুল আমিন (প্রাক্তন মন্ত্রী ও ঠাকুরগাঁও-২-এর সাবেক সংসদীয় প্রতিনিধি। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুলের বাবা।)
(১১) ড. ওসমান ফারুক (বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী)
(১২) আব্দুল আলিম (জয়পুরহাট-১ এর সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী)
(১৩) মাহমুদুন্নবী চৌধুরী, যিনি নবী চৌধুরী নামেও পরিচিত (চট্টগ্রামের ডবলমুরিং-সীতাকুন্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে গণ-যোগাযোগ মন্ত্রী এর পর ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন)
(১৪) সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাকা চৌধুরী নামেও পরিচিত (জাতীয় সংসদের চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও ছিলেন।)

যাদের নাম লিখেছি তারা সবাই জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রখ্যাত রাজনীতিবিদ। আবার এরা সবাই ছিলেন ১৯৭১ সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। উনাদেরকে বিএনপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধান মন্ত্রী, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বানিয়েছে।

আজকের আক্রমণ দেখে হাসি পাচ্ছে?নাহিদ, হাসানাত,সারজিসদের উপর আক্রমণ থেকে শিক্ষা নিন। এত সহজেই ভুলে গেছেন ধানক্ষেতে,পাটক্ষে...
16/07/2025

আজকের আক্রমণ দেখে হাসি পাচ্ছে?নাহিদ, হাসানাত,সারজিসদের উপর আক্রমণ থেকে শিক্ষা নিন। এত সহজেই ভুলে গেছেন ধানক্ষেতে,পাটক্ষেতে ১৬,১৭ বছর ঘুমানোর কথা। সুযোগ পেলে তারা কি করতে পারে, তারা তাদের রূপটা দেখালো। ক্ষমতায় না থেকেই যদি এমন হতে পারে, মনে রাখিয়েন ফিরলে একটা চুচাও রাখবে না।
# তবে এনসিপি ছোট দল হিসেবে গোপালগঞ্জে যে প্রোগ্রাম করছে ১০০% নাহলেও ৯০% সফল।

উলামা-মাশায়েখ পরিষদ বগুড়া শহর এবং জেলার উলামা সম্মেলনে বক্তব্য রাখছেন  জননেতা  মাওলানা রফিকুল ইসলাম খান >>>>>
05/07/2025

উলামা-মাশায়েখ পরিষদ বগুড়া শহর এবং জেলার উলামা সম্মেলনে বক্তব্য রাখছেন জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান >>>>>

মাশা-আল্লাহ♥️ শহীদ আল্লামা সাঈদী রহঃ বলেছিলেন, উলামাদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য।আমরা এভাবেই মিলেমিশে একসাথে চলতে চাই😍
04/07/2025

মাশা-আল্লাহ♥️ শহীদ আল্লামা সাঈদী রহঃ বলেছিলেন, উলামাদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য।
আমরা এভাবেই মিলেমিশে একসাথে চলতে চাই😍

20/08/2024

২ কোটিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ৫০ লাখে অধ্যক্ষ বানাতেন ডা. দীপু মনি

20/08/2024

হত্যা মামলার পলাতক আসামি সাইকো কিলা‘র শেখ হাসিনার বিরুদ্ধে মেজর হুদাকে
জবা‘ই করার ঘটনা শুনে শিউরে উঠেছি।

03/08/2024

আজ কেউ ঘরে বসে থাকবেন না। আপনার নিকটবর্তী বিক্ষোভ মিছিলে যোগ দিন। না হলে নিজ এলাকা থেকেই সংগঠিত করে বিক্ষোভ মিছিল বের করুন।

৩ টার আগেই সবাই দলে দলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসুন। দীর্ঘদিন গুম, অবরুদ্ধ, নির্যাতন এর মধ্যে থাকায় আপনাদের মাঝে আসতে পারি নি। আজ আসছি এবং ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার ঘোষণা নিয়েই।
শান্তিপুর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করুন৷ আঘাত কিংবা বাঁধা আসলে প্রতিরোধ করুন। অনুপ্রবেশ করে যেন কেউ আন্দোলনকে বিতর্কিত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।

আসিফ মাহমুদ
সমন্বয়ক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রাণিত বাবা"✊
03/08/2024

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রাণিত বাবা"✊

16/07/2024

অতীতের কোনো এক ১০ই মহররম ঐতিহাসিক ফেরাউনের পতন ঘটেছিল!
অত্যাসন্ন ১০ই মহররম নব্য ফেরাউনের পতনের বার্তা নিয়ে আসুক।

15/07/2024

আলহামদুলিল্লাহ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্লাটফর্ম অফ ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্লাটফর্ম অফ ইসলাম:

  • Want your business to be the top-listed Media Company?

Share