12/11/2024
সকাল বেলা ফেসবুকে এসে এমন মর্মান্তিক ঘটনা দেখতে হবে আশা করিনি কখনো। যার যায় সেই জানে হারানো কতটা কষ্টকর।
মুনতাহা আর নেই, পাশের বাড়ির মানুষ ই এই সর্বনাশ করেছে ৷ আমিও ভাবছিলাম, যেভাবে ভাইরাল হয়েছে তারপরেও উদ্ধার হচ্ছে না, তাহলে খারাপ কিছু একটা হয়েছে হবে ৷ তারপরেও, দোয়া করছিলাম যেন আমার ধারণা ভুল হয় ৷ নিজের সন্তানকে হাড়ানোর কথা ভাবলে বুঝা যায় ওর বাবা মায়ের মানুষিক অবস্থা ৷
আল্লাহ ধৈর্য্য দান করুন, আমিন ৷
পাশের ঘরের মরজিনা হত্যা করে খালে পুতে রাখে ।
নিষ্পাপ শিশু মুনতাহার লাশ দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি, লিখতে হাত কাপছে।
মুনতাহা দের পাশের বাসায় থাকা একজন ভিক্ষুক মহিলা মুনতাহা কে গুম করে হ*ত্যা করে।
সন্দেহ*জনক ওই মহিলার মেয়েকে গতকাল বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য থা*নায় নেওয়া হলে পরে রাতেই সে মহিলা লা*শটি কাদার নিচে রাখা অবস্থা থেকে পুকুরে ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।
😔ছোট্ট মিষ্টি মেয়েটার কি দোষ ছিলো!পারিবারিক বিরোধের কারণে মূলত খুন করা হয়🥹
খুনিদের বিচার চাই, আর যেন কোন মা বাবার বুক খালি নাহয়।
দিনের শুরুতে এমন একটা খবর পাবো ভাবতেও পারিনি, মানুষ এত পাষাণ হয় কিভাবে 😔