
27/03/2025
ধরুন, হাতে এক পেয়ালা সোনালি রঙের চা নিয়ে এক বিকেলে নদীর পাড়ে হাঁটছেন। বাতাসে একটুখানি নরম ঠান্ডা, ঠিক যেমন মন ভালো করার মতো। হঠাৎ পাশ থেকে কেউ এসে ধাক্কা দিল, আর চা ছলকে পড়ে গেল আপনার জামায়।
এখন প্রশ্ন হলো, কেন চা ছলকে পড়ল?
প্রথম উত্তর সহজ—ধাক্কা লেগেছে, তাই চা পড়েছে।
কিন্তু গভীরভাবে দেখলে?
পেয়ালায় চা ছিল বলেই চা পড়েছে! যদি সেখানে কড়া কালো কফি থাকত, তবে কফিই পড়ত। যদি মধু মেশানো দুধ থাকত, তবে সেইটাই গড়িয়ে পড়ত।
এই পেয়ালাটা আসলে আপনি নিজেই।
জীবন প্রতিদিন একেক রকম ধাক্কা দেয়—কখনো মানুষের কথায়, কখনো পরিস্থিতির চাপে, কখনো হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনায়। আর তখনই বোঝা যায়, আপনার ভেতরে কী আছে!
যদি ধাক্কা খেয়ে রাগ উগড়ে দেন, যদি বিরক্তিতে মুখ কুঁচকে যান, যদি ক্ষোভে কঠিন কথা বলে ফেলেন—তবে বুঝতে হবে, ভেতরে সেইটাই জমা ছিল। আর যদি ধাক্কা খেয়েও মৃদু হেসে বলেন, "আহা! এক পেয়ালা চা নষ্ট হলো, কিন্তু সন্ধেটা তো এখনও বাকি!"—তবে জানবেন, আপনার ভেতরটা আসলেই সুন্দর!
তাই, নিজের ভেতরের পেয়ালাটা ভরুন ভালোবাসায়, সহানুভূতিতে, শান্তিতে। কারণ একদিন না একদিন, জীবন আপনাকে ঠিকই ধাক্কা দেবে—আর তখনই বোঝা যাবে, আপনার ভেতরে কী ছিল!