30/09/2025
সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি বলেন, উড়িরচরের মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙন, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাবসহ নানা সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক আমজাদ হোসাইন আশ্বাস দেন যোগাযোগ উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিকাশ, নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন,
আমার রাজনীতি কারো বিরুদ্ধে নয়, মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই উড়িরচরের উন্নয়ন সম্ভব।