As Tv

As Tv Official page of As Tv

11/07/2025

আল্লাহ আমাদেরকে এমন ভয়ংকর রাজনীতিবিদ বানিয়েন না। মহান আল্লাহতালা এই চাঁদাবাজদের উপর আপনি গজব নাজিল করুন অথবা তাদেরকে হেদায়েত করুন। জনসম্মুখে চাঁদা না পেয়ে এরকম ভাবে হত্যা করা একজন ব্যবসায়ীকে কোনভাবেই কাম্য নয়।

04/07/2025

আপনি সুস্থ থাকলে হয়তো তজুমদ্দিন নিয়ে এতো আলোচনা সমলোচনা হতো না আপনার অভাব
সবাই বুঝতে পারছে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে
আপনার কোনো সমলোচনা নেই। আজ Akm Mohibullah Nagar মিয়া সুস্থ থাকলে। এই সমস্ত নোংরা মামলা তজুমদ্দিন নাম গন্ধ থাকত না।
ওস্তাদের সাথে বেয়াদবি করলে এরকমই হয়।

এইভাবে যদি চলতে থাকে তজুমদ্দিনে।
এক সময় দেখা যাবে তজুমদ্দিন এর নাম উঠবে ধর্ষন তজুমদ্দিন।
আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক
এই কামনাই করি 🕌🤲

03/07/2025

ভোলার সংঘবদ্ধ ধ র্ষ ণের নেপথ্যে তৃতীয় স্ত্রী!

02/07/2025

চাঁদাবাজ ও দর্শনকে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।
আয়োজনে ঃ বাংলাদেশে জামায়াতে ইসলামী,তজুমদ্দিন উপজেলা শাখা।

11/06/2025

বিরল রোগে আক্রান্ত অসহায় এতিম আঃ রহিম। 💔😭🖤 #এতিম #কষ্ট #রোগ

30/04/2025

মনে রেখো🫵🏻
আমাদের পূর্ব পুরুষদের নাম শুনলে ওরা এখনো থরথর করে কাঁপতে থাকে🪓

13/04/2025

যেভাবে ইসরাইল রাষ্ট্রের জন্ম হলো 😠😠😠

20/03/2025

তরবারি বিক্রি করে তসবি কিনেছিলাম,
এখন আবাবিলের অপেক্ষায় দিন গুনি।

24/02/2025

খাসের হাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজার বিভিন্ন মহলের হামলার প্রতিবাদে। মানববন্ধন, আয়োজনে খাসের হাটঃ ব্যবসায়ী কমিটি.

02/11/2024

তজুমদ্দিন প্রেসক্লাব Tazumuddin Press Club এর সদস্য সচিব ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক এম এ হালিম গুরুতর অসুস্থ।

মোঃ কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন।

তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য সচিব এবং তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির নবগঠিত সাধারণ সম্পাদক এম এ হালিম গতকাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জানা গেছে, অসুস্থতা বোধ করলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন।

তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে ছুটে আসেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব ওমর আসাদ রিন্টু। এছাড়া তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক জনাব মোঃ ফখরে আজম পলাশ, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদসহ প্রেসক্লাবের বিভিন্ন পদস্থ সাংবাদিকবৃন্দও উপস্থিত হন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ ইকবাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জনাব মোঃ সেলিম রেজা এবং তজুমদ্দিন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও তার পাশে এসে দাঁড়ান।

তাকে দেখতে আসা তজুমদ্দিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করেন।তার অসুস্থতার খবরে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং সকলে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এম এ হালিমের সহকর্মী সাংবাদিকরা বলেন, "তার সাম্প্রতিক অসুস্থতা আমাদের সকলকে ভাবিয়ে তুলেছে। আমরা আশা করছি তিনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং সাংবাদিকতার ময়দানে পুনরায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।"

এ সময় তার আশু সুস্থতার জন্য তজুমদ্দিন উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়।

02/11/2024

তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির কমিটির বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ

তজুমদ্দিন উপজেলায় সম্প্রতি ২৯/১০/২৪ ইং তারিখে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আজ ৩০/১০/২৪ ইং সন্ধ্যার সময় সদ্য গঠিত কমিটির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেন তজুমদ্দিন উপজেলার সচেতন জনগণ।বিক্ষোভ মিছিলের শেষে এই কমিটি পূর্ণ গঠনের দাবিতে প্রেসক্লাবে একটি স্মারকলিপি জমা দেন এলাকার সচেতন জনগণ, বিশেষ করে তজুমদ্দিন উপজেলার বিএনপি-সমর্থিত সাধারণ জনতা, কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের বক্তব্যে জানানো হয় যে, রফিকুল ইসলাম সাদী অতীতে স্বৈরাচারী আমলে মিথ্যা রিপোর্ট ও হলুদ সাংবাদিকতার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন। জনতার দাবি, রফিকুল ইসলামসহ যারা হলুদ সাংবাদিকতার সাথে জড়িত, তাদের এই কমিটি থেকে অবিলম্বে অপসারণ করা হোক।

আন্দোলনকৃত জনতার সম্মুখে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সাধারণ জনগণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত করে পুনর্গঠনের মাধ্যমে সাংবাদিকতা পেশার মর্যাদা ফিরিয়ে আনতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা আজাদ হোসেন রাসেল, ছাত্রদল ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার প্রভাব

সাংবাদিকতার মূল আদর্শ হলো সমাজের জন্য সত্য প্রকাশ করা এবং জনসাধারণের সামনে নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা। তবে, ১৯ শতকের শেষের দিকে আমেরিকায় হলুদ সাংবাদিকতার উদ্ভব ঘটে, যা মূলত পাঠক আকৃষ্ট করার জন্য তথ্যের অতিরঞ্জন, চটকদার শিরোনাম, এবং সংবেদনশীল বিষয়গুলিকে কল্পনার মিশ্রণে প্রকাশ করত। এমন প্রতিবেদনের নেতিবাচক প্রভাব রয়েছে, যা সাংবাদিকতার স্বচ্ছতা ও জনগণের আস্থা ক্ষুণ্ণ করে। সাধারণ জনগণের মতে, রিপোর্টার্স ইউনিটির মতো সংগঠনের নেতৃত্বে হলুদ সাংবাদিকতার প্রভাবমুক্ত ব্যক্তিদের রাখা উচিত।

পুনর্গঠনের দাবি

সাধারণ জনগণ তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটিতে এমন সাংবাদিকদের নিয়োগের দাবি জানিয়েছেন, যারা প্রকৃত অর্থে সমাজের জন্য কাজ করবেন এবং হলুদ সাংবাদিকতার প্রভাব থেকে মুক্ত থাকবেন।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share