23/07/2024
আসসালামু আলাইকুম
ফেসবুক এ অনেকই অনেক কিছু বলছে,
বলার মধ্যে সবচেয়ের বেশি যে কথা সামনে আসছে সেইটা হল বর্তমান সরকার কে নিয়ে,
আমি বুঝি না মানুষ এত স্বার্থপর কিভাবে
হতে পারে, দেশটা আমাদের, দেশটা আমাদের নিজেদের সম্পদ, আমরা যদি আমাদের নিজেদের সম্পদ নিজে ওই নষ্ট করি তা হলে এমন হয়ে গেল না নিজের পায়ে নিজে কুরাল মারা, আজ আমরা এমন কিছু করছি যা আমাদের দেশ ও দেশের মানুষ এর জন্য খুবই খারাপ, একটা কথা আমরা কেন বোঝতে পারছি না জানি না শরীরে কোনো এক অংশ যদি একবার ভেঙ্গে যায় সেই অংশ কিন্তু সেম আগের মতন কখনও হবে না, তেমনই দেশটা যদি একবার নিচে ডাওন হয় তা হলে ওই দেশ আর কখনো ওপরে উঠবে না, যে দেশে ঝগড়া বিবাদ লেগে থাকে সেই দেশ ধ্বংস হয়ে যায়,আমাদের আন্দলোন কোটা নিয়ে সেই আন্দলোন অনেক ভাবে করা যেত কিন্তু সেইটা আমরা করি নাই করতে পারছি শুধু ভাঙচুর আর পেরেছি শুধু নিরহ পরিবারকে ধ্বংস করতে, একটু খবর নিয়ে দেখ আজ থাক যারা মারা গিয়েছে তারা খুবই দারিদ্র ফ্যামিলির ছাত্র,একটা জিনিস চিন্তা করে দেখ প্রথমে ছিল কোটা আন্দলোন এখন সেইটা গিয়ে দাড়াল রাজনৈতিকে, আর রাজনৈতিক মানে হল নিরহ লোকদের নিয়ে খেলা করা আর নেতারা আরাম করা, আর যখন মারা যায় তখন আমাদের মতন নিরহ পরিবারের ওই কেউ কিন্তু মারা যায় কোনো বড় নেতা কিন্তু মারা যায় না, এত এব সব কিছু ঠিক করতে হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে হবে আর দেশের সরকার অবশ্যই ইসলামের জ্ঞান সম্পুর্ন পুরুষ হতে হবে, একটা মুসলিম দেশে মহিলা কিভাবে রাজার আসরে বসে যার কিনা নিজে ওই পর্দা করা ফরজ ছিল সে কিভাবে হাজার কোটি লোকের সামনে উচ্চস্বরে কথা বলে, আফগানিস্তান আগে কেমন ছিল আর এখন কেমন হল আসলে আমরা এইসব দেখে ও কোনো শিক্ষা নিতে পারি না. সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন.