14/08/2025
ছোট্ট একটা অনুরোধ করি —নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না…, এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা, বা ঘনিষ্ঠ কারও সাথেও না।
একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে—তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে,তাকে নিয়ে হতাশা প্রকাশ করে !
আজ যাঁর কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, হতাশা ঝাড়ছেন—সেই মানুষটিও হয়তো তার নিজের সন্তান নিয়ে আরো বেশি হতাশ ! তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কখনও কিছু বলেন না, কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছোটো করবে ,তিনি জানেন—নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।
মনে রাখবেন—সন্তান আর বাবা-মায়ের সম্পর্কটা কখনও স্বার্থের নয়।
প্রত্যেকটা সন্তানই আলাদা, ভিন্ন চিন্তা-ভাবনার, ভিন্ন স্বপ্নের মানুষ।
আপনার চিন্তার সাথে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায়?
একটা সুস্থ মন-মানসিকতার সন্তান কখনও চায় না তার বাবা-মা অন্যের সামনে ছোট হোক,
তেমনি একজন সুস্থ মানসিকতার বাবা-মা কখনও তাদের সন্তানকে অন্যের সামনে হেয় করেন না।
তাকে শুধরে দেওয়ার অনেক পথ আছে—তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয়।
তাকে গড়ুন, ভাঙবেন না। পাশে থাকুন, প্রকাশ্যে নয়—ভেতরে ভেতরে শক্তি দিন।
সন্তান আপনার আয়না নয়, সে আপনার উত্তরসূরি—তাকে ভালোবাসুন, বুঝুন, এবং সবচেয়ে বড় কথা—তাকে সম্মান দিন।🤍