
18/08/2023
ইউটিউব ভিডিও লিংক- https://youtu.be/uF6df0SRClM
সাস্কাটুন; রোদ উজ্জল ছোট এই শহরের টানে চলে এলাম দুই বছর পর টরন্টো থেকে। বেড়াতে এসেছি এক সপ্তাহের জন্য। এসেই যোগ দিলাম "ফেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার পার্টি"-তে। পুরানো সব বন্ধুদের সহিত সারাদিন কাটালাম ব্ল্যাকস্ট্রাপ প্রভিন্সিয়াল পার্কের নিরিবিলিতে। সবুজে ঘেরা লেকের পাশে চমৎকার একটি পরিবেশে কাটল আমাদের দিনের পুরুটা সময়।