Kdrama Heaven

  • Home
  • Kdrama Heaven

Kdrama Heaven Life goes on

12/06/2025

যেনে নিন, পুরুষরা যে কারণে সফল হন

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বার্ষিক পিকনিক চলছিল। আয়োজন ছিল রাজকীয়—চমৎকার খাবার, হালকা সঙ্গীত, হাসি-আনন্দে মুখরিত চারপাশ। সবাই মেতে উঠেছিল নির্ভার মুহূর্তে, কোলাহলে হারিয়ে যাচ্ছিল ব্যস্ত কর্পোরেট জীবনের ক্লান্তি।

এই সময়, অনুষ্ঠানের মধ্যমণি, কোম্পানির এমডি এক অপ্রত্যাশিত ঘোষণা দিয়ে সবাইকে থমকে দিলেন। তিনি বলেন,
“এই কুমিরে ভরা পুকুরটি যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ মিলিয়ন ডলার! আর যদি সে প্রাণ হারায়, তাহলে তার পরিবার পাবে ২ মিলিয়ন।”

প্রথমে সবাই ভেবেছিল, নিশ্চয়ই রসিকতা করছেন। কিন্তু এমডির মুখ ছিল গম্ভীর। পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ চুপ হয়ে গেল। কেউ ঝুঁকি নিতে রাজি নয়—জীবন তো একটাই। সাহসী হওয়া আর বোকামির মধ্যে যে সূক্ষ্ম এক ফারাক থাকে, সেটাই যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল।

হঠাৎই, সবার চোখের সামনে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা!
একজন কর্মচারী হুট করে পানিতে ঝাঁপিয়ে পড়ল! মুহূর্তেই চারপাশ জেগে উঠল চিৎকার আর আতঙ্কে। সবাই তাকিয়ে রইল নিঃশ্বাস আটকে—এই বুঝি কুমিরের ছোবলে শেষ হয়ে যাবে সাহসী সেই প্রাণ।

কিন্তু বিস্ময়ের আরেক দিগন্ত তখন অপেক্ষা করছিল। লোকটি প্রাণপণে সাঁতরে চলেছে, কুমিরগুলো যেন কিছু বুঝে ওঠার আগেই সে অন্য পাড়ে পৌঁছে গেল—জীবিত, অবিচল এবং বিজয়ী!
চারদিক ফেটে পড়ল উল্লাসে।
এমডি নিজ হাতে তার হাতে তুলে দিলেন ৫ মিলিয়ন ডলারের একটি চেক। সহকর্মীরা ঘিরে ধরল প্রশংসা আর অভিনন্দনের জোয়ারে।

কিন্তু সেই ‘সাহসী’ মানুষটি তখনো দিশেহারা, ভিজে কাপড় আর কাঁপা কণ্ঠে একটাই কথা বলল,
“আমি শুধু জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিলো?”

এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর হেসে ফেলল সবাই, কারণ সত্যিটা আর গোপন রইল না—তার স্ত্রী-ই তাকে ঠেলে দিয়েছিল কুমিরভরা পুকুরে!

আর সেদিনই যেন সত্য প্রমাণিত হলো সেই চিরন্তন প্রবাদবাক্যটি—
“প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে।”

12/06/2025

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।

হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।

কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।

কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ

হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?

হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?

এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!

বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!

হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!🤣

14/05/2025

মাকে জড়িয়ে ধরে, মায়ের বুকে মুখ লুকিয়ে খুব করে কান্না করতে ইচ্ছে করছে, মনে হয় অনেক শান্তি লাগতো।
কতদূর আর কতদূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হবো,

24/11/2024

আজ নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম, আমার সাথে কেনো চলো.?
সে হেসে উত্তর দিলো, কে আছে তোর আমি ছাড়া..?!

19/11/2024
18/11/2024

সাদা হলেই যদি বেশি সুন্দর হতো,
তাহলে আপেলের চেয়ে মুলার দাম বেশি হতো।

17/11/2024

মানুষ রাতে ঘুমালে স্বপ্নে দেখে' ক্রাশের সাথে দেখা হইছে, প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে, ক্রাশ প্রোপোজ করছে, বিয়ের পর জামাইরে নিয়া হানিমুনে সুইজারল্যান্ড যাচ্ছে, আরো কতো কি!

আর দিকে আমি স্বপ্নে দেখি' খাট থেকে পড়ে যাচ্ছি, পাহাড় থেকে পড়ে যাচ্ছি, কুকুরের দৌড়ানি খাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, অন্য মহিলাদের সাথে ঝগড়া-মারামারি করতেছি।
আর আজকে তো দেখলাম, আমার মোম দিয়ে জোড়া লাগানো এক কান নষ্ট ইয়ারফোন টার ভালো কান টাও কেটে ফেলছি

পুরাতন ভাঙাচুরা বান্ধবী থাকলে বিক্রি করে দিতে পারেন। 🙂
16/11/2024

পুরাতন ভাঙাচুরা বান্ধবী থাকলে বিক্রি করে দিতে পারেন। 🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kdrama Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share