TwinSpon Media

  • Home
  • TwinSpon Media

TwinSpon Media Influencer Marketing Agency

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিয়াবাড়ি ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় "টুইনস্পন মিডিয়া" পরিবার গভীরভাবে শোকাহত😢
21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিয়াবাড়ি ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় "টুইনস্পন মিডিয়া" পরিবার গভীরভাবে শোকাহত😢

15/07/2025

আপনার ব্র্যান্ড বা প্রডাক্ট ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করতে চান? আমরা আছি আপনার জন্য

আমরা টুইন স্পোন মিডিয়ার জন্য ১ জন কাস্টমার রিলেশনশিপ অফিসার খুঁজছি 🔥🎯 Customer Relationship Officer (CRO)-এর মূল দায়িত্ব...
04/07/2025

আমরা টুইন স্পোন মিডিয়ার জন্য ১ জন কাস্টমার রিলেশনশিপ অফিসার খুঁজছি 🔥
🎯 Customer Relationship Officer (CRO)-এর মূল দায়িত্ব

✅ ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা
✅ ক্লায়েন্টের চাহিদা বোঝা ও সমাধান প্রদান করা
✅ ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড পার্টনারদের সাথে সম্পর্ক মজবুত করা
✅ কনট্রাক্ট, ইনভয়েস, পেমেন্ট প্রসেসে সহায়তা করা
✅ ক্লায়েন্ট ফিডব্যাক সংগ্রহ করে টিমে শেয়ার করা
✅ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট — কোনো অভিযোগ বা সমস্যা সমাধান করা

🌟 প্রয়োজনীয় গুণাবলী

💼 চমৎকার যোগাযোগ দক্ষতা (Verbal & Written) — বাংলা ও ইংরেজিতে
💼 পেশাদার আচরণ ও ধৈর্য
💼 ক্লায়েন্টের সমস্যায় সহানুভূতিশীল হওয়া
💼 নেগোসিয়েশন ও কনভিন্সিং স্কিল
💼 ইমেইল, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া ব্যবহার দক্ষতা
💼 টাইম ম্যানেজমেন্ট স্কিল
💼 দ্রুত সমাধান দেওয়ার মানসিকতা

🎓 প্রয়োজনীয় যোগ্যতা

📌 ন্যূনতম স্নাতক (বিশেষ করে বিজনেস, মার্কেটিং, কমিউনিকেশন বা PR ফিল্ডে)
📌 ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো (নতুন হলেও ট্রেনিং দিয়ে নেওয়া যায়)
📌 ভালো কম্পিউটার স্কিল (Word, Excel, Google Workspace)
📌 CRM সফটওয়্যার বা কাস্টমার সার্ভিস টুলের প্রাথমিক ধারণা (যেমন: Hubspot, Zoho, Trello ইত্যাদি)

💡 আরও প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা
🌐 ডিজিটাল কমিউনিকেশন স্কিল

✅ ক্লায়েন্টদের সাথে ইমেইল, WhatsApp, Messenger, Zoom বা Google Meet-এ প্রফেশনালভাবে কথা বলার অভ্যাস
✅ ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড ক্লায়েন্টদের সাথেও স্মার্ট আচরণ

📈 ডেটা অ্যানালাইসিস বেসিক স্কিল

✅ ক্লায়েন্ট ফিডব্যাক, ক্যাম্পেইন পারফরম্যান্স বা সেলস রিপোর্টের বেসিক বিশ্লেষণ
✅ Google Sheets / Excel-এ ডেটা আপডেট ও রিপোর্ট তৈরি

🤝 রিলেশনশিপ বিল্ডিং দক্ষতা

✅ ক্লায়েন্ট বা ইনফ্লুয়েন্সারকে লং-টার্ম সম্পর্কের দিকে গাইড করা
✅ সমস্যা সমাধানে নিজ উদ্যোগে এগিয়ে আসা

🧠 Creative & Problem Solving Skill

✅ ক্লায়েন্টের সমস্যার দ্রুত সমাধানে নতুন আইডিয়া প্রস্তাব করতে পারা
✅ কনফ্লিক্ট হলে তা পজিটিভভাবে হ্যান্ডেল করা

⚡ টেকনিক্যাল টুলস ব্যবহারে পারদর্শিতা

✅ CRM Tools (Hubspot, Zoho, Salesforce এর বেসিক ধারণা)
✅ Google Workspace (Docs, Sheets, Calendar)
✅ Project Management Tools (Trello, Asana, ClickUp)
✅ Social Media Tools (Buffer, Hootsuite, Meta Business Suite-এর বেসিক নলেজ)

🌟 একজন আদর্শ CRO TwinSpon Media-তে

➡️ ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শোনে
➡️ টিম ও ক্লায়েন্টদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে
➡️ কোম্পানির ব্র্যান্ড ইমেজ বজায় রাখে
➡️ ডেডলাইন ও কোয়ালিটি দুইই মেইনটেইন করে
আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করুন।
Drop your CV: [email protected]

03/07/2025

Video Cradit Shuvo vaiya🔥
Clients: AjikiBOS

Clients :Vivo Bangladesh Model: Jubayer Talukder
02/07/2025

Clients :Vivo Bangladesh
Model: Jubayer Talukder

29/06/2025
মনু মিয়ার পরিচিতি ‘অন্তিম শয্যার কারিগর’ হিসেবে। মনের গহিনের পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে সৃষ্টিশীল শিল্পীর মতো তৈরি কর...
29/06/2025

মনু মিয়ার পরিচিতি ‘অন্তিম শয্যার কারিগর’ হিসেবে। মনের গহিনের পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে সৃষ্টিশীল শিল্পীর মতো তৈরি করেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর।

গ্রাম থেকে গ্রামান্তরে, দূর থেকে দূরান্তরে কারও মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ কবর খুঁড়তে বা তৈরি করতে সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান তিনি।

এ কাজে দূরের যাত্রায় দ্রুত পৌঁছতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া।

সেই ঘোড়াটিই হয়ে ওঠে তার সহচর- যেটা নিয়ে দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, মানুষের মৃত্যুর সংবাদ পেলেই টগবগ করে ছুটে যেতেন। হাতে কোদাল, কাঁধে ফাতিলা কাপড়। চোখে নির্ভীক নিষ্ঠা।

মানুষের অন্তিম যাত্রায় একান্ত সহযাত্রীর মতো তিনি বাড়িয়ে দেন দুহাত।

এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর।

কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।

মাত্র ১৮ বছর বয়সে মনু মিয়া তার মাকে হারান। মায়ের কবরে বাবা, বড় ভাই আর আত্মীয়স্বজনের সঙ্গে একমুঠো মাটি দিয়ে তাকে শেষ বিদায় জানানোর সময়েও মনু মিয়া বুঝতে পারেননি, তাকে কতটা অসহায় করে চলে গেছেন মা!

খুব অল্পদিনেই যখন মায়ের অভাবটা বুঝতে শুরু করলেন, তখন থেকে মনু মিয়াও শামিল হলেন বদলে যাওয়ার মিছিলে।

কারও মৃত্যু সংবাদ শুনলেই তার মানসপর্দায় ভেসে উঠত মায়ের কথা।

অকৃত্রিম ভালোবাসার সেই মা মাটির ঘরের শেষ বিছানায়, কেমন কাটছে তার দিন? কেমন আছেন মা?

মাকে নিয়ে এসব খুব ভাবাত মনু মিয়াকে। ব্যাকুল হৃদয়ে মায়ের কবর জিয়ারতের জন্য ছুটে যেতেন কবরস্থানে।

এভাবে যাওয়া-আসা থেকেই স্থানীয় গোরখোদকদের সঙ্গে মনু মিয়া একদিন কবর খননের কাজে অংশ নেন।

প্রথম সে দিনের কথা বলতে গিয়ে মনু মিয়া বলেন, ‘আমি তখন কিছুই বুঝতে পারিনি। আমার কেবলই মনে হচ্ছিল, আমি যেন আমার মায়ের শেষ ঠিকানাটা সাজিয়ে দিচ্ছি।

এরপর থেকে যখনই সুযোগ পেয়েছি, তখনই তাদের সঙ্গে কবর খননের কাজে অংশ নিয়েছি।

এভাবে একসময় এ কাজটার প্রতি আমার অন্যরকমের একটি ভালোলাগা জন্মে গেল।

কোনো কারণে যদি একটি কবরে শরিক হতে না পারতাম, মনে হতো কী যেন করা হয়নি।’

মনু মিয়ার উপলব্ধি ছিল- মানুষের অন্তিম শয়ানের কবরটি হতে হবে সুন্দর, নিখুঁত ও সৃষ্টিশীল।

কারণ মৃত্যু হচ্ছে জীবনের শেষ ঠিকানা। জন্মের একমাত্র শর্ত হলো মৃত্যু।

দুনিয়াদারিতে কত ক্ষমতা, ধন, সম্পদ। অন্তিম শয়ানে কিছুই দেওয়া যায় না। একমাত্র কাফনের কাপড় ছাড়া।

হাজারো মানুষের কবর খোঁড়া সেই মনু মিয়া আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে সকালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মনু মিয়ার স্বজনেরা বলেন, জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার।

ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি। গত ১৪ মে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতাবোধ করলে তাঁকে বাড়িতে নেওয়া হয়েছিল।

কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান, এরপর ইন্তেকাল করেন।

মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাতিজা শফিকুল ইসলাম বলেন, তিনি (মনু মিয়া) দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ, প্রথম আলো

27/06/2025
27/06/2025

Video Cradit : Salman Mohammad Muqtadir ❤️❤️
Sponsor: Sultan's Dine

❤️Take Love brother ❤️❤
27/06/2025

❤️Take Love brother ❤️❤

21/06/2025

Content created by Sam vai🔥🔥
Client: Take & Talk BD

21/06/2025

Content Created by Sohag vai🔥🔥
Client: Taptap Send

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TwinSpon Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share