14/09/2025
Everything has a Beautiful Time...
জীবন একটা খোলা বইয়ের মতন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য জীবনের গুরুত্বপূর্ন কয়েকটি অধ্যায়। এদের আবার বিশেষ কিছু সময় সীমা আছে, এই যেমন ধরুন ৫-১০ বছর বয়স টা হাসি খেলাধুলায় মেতে থাকার একটা বয়স, যেই বয়সে কোনো চিন্তা কোনো টেনশন থাকে না।
এই যে শৈশব এ আপনি যেই খেলনা টা চেয়েছিলেন যেটা কেনার আগ্রহ আপনার পুরোটা শৈশব জুড়ে ছিলো... সেটা যদি আর মাত্র দু বছর পর আপনাকে উপহার দেয়া হয় অর্থাৎ ১২ বছর বয়সে কি আপনার সেই খেলনা টি দেখে ঠিক ততটাই উৎকণ্ঠিত হবেন যতটা সেই ৫-১০ বছর বয়সে পেতেন???
ভেবে দেখুন, সময় টা কিন্তু কেবল মাত্র দুটি বছর!! কিন্তু এ দু বছরের মানব মস্তিস্কে বিশাল পরিবর্তন আসে, জীবনের রং বদলায় চোখে তখন ফুলের বাগান...
ঠিক তেমনি ১৮- ২৩ বছর বয়স টা তে আপনি যা খুব করে চেয়েছিলেন, যেই জিনিস টা আপনার পেতেই হবে কিংবা না পেলে আপনার ভীষণ কষ্ট হবে সে জিনিস টা আপনি ২৫ এর মধ্যেও না পান তবে তা পাওয়ার যেই অসীম আগ্রহ অপেক্ষা নিয়ে আপনি বসে ছিলেন সেটা ২৫ এর পর থেকেই ফিকে হতে থাকবে। অর্থাৎ, ৩০ এর পরে সেটি নিশ্চিহ্ন ও হয়ে যেতে পারে।
অর্থাৎ, মানবজীবনে সৃষ্টিকর্তা সব কিছুরই একটা সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন, যা ফুরিয়ে গেলে সে জিনিস পাওয়া না পাওয়ার আক্ষেপ হয়তো বা শূন্যের কোটায় নেমে যেতে পারে। তাই শৈশব এর প্রিয় খেলনা টা শৈশব এই কেনা উচিত, ২০ এর কোটায় যে শখ গুলো সেই ২০ এই পূরণ করা উচিত। সময় ফুরিয়ে গেলে সেই সকল জিনিস গুলো পূরণ হয়েও যেনো অপূর্ণতায় পূর্ণ।
🔏মেহেরুন নেসা