Masum Kazi

Masum Kazi ~Jr. Software Engineer~
On a journey to becoming phenomenal. http://masumkazi.vercel.app/

এই দিকে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নেই, ইসলাম/হিন্দু  দুইটারি অভাব। যেটা দরকার সেটা নিয়ে মাথাব্যাথা নেই, এখন তা...
13/09/2025

এই দিকে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নেই, ইসলাম/হিন্দু দুইটারি অভাব। যেটা দরকার সেটা নিয়ে মাথাব্যাথা নেই, এখন তারা গানের শিক্ষক নিচ্ছে। কি এক দেশে বাস করি দরকারি জিনিসের জায়গায় অদরকারি জিনিস নিয়ে হাজির।

গান একটা শৈল্পিক জিনিস, সবাইকে চাপিয়ে দেয়ার জিনিস না!

সংগীতের বই রেডি। আপনার সন্তানকে স্কুলে তাল তেওড়া শেখানো হবে। উপদেষ্টা বিধান রায়ের ধর্মে গান-বাজনা ভালো জিনিস, সেটা তিনি ...
13/09/2025

সংগীতের বই রেডি। আপনার সন্তানকে স্কুলে তাল তেওড়া শেখানো হবে।
উপদেষ্টা বিধান রায়ের ধর্মে গান-বাজনা ভালো জিনিস, সেটা তিনি মুসলমানের সন্তানের ওপর চাপাবেন কেন?
এই বইতে দেখলাম ৪পৃষ্ঠার লালন জীবনী দেয়া আবার লালন দিবসও ঘোষণা করেছে সরকার। লালন আবার লোকায়ত নদীময় ইসলামের মতো কু ফ•রি মতবাদের কেন্দ্র।
এদেশের মুসলমানদের সাথে জাস্ট তা_মাশা হচ্ছে। সবার প্রতি**বাদ করা ঈমানি দায়িত্ব। ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি এইসব মুন*কা•র প্রতিরোধে কোন ভূমিকা না রাখে তাহলে কর্মিদের উচিত এই নিরবতার প্রতি**বাদ করা।
ড. মেহেদী হাসান হাফি.

09/09/2025

Taken from life.

09/09/2025
08/09/2025

মানসিক ভাবে ভেঙ্গে পরা এবং তার থেকে মুক্তির উপায় 👉
১. প্রথমে স্বীকার করা

নিজেকে বলো—"হ্যাঁ, আমি এখন ভালো নেই, কিন্তু এটা সাময়িক।
সমস্যা অস্বীকার করলে মন আরও ভারী হয়। স্বীকার করলেই সমাধানের পথে অর্ধেক এগোনো হয়ে যায়।

২. একাকিত্ব ভাঙা

কাছের মানুষের সাথে খোলাখুলি কথা বলো—even যদি মনে হয় তারা বুঝবে না।

প্রতিদিন অন্তত একজনের সাথে ৫–১০ মিনিট কথা বলার চেষ্টা করো।

অনলাইনে বা অফলাইনে সাপোর্ট গ্রুপে যোগ দাও।

৩. শরীরের যত্ন

পর্যাপ্ত ঘুম (৬–৮ ঘণ্টা)

হালকা ব্যায়াম বা হাঁটা—প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট

স্বাস্থ্যকর খাবার (চিনি, অতিরিক্ত তেল–মসলা কমানো)

পর্যাপ্ত পানি পান

৪. মনের ব্যায়াম

প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লেখো—৩টি জিনিস যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ

নেগেটিভ চিন্তা আসলে জোর করে হলেও মনোযোগ অন্য কাজে সরাও

ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করো—যেমন ৪ সেকেন্ডে শ্বাস নাও, ৪ সেকেন্ড ধরে রাখো, ৪ সেকেন্ডে ছাড়ো

৫. জীবনে ছোট লক্ষ্য স্থির করা

একসাথে বড় কিছু নয়, বরং ছোট ছোট কাজ—যেমন ঘর গোছানো, বইয়ের ২ পাতা পড়া, গাছ লাগানো

প্রতিটি কাজ শেষ হলে নিজেকে বাহবা দাও

৬. আনন্দের চর্চা

পুরনো শখে ফিরো বা নতুন কিছু শেখো

গান শোনা, ছবি আঁকা, রান্না, বাগান করা—যা তোমার মন ভালো করে

সূর্যের আলোয় সময় কাটাও—এটা প্রাকৃতিক অ্যান্টি-ডিপ্রেসেন্ট

৭. প্রয়োজনে পেশাদার সাহায্য

মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাথে কথা বলা—এতে কোনো লজ্জা নেই

তারা প্রয়োজন হলে থেরাপি বা ওষুধ দিয়ে সঠিক পথে নিয়ে যেতে পারেন

🔹 সবচেয়ে জরুরি কথা — ডিপ্রেশন তোমার পরিচয় নয়, এটা কেবল জীবনের একটি অধ্যায়, যা সময়, যত্ন আর সঠিক সহায়তায় কেটে যায়।
তুমি এখন যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্ত। 💙

copied

02/09/2025

Dibbader abishkar

02/09/2025

ভোকেশনাল আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এক নয় ❌

তিতা হলেও সত্য এটাই যে, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে অন্যতম বড় বাধা হচ্ছে বিএসসি ধারীরা। এমনকি ডিপ্লোমা শিক্ষা...
02/09/2025

তিতা হলেও সত্য এটাই যে, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে অন্যতম বড় বাধা হচ্ছে বিএসসি ধারীরা। এমনকি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আলাদা নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারণ, তারা ভালোভাবেই জানে ডিপ্লোমা ধারীরা যদি ব্যাপকভাবে উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, তবে বিএসসি ধারীদের সরকারি ও বেসরকারি চাকরিক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য কমে যাবে। কেননা তখন ডিপ্লোমা শিক্ষার্থীরা চার বছরের ডিপ্লোমা এবং চার বছরের বিএসসি মিলিয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় জ্ঞানেই সমানভাবে দক্ষ হয়ে উঠবে। তখন সাধারণ বিএসসি প্রকৌশলীদের খানা নাই। :')
Collected👍🏻

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Kazi:

Share