
17/05/2024
আসসালামু আলাইকুম
আগামী ২১ এ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে! উক্ত নির্বাচন আমার কাছের পরিচিত মানুষ অংশগ্রহণ করেছেন।
আমি কারো পক্ষ নিয়ে নয় আবার বিপক্ষ নিয়েও নয়!
প্রিয় জন-দের পরামর্শ স্বরুপ কিছু কথা বলতেছি।
১:আপনার প্রচারণা এভাবে করবেন না যাতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ক্ষতি হয়!
২: কাজ করার সময় যাতে অন্য প্রার্থীর বিরুদ্ধে বা অন্য প্রার্থীর লোকেরদের সমস্যা না হয়।(এতে আপনার বাস্তব জীবনে আপনার সাপোর্টার কমেও দেওয়ার সম্ভাবনা আছে)
৩: ছাত্র নিয়ে প্রচারনা কমালে ভালো।(বিশেষ করে মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের)
৪: কোনো প্রার্থী কে নিয়ে সরাসরি থ্রেড দিয়ে কথা না বললে ভালো! (এইটা আপনার ব্যাক্তিগত ব্যাপার কারণ এখন পর্যন্ত অনেকেই বলে ফেলছেন😁)
৫: কথা বলার সময় সবলিল ভাষায় কথা বলা। (এটি খুব বেশি জরুরি কারণ নির্বাচন প্রার্থী মানে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির আচারণ যদি সুন্দর সবলিল না হয় তাহলে জনপ্রতিনিধি কেমনে হবে?)
বি:দ্রঃ ইহা বলেছি আমি নিজ থেকে আমি এই নির্বাচন কে সমর্থন করি এটা-ও না আবার সমর্থন করি না এটা-ও না।
এটি আমার ব্যাক্তিগত পরামর্শ থাকলো মানা না মানা আপনার ব্যাক্তিগত ব্যাপার।
>আশা রাখবো অবশ্যই পজিটিভ-লি নিবেন!
ধন্যবাদ🥰