Subjects ToOls

Subjects ToOls Video Share Now

28/12/2024

Comment Here

13/07/2024


Polo ShirtMain Material: CottonHigh QualityFabrication: 195(+-)GSMSize- M, L, XLM - Length 27 Chest 36L - Length 28 Ches...
04/07/2024

Polo Shirt

Main Material: Cotton
High Quality
Fabrication: 195(+-)GSM
Size- M, L, XL
M - Length 27 Chest 36
L - Length 28 Chest: 38
XL - Length 29 Chest 40

দামঃ ৩০০ টাকা

প্রাইস: 2500 TKরেডিমেড জর্জেট এমব্রয়ডারি পার্টি ড্রেসকন্ডিশন – রেডিমেডবডি সাইজ- ফ্রি সাইজ ( ৪৪ ইঞ্চি পর্যন্ত পড়া যাবে )ব...
04/07/2024

প্রাইস: 2500 TK

রেডিমেড জর্জেট এমব্রয়ডারি পার্টি ড্রেস

কন্ডিশন – রেডিমেড
বডি সাইজ- ফ্রি সাইজ ( ৪৪ ইঞ্চি পর্যন্ত পড়া যাবে )
বডি মেটেরিয়াল - ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট
গাউন লং- ৪২ ইঞ্চি
কাজ - এমব্রয়ডারি (সামনে এবং পিছনেও এমব্রয়ডারি কাজ করা থাকবে )
ইনার অন্তর্ভুক্ত
ওড়না - শিফন এমব্রয়ডারি কাজ করা

21/06/2024

COMMENT BOX

02/06/2024

#তাড়াতাড়িবিবাহ হওয়ার আমল
#ইসলামেরপথ

29/05/2024

এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। ফাইল ছবি
নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে এসএসসি পরীক্ষার নাম না বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে কারিকুলাম উন্নয়ন ও পর্যালোচনা সংক্রান্ত কোর কমিটিতে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষার নতুন কোনো নাম দেওয়ার আলোচনা হয়। তবে শেষ দিকে এ পরীক্ষার নাম না বদলানোর সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এমন তথ্য জানা গেছে।

Advertisement

সূত্র থেকে জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম উন্নয়ন ও পর্যালোচনা সংক্রান্ত কোর কমিটিতে নতুন কারিকুলামের বেশ কিছু সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। এরমধ্যে অন্যতম হলো দুই বিষয়ে ফেল করেও একাদশে ভর্তি হওয়ার বিষয়টি। সেখানে এসএসসি পরীক্ষার নাম পরিবর্তনের বিষয়টি এলে বেশিরভাগ সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দেন। তাই শেষ পর্যন্ত এসএসসির নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়নি। কোর কমিটির প্রস্তাব এখন এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত হবে। তারপর সবার জন্য প্রকাশ করা হবে।

এ বিষয়ে এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক মশিউজ্জামান বলেন, এসএসসি পরীক্ষা নাম পরিবর্তনের বিষয়ে কোর কমিটিতে আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব পাস হয়নি। তাই এ পরীক্ষার নাম পরিবর্তন হচ্ছে না।

২০২৩ সাল থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।

শিক্ষা নতুন

26/05/2024
25/05/2024

কিভাবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল পরিশোধ করবেন।
পরবতীতে মেসেজে টুকেন নাম্বার আসে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subjects ToOls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share