Kalbi's Mom Sadiya

  • Home
  • Kalbi's Mom Sadiya

Kalbi's Mom Sadiya Assalamualaikum. its me kalbi's Mom Welcome to my channel. i'm Bangladeshi vlogger live in Rajshahi❤️
(1)

05/07/2025

অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটেও না।

আর সেটার কারণটা অনেক সাধারণ, এই যেমন এইসব ব্লগাররা জীবনের প্রতিটা মুহূর্ত ভিডিও করতে পারে সেটা যেমনই পরিস্থিতি হোকনা কেন।

যেমন কিছুদিন আছে ব্লগার শিশির ভাইয়ের বাবার কিছুদিন আগে হার্টের অপারেশন হয়েছে,তখন দেখলাম তারা প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিচ্ছে প্রতিটা মোমেন্টের একটা সিন ও দেখি বাদ দেন না,পারলে অপারেশনের ভিডিও টাও করে দেন।

তাদের মত হাজার ব্লগারদের দেখেছি প্রতিটিদিন প্রতিটা মুহূর্তের ভিডিও শেয়ার করে।এমন ও দেখেছি বাচ্চা ব্যথা পেলেও আগে ভিডিও করে তারপর মেডিসিন দেয়।

আর আমার মত ব্লগার প্রতিদিন আর প্রতি মুহূর্তের ভিডিও টাইম মত দিতে পারি না তার কারণ,যদি বাসায় বাচ্চারা ব্যথা পায় বা অসুস্থ হয় তাহলে ভুলে যাই মোবাইলের কথা তাহলে ভিডিওটা কিভাবে করব,তারপর বাসার পরিস্থিতি যখন ঠিক হয় তখন আবার চেষ্টা করি সময় মত ভিডিও দেওয়ার।

কিন্তু বিশ্বাস করেন আমিও চাই তাদের মত ব্লগার হতে কিন্তু দিনশেষে আমি হেরে যাই আমার মায়ার কাছে। আজ প্রায় ১ মাসের বেশি হয়ে গেল মা অসুস্থ ,৪ দিন হলো মেডিকেল ভর্তি তাই ফেসবুক পেইজে একটিভ থাকতে পারি না, ভিডিও দিতে পারি না নিয়ম মত,
আর তখন বুঝলাম এই
জগতটা আমার জন্য না, কারণ আমি কিছু হলেই হাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারি না,আবার সেই ভিডিও এডিট করে সময় মত ছাড়তে পারি না।

আমার জীবনে বা আমার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে সেইগুলা যদি আমি প্রতিদিন ভিডিও করে ছাড়তে পারতাম তাদের মত তাহলে মনে হয় এতদিন আমিও বড় সেলিব্রিটি হয়ে যেতে পারতাম। কিন্তু দিনশেষে আমার বিবেক আমাকে বাধা দেয়!

আমি সত্যি বলতে গুছিয়ে কথা বলতে পারি না তাই
ভুল ক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।

কিন্তু দিনশেষে আমার গোলামী মনে প্রশ্ন জাগে এই ব্লগার গুলো আসলে মানুষ না কি এলিয়েন?? মানুষের ইমোশন নিয়ে এরা আর কত খেলবে??

29/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

27/06/2025

ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হচ্ছে??
কয়েকদিন ধরে গন-মাধ্যমে এই একই নিউজ!!
কাহিনী টা আসলে এমন না!
কয়েকদিন আগে আমরা পোস্ট দিয়েছিলাম যে এখন থেকে সব ভিডিও Reels এর মতো আপলোড হবে এবং Instream Ads টা বন্ধ করে দিচ্ছে ফেসবুক!
মানে সব Instream Ads এর ভিডিও-ও রিলস হিসেবে কাউন্ট হবে+ ৩১ আগষ্ট থেকে রিলসের মনিটাইজেশন ও বন্ধ করে দিবে ফেসবুক!
মনে আছে পোস্ট টা?
কাহিনি হচ্ছে আল্টিমেটলি ফেসবুক, সব ধরনের ভিডিও টাইপ মনিটাইজেশন টুলস বন্ধ করে দিচ্ছে , earning from reels or videos এই টাইপ নামে।
এতে মনিটাইজেশন কিন্তু বন্ধ হচ্ছেনা , বরং সবকিছুর earning এখন থেকে একসাথে Content Monetization এর ভিতরে আসবে। এটাই কাহিনী!!

26/06/2025

সুবহানাল্লাহ.... 💙🤍

শুভ বিকেল....🌼             ゚viralシfypシ゚viralシ
25/06/2025

শুভ বিকেল....🌼
゚viralシfypシ゚viralシ

13/06/2025

তুমি কি লেবুর পাতা খাও....🤭

আমাদের ছোট্ট ছোট্ট আব্বা..😇আম্মা...😇
13/06/2025

আমাদের ছোট্ট ছোট্ট আব্বা..😇আম্মা...😇

গুড নাইট....😇
12/06/2025

গুড নাইট....😇

12/06/2025

এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?

07/05/2024

মানুষ পরিস্থিতির শিকার হলে সবটা শিখে যায় ,তখন কোনটা দ্বায়িত্ব-কোনটা কর্তব্য আর জোর করে বোঝাতে হয়না।

24/04/2024

একটা জিনিস লক্ষ্য করলে খুবই দেখা যায়!
আমরা প্রায়ই এইসব কথা বলে থাকি,
কেউ কথা বলে না ছেড়ে চলে গেছে বদলে গেলো,
কিন্তু একটা বার কি ভেবে দেখি কেনো ছেড়ে চলে গেছে বদলে গেলো কারণটা কি ছিলো আসলে ভাবি না!
কেননা সবাই ছেড়ে যাওয়া বদলে যাওয়াটাই দেখে,
কেউই আর ছেড়ে যাওয়া বদলে যাওয়ার কারন টা দেখেনা!
আমরা কখনো বিবেগের আয়নায় নিজেদের মুখ
নিজেরা দেখিনা,
যদি দেখতাম তাহলে কাউকে আঘাত দিয়ে কখনোই কথা বলতাম না আর কারো বদলে যাওয়ার কারণটাও বোধহয় হতে না!

আচ্ছা অনেকে বলে মানুষ কারণে অকারণে বদলে যায় কেননা মানুষ পরিবর্তনশীল,
আর এটাই নাকি পৃথিবীর নিয়ম!
হ্যাঁ আমিও মানি মানুষ পরিবর্তনশীল কিন্তু এই পরিবর্তন হবার পিছনে কোনো না কোনো কারণতো অবশ্যই থেকে থাকে,
হোক না সেটা খুবই সামান্য তাও থাকে!
কিন্তু আমাদের চোখে তা বাধে না হয়তো দেখেও দেখিনা বুঝেও বুঝতে চাইনা,
তাও বলার সময় বলতে ছাড়িনা তুই বদলে গেছিস!

পরিশেষে সবাইকে বলবো বিবেগের আয়নায় নিজেই নিজেকে দেখুন,
তারপর অন্যকে কিছু বলুন নয়তো চুপ করে থাকুন অপবাদ দেয়া বন্ধ করুন!

#জীবনেরকথা

12/02/2024

ছেলেটা অনেক বড় হয়ে গেল‌💕 মাশাআল্লাহ ,🤲
আর শেষের লাইনে বাবু কি বলসে এইটা বুঝতে পারলে কমেন্টে জানাবেন😬😅

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kalbi's Mom Sadiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalbi's Mom Sadiya:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share