
18/06/2025
তার নাম শুনলেই ইসরায়েল, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁ'পন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও, তাকে কোনোভাবেই দমানো যায়নি।
কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাঁড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আ'গ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উচু করছেন বিশ্বদরবারে।
নাম তার আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগন পাগলের মতো ভালোবাসে।
প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মসীহা হয়ে উঠেছেন।
ইসলামের বি'রুদ্ধে ইসরায়েল-আমেরিকার যৌথ অ'পতৎপরতার মুখে সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পড়ে বসে থাকলেও, স্রোতের বিপরীতে থাকা এক সিংহপুরুষের নাম আয়াতুল্লাহ খামেনি।
১৯৩৯ সালে ইরানের মাশাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হোসেইনী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের “আয়াতুল্লাহ” নাম ডাকা হয়। তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপি পরিচিত।