Md Nadirul islam

  • Home
  • Md Nadirul islam

Md Nadirul islam vidoe make
(1)

তার নাম শুনলেই ইসরায়েল, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁ'পন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কা...
18/06/2025

তার নাম শুনলেই ইসরায়েল, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁ'পন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও, তাকে কোনোভাবেই দমানো যায়নি।

কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাঁড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আ'গ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উচু করছেন বিশ্বদরবারে।

নাম তার আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগন পাগলের মতো ভালোবাসে।

প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মসীহা হয়ে উঠেছেন।

ইসলামের বি'রুদ্ধে ইসরায়েল-আমেরিকার যৌথ অ'পতৎপরতার মুখে সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পড়ে বসে থাকলেও, স্রোতের বিপরীতে থাকা এক সিংহপুরুষের নাম আয়াতুল্লাহ খামেনি।

১৯৩৯ সালে ইরানের মাশাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হোসেইনী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের “আয়াতুল্লাহ” নাম ডাকা হয়। তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপি পরিচিত।

🏆 ম্যাচ প্রেডিকশন! 👕💥এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ১০ জুন,২০২৫ সন্ধ্যা ৭ টা বাজে ম্যাচের প্রেডিক...
09/06/2025

🏆 ম্যাচ প্রেডিকশন! 👕💥
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ১০ জুন,২০২৫ সন্ধ্যা ৭ টা বাজে ম্যাচের
প্রেডিকশন করে জিতে নিন ১০০০ টাকা পুরস্কার

প্রথম গোল কে দিবে এবং স্কোর কি হবে? 🇧🇩🇧🇩

বিঃদ্রঃ পেইজে ফলো ও পোস্টের কমেন্টে ৫ জন কে ম্যনশন দিতে হবে।

ঘূর্ণিঝড় "শক্তি" ইতোমধ্যে তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে।ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা পানিতে প্লাবিত—ঘরবাড়ি, রাস্...
30/05/2025

ঘূর্ণিঝড় "শক্তি" ইতোমধ্যে তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা পানিতে প্লাবিত—ঘরবাড়ি, রাস্তাঘাট সব তলিয়ে গেছে।
ভালো নেই মনপুরার মানুষ।
তারা খোলা আকাশের নিচে, অনেকেই নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন, কিন্তু কোথায় যাবেন—জানেন না।

এদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন।
ঘূর্ণিঝড়ের প্রচণ্ড জলোচ্ছ্বাসে নিঝুমদ্বীপ সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে।
এই নিঝুমদ্বীপ—যেখানে পাখি গান গাইত, গাছেরা দুলত বাতাসে, এখন সেখানে কেবল পানি আর আতঙ্ক।

আল্লাহ রহম করুন।
এই প্রলয়ের মাঝে যেন প্রাণহানি না ঘটে। যেন উপকূলের প্রতিটি মানুষ নিরাপদে থাকে।

দোয়া করুন এই সব ভাইবোনদের জন্য
যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন
অতিদূত ত্রাণ সামগ্রীক পৌচ্ছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

এই দেশ শুধু শহরের নয়, উপকূলের প্রতিটি কণাও আমাদের। ওদের কান্না আমাদের শুনতেই হবে।

#ঘূর্ণিঝড়শক্তি #মনপুরা #নিঝুমদ্বীপ #উপকূলবাঁচাও

কনফার্মড - SHAMIT SHOME 23.
29/05/2025

কনফার্মড - SHAMIT SHOME 23.

29/05/2025
২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাসপোর্টসহ অন্যান্য কাজ এগোলেও, কিউবা মিচেলকে বিবেচনায় নেননি কোচ কাবর...
28/05/2025

২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাসপোর্টসহ অন্যান্য কাজ এগোলেও, কিউবা মিচেলকে বিবেচনায় নেননি কোচ কাবরেরা। বিস্তারিত আসছে --

সৈয়দ শাহ কাজেম কিরমানি কানাডিয়ান বংশদ্ভূত বাংলাদেশি ফুটবলার যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল পুলিশ এফসির হয়ে ২৪...
28/05/2025

সৈয়দ শাহ কাজেম কিরমানি কানাডিয়ান বংশদ্ভূত বাংলাদেশি ফুটবলার যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল পুলিশ এফসির হয়ে ২৪/২৫ মৌসুম শেষ করেছেন, যেখানে তিনি ১৬ ম্যাচে ২টি অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১ গোল, তিনি মূলত সেন্টার মিডফিল্ডার হিসাবে খেলে থাকেন।

কাজেম শাহ'র বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা-মা দুই জনেই বাংলাদেশি, কাজেম ২০২১ সালে
দেশে আসেন এবং সাইফ স্পোর্টিং ক্লাবে ট্রায়াল দিয়ে সবার নজর আসেন, পাসপোর্ট সমস্যার কারণে তিনি ঐসময় চুক্তি সম্পন্ন করতে পারেননি, পরে ২০২২ সালে তিনি আবার আসেন এবং বাংলাদেশ পুলিশ এফসিতে যোগদান করেন। ঐ বছরই ১৬ নভেম্বর পুলিশ এফসি'র হয়ে প্রতিযোগিতা টুর্নামেন্টে অভিষেক করেন।

এরপর ২০২৩ সালে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড
ডাক পান তিনি, কিন্তু ইনজুরির কারণে তিনি ছিটকে যান। দীর্ঘ একটা সময়ের পর ২০২৪ সালে আবার জাতীয় দলে ডাক পান এবং ৭৭' মিনিটে মোরসালিনের পরিবর্তে মাঠে নামেন। সর্বশেষ ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে স্কোয়াডে ডাক পান কিন্তু কোন কারণ ছাড়াই তাকে ছিটকে যেতে হয় বাংলাদেশ দল থেকে।

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর আসেন, মিডফিল্ডে বল দখল, পাসিং, ড্রিবলিং করে দলে শক্তি বাড়িয়েছেন করেছেন গোল এবং অ্যাসিস্ট, ছন্দে থাকা কাজেম শাহ'কে
বাংলাদেশ দলে অর্ন্তভুক্তি করলে মিডফিল্ডে আরো শক্তি বাড়বে। এখন দেখার বিষয় কোচ কাবরেরার কি
শক্তি বাড়াতে ফর্মে থাকা কাজেম শাহ'কে স্কোয়াডে রাখবে নাকি আমরা আবারও সেই চিরচেনা সোহেল রানা, চন্দন, জনিদের মত খেলোয়াড়দের আমরা স্কোয়াডে দেখবো।

আশিকুজ্জামান আশিক
টিআরবি বাংলাদেশ

28/05/2025

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আজ প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কোয়াড গঠনে অভিজ্ঞতা ও ফর্ম—দুটোকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ক্যাবরেরা। আজকের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে মূল প্রস্তুতির পর্ব, যেখানে স্কোয়াডের চূড়ান্ত সদস্যরা জায়গা করে নেওয়ার জন্য লড়বেন সর্বোচ্চটা দিয়ে।

সমর্থকদের চোখ থাকবে এই ঘোষণার দিকে, কারণ এই স্কোয়াডই ঠিক করে দেবে কাদের কাঁধে উঠছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মূল পর্বে যাওয়ার লড়াইয়ের দায়িত্ব।

অবশেষে দেশের মাটিতে ফাহমিদুল ইসলাম🇧🇩📷
28/05/2025

অবশেষে দেশের মাটিতে ফাহমিদুল ইসলাম🇧🇩📷

২০ টাকার নোটে আসছে কান্তজিউ মন্দিরের ছবি! কান্তজিউ শব্দটি এসেছে কান্ত + জিউ  থেকে।কান্ত মানে কৃষ্ণ, আর জিউ মানে বেচে থাক...
27/05/2025

২০ টাকার নোটে আসছে কান্তজিউ মন্দিরের ছবি! কান্তজিউ শব্দটি এসেছে কান্ত + জিউ থেকে।

কান্ত মানে কৃষ্ণ, আর জিউ মানে বেচে থাকো, চিরজীবি হও।
কান্তজিউ মানে- কৃষ্ণ চিরজীবি হও।
(নাউজুবিল্লাহ)

২০ টাকা নোটে কান্তজিউ মন্দিরের ছবি দিলে,
ইচ্ছায় হোক, আর অনিচ্ছায় হোক, মুসলমানরা ‘কান্তজিউ’ শব্দ বার বার উচ্চারণ করবে।
মানে কৃষ্ণকে চিরজীবি হওয়ার জন্য প্রার্থনা করবে। যা শির্ক।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যেন, অতি বিলম্বে এসকল মন্দিরের ছবি নতুন টাকার নোটে ছাপানো না হয়। Highlight

ব্রেকিংঃ কিউবা মিচেলের পাসপোর্টের আবেদন সম্পন্ন। বায়োমেট্রিক সম্পন্ন বার্মিংহামে। কিউবা মিচেল আসছে।  #ষোল_আনা_ঠিকঠাক
27/05/2025

ব্রেকিংঃ কিউবা মিচেলের পাসপোর্টের আবেদন সম্পন্ন। বায়োমেট্রিক সম্পন্ন বার্মিংহামে। কিউবা মিচেল আসছে। #ষোল_আনা_ঠিকঠাক

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nadirul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nadirul islam:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share