Diplomats Patriots Global hd

  • Home
  • Diplomats Patriots Global hd

Diplomats Patriots Global hd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diplomats Patriots Global hd, TV Channel, .

05/05/2024
অগ্রযাত্রা’য় অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র সাথে শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) ক্ল্যারিজ হোটে...
17/09/2022

অগ্রযাত্রা’য় অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র সাথে শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) ক্ল্যারিজ হোটেলের মিটিং রুমে যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার ও Rt Hon Lord Swraj Paul of Marylebone, Member of House of Lords সৌজন্য সাক্ষাৎ করেন।

Outgoing Indian High Commissioner to Bangladesh H. E. Sree Vikram Kumar Doraiswami Paid a Farewell Call on Prime Ministe...
15/09/2022

Outgoing Indian High Commissioner to Bangladesh H. E. Sree Vikram Kumar Doraiswami Paid a Farewell Call on Prime Minister Sheikh Hasina at Her Official Ganabhaban Residence

আজ বাংলাদেশ সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে বিদায়ী ভারতীয় হাইকমিশনার H. E. Mr. Vikram Kumar Doraiswa...
14/09/2022

আজ বাংলাদেশ সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে বিদায়ী ভারতীয় হাইকমিশনার H. E. Mr. Vikram Kumar Doraiswami মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি এর সাথে সাক্ষাত করেন।

The departing High Commissioner of India to Bangladesh H.E. Mr. Vikram Kumar Doraiswami called on the Hon’ble Foreign Mi...
13/09/2022

The departing High Commissioner of India to Bangladesh H.E. Mr. Vikram Kumar Doraiswami called on the Hon’ble Foreign Minister H.E. Dr. A.K. Abdul Momen, M.P. this afternoon at his office.

At the meeting, they discussed issues of mutual interest and reaffirmed their commitment for further strengthening the excellent relations between the two countries in the days ahead. The recent State Visit of the Hon’ble Prime Minister to India has also added a significant momentum to the bilateral relations which bears the testimony of time tested friendship, Foreign Minister added. He credited the High Commissioner for his due role during the unprecedented State Visits by both the President and the Prime Minister of India to Bangladesh last year. Foreign Minister also appreciated the proactive role of Mr. Doraiswami for joint celebration of Maitree Dibosh (Friendship Day) on 06 December 2021 which was celebrated in 20 selected cities including Dhaka and New Delhi.

High Commissioner Vikram Kumar Doraiswami thanked the Ministry of Foreign Affairs for extending support and cooperation in discharging his duties during his stay in Bangladesh. He mentioned that his experience in Dhaka would always be cherished in his memory. He also mentioned that the outstanding bilateral relation has turned into a remarkable one because of the ongoing collaboration and cooperation between the two countries.
The Indian High Commissioner conveyed an invitation from the External Affairs Minister of India, addressed to the Hon’ble Foreign Minister of Bangladesh, as the External Affairs Minister would host a dinner on 22 September 2022 at the sideline of the High-Level Week of the 77th session of the United Nations General Assembly. The dinner is arranged for the Foreign Ministers of the member states of NAM for discussing issues of common interest, including recent political and security developments, as well as partnership of like-minded nations and to share their thoughts on matters of common concern. In a response, the Foreign Minister accepted the invitation cordially.
Foreign Minister also emphasized for having a stronger regional approach for coping with the challenges brought about by the neo-normal challenges. He noted that as Bangladesh and India share progressive, comprehensive and substantial cooperation in diverse areas, if both the countries can work together, it would be beneficial for the two peoples and would also contribute in bringing peace and prosperity in the region as a whole.

“আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি বাংলাদেশের সাফল্য এবং গত  ৫০ বছর ধরে আমাদের মধ্যেকার শক্তিশালী দ্বিপাক্ষিক অংশ...
13/09/2022

“আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি বাংলাদেশের সাফল্য এবং গত ৫০ বছর ধরে আমাদের মধ্যেকার শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বিষয়ে আলোচনা করেছি। আমরা আমাদের দুই দেশের মধ্যে আগামী ৫০ বছরের সম্পর্কের পটভূমি তৈরি করছি। অর্থনীতি, উন্নয়ন, জনস্বাস্থ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতার সম্ভাবনার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।” 🇺🇸🤝🇧🇩

- রাষ্ট্রদূত পিটার হাস

“Today, the Honorable Prime Minister Sheikh Hasina and I discussed Bangladesh’s successes and our strong bilateral partnership over the past 50 years. We set the stage for our nations’ next 50 years of ties. I’m excited about the possibilities for collaboration on the economy, development, public health, security, and climate change.” 🇺🇸🤝🇧🇩
- 𝐀𝐦𝐛𝐚𝐬𝐬𝐚𝐝𝐨𝐫 𝐏𝐞𝐭𝐞𝐫 𝐇𝐚𝐚𝐬

Farewell Meet With Indian High Commissioner (13-09-2022)
13/09/2022

Farewell Meet With Indian High Commissioner (13-09-2022)

বাংলাদেশ ও ভারত সম্পর্কঃ আওয়ামী লীগ সরকারই হিস্যা আদায় করেছে, অন্যরা কিছুই পারেনিস্থল-সীমান্ত নির্ধারণ ও ছিটমহল সমস্যার ...
06/09/2022

বাংলাদেশ ও ভারত সম্পর্কঃ আওয়ামী লীগ সরকারই হিস্যা আদায় করেছে, অন্যরা কিছুই পারেনি

স্থল-সীমান্ত নির্ধারণ ও ছিটমহল সমস্যার সমাধান:

বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সর্বাধিক। স্বাধীনতার পর থেকে দুই দেশের অভ্যন্তরের কিছু ছিটমহলের জন্য সীমানা সংক্রান্ত বিষয়গুলো অমীমাংসিত ছিল। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ২০১৫ সালের ১ আগস্ট থেকে ভারতের সাথে বিবাদমান স্থল সীমানাগুলো নির্দিষ্টকরণে সমর্থ হয় আওয়ামী লীগ সরকার। ফলে বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল (১৭ হাজার ১৬০ একর) বাংলাদেশের মালিকানায় চলে আসে। এবং ভারতের ভেতর থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহল (সাত হাজার ১১০ একর) ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায়। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা তাদের পছন্দ অনুযায়ী নাগরিকত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। ২০১৫ সালের পর থেকে ছিটমহলের বাসিন্দারা দিনটিকে তাদের মুক্তির দিন হিসেবে পালন করে আসছে। পূর্ণ নাগরিক সুবিধা ও উন্নয়নের সুফল পাচ্ছে তারা।

মূলত, ১৯৭৪ সালের মে মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে এই স্থল-সীমানা মীমাংসার চুক্তিটি সই হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর আর কোনো সরকারই এই ন্যায্য দাবির কথা উচ্চারণ করেনি। উল্টো যেসব ভারতীয় পণ্যের ওপর ৩০০ থেকে ৪০০ শতাংশ শুল্ক আরোপ করা ছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সেই শুল্ক তুলে দিয়ে ভারতকে একচেটিয়া ব্যবসার সুযোগ দেয় বাংলাদেশে। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের কিছু পণ্যকেও ভারতে শুল্কমুক্ত রফতানির সুবিধা আদায় করে বাণিজ্য ঘাটতি কমাতে সমর্থ হন।

#আওয়ামীলীগ #বাংলাদেশ #ভারত #বাংলাদেশভারতসম্পর্ক 🇧🇩 🤝 🇮🇳

কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে...
06/09/2022

কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ।

মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন।

ভারত সফররত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন এবং পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে।

চুক্তি স্বাক্ষর শেষে যৌথ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, গত এক দশকে বাংলাদেশ ও ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় দুই দেশ অনেকগুলো অমীমাংসিত বিষয়ের সমাধান করেছে।

ভারতকে বাংলাদেশের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিকটতম প্রতিবেশী’ হিসেবে বর্ণনা করে তিস্তার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের সকল অমীমাংসিত বিষয়ের দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ভারতের সঙ্গে ৭ সমঝোতা স্মারক-
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-বাংলাদেশের সীমানা পেরিয়েছে ৫৪টি নদী এবং এগুলো শত শত বছর ধরে দুদেশের মানুষের জীবিকার সাথে সংযুক্ত থেকেছে।

“এসব নদী, এগুলোকে জড়িয়ে থাকা লোকগাঁথা ও লোক সংগীত আমাদের একীভূত সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। আজকে আমরা কুশিয়ারা নদীর পানি বণ্টনের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি। এটা ভারতের দক্ষিণ আসাম ও বাংলাদেশের সিলেট অঞ্চলকে উপকৃত করবে।”

যেসব বিষয়ে সমঝোতা-
· সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ার নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ)।

· বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ে ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক।

· বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক।

· ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেল কর্মীদের প্রশিক্ষণের জন্য দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

· বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

· ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রসার ভারতীর’ সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের সমঝোতা স্মারক।

· মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিটিসিএল এবং এনএসআইএল এর মধ্যে সমঝোতা স্মারক

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকের আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ভারতের সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সর্বদা বাংলাদেশের অগ্রগতির পথে সহায়ক ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত মৈত্রী পৌঁছেছে অনন্য মাত্রায়।

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন ধরনের আইসিটি অবকাঠামো তৈরিতে নলেজ পার্টনার ও আর্থিক ঋণ দিয়ে বাংলাদেশ ও আইসিটি বিভাগকে সহযোগিতা করেছে ভারত সরকার।

আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হচ্ছে স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম। সেখানে বাংলাদেশের ৫০ টি স্টার্টআপ ও ভারতের ৫০ টি স্টার্টআপ সহ মোট ১০০টি স্টার্টআপের মধ্যে ম্যাচ মেকিং, আভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের জন্য অংশগ্রহন করবে।

আধুনিক প্রযুক্তি শিক্ষায় তরুণদের আকৃষ্ট করতে এবং বিনোদনের সাথে শিক্ষার আদর্শ পরিবেশ তৈরিতে ৪০০ কোটি টাকা ব্যয়ে Establishment of Bangladesh Bharot Digital Edutrainment Center (BDEC) প্রকল্প নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটির অধীনে ৬৪ জেলায় কমপ্লেক্স স্থাপনে ভারতের গ্ৰ্যান্ট ৫০ কোটি এবং বাংলাদেশের বাকী ৩৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচেছ।

এছাড়াও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন ও আইসিটি সেক্টরের প্রসারে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দেশের উচ্চতর পর্যায়ে আলোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বেশ কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-

১। দক্ষতা উন্নয়ন, যৌথ ডিগ্রি এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় মাদ্রাজ আইআইটি বাংলাদেশে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক;

২। দক্ষতা উন্নয়ন, যৌথ ডিগ্রি এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় দিল্লী আইআইটি বাংলাদেশে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক;

৩। উভয় দেশের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই ইকোসিস্টেম তৈরিতে স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে স্টার্টআপ বাংলাদেশ সমঝোতা স্মারক;

৪। পিকেআই ব্যবহার করে ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সিসিএ বাংলাদেশ ও সিসিএ ইন্ডিয়া মধ্যে সমঝোতা স্মারক;

৫। বাংলাদেশের আইসিটি অধিদপ্তরের ই-গভর্নেন্সে ও ভারতের ন্যাশনাল ই-গভর্নেন্স বিভাগের যৌথ অংশীদারিত্বের বিষয়ক খসড়া প্রণয়ন বিষয়ে সমঝোতা স্মারক;

৬। বিইডিইসি সেন্টারের জন্য প্রয়োজনীয় আইসিটি সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইআরডি ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর;

৭। বাংলাদেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রাঞ্জেকশন ‘বিনিময়’ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা নিশ্চিতের বিষয়ক একটি সমঝোতা স্মারক;

উল্লেখিত বিষয়সমূহ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এবং প্রযুক্তি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়, সাইবার সুরক্ষা ও ডিজিটাল অর্থনীতিতে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ-ভারত একসাথে কাজ করলে উভয় দেশ সার্বিকভাবে উপকৃত হবে।

🇧🇩🤝🇮🇳

Indian Congress leader Rahul Gandhi paid a courtesy call on Prime Minister Sheikh Hasina at the meeting room of ITC Hote...
06/09/2022

Indian Congress leader Rahul Gandhi paid a courtesy call on Prime Minister Sheikh Hasina at the meeting room of ITC Hotel in New Delhi on Tuesday (6 September 2022).

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Diplomats Patriots Global hd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share