19/11/2025
হানিফ পরিবহন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য যাত্রীবাহী বাস সেবা। আধুনিক, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ সুবিধার জন্য এটি দেশের এক বিশাল অংশের মানুষের আস্থা অর্জন করেছে। হানিফ পরিবহন দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বের রুটেও সেবা প্রদান করে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এবং নন-AC—দুই ধরনের বাসই পাওয়া যায়। সময়ানুবর্তিতা, ভদ্র আচরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনাই এই প্রতিষ্ঠানের প্রধান শক্তি। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হানিফ পরিবহন নিয়মিত যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং দক্ষ চালক নিয়োগে গুরুত্ব দেয়। দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই হানিফ পরিবহন আজ একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত।
নিম্নে হানিফের একটি অসাধারন পেইন্ট কে আমাদের নিত্য সঙ্গী বাসিড এ ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে টিম সুপ্রিম।💓💢