15/06/2022
কী অদ্ভুত নিয়ম- নীতির খেলা
মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন পেপার , ড্রাইভিং লাইসেন্স , হেলমেট , পুরাতন কিনলে মালিকানা পরিবর্তন না থাকলে ( অনেক সময় থাকলেও ) পুলিশ কেস দেয় , ফগলাইট , মডিফাই করা , ৩ জন উঠলেতো কথায় নেই কেস কনফার্ম ।
কিন্তু মেইন রোডে ইঞ্জিন চালিত নসিমন/করিমন/আলমসাধু কোনো লাইসেন্স লাগে না, রোড পারমিট লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, ওভারলোড এ কোন সমস্যা নাই , তাদের বেপরোয়া গতির কারনে প্রতিদিন দূর্ঘটনা ঘটছে ।
ভাটার মাটিবহন কারী চাষ করা ট্রাক্টর এর পিছনে বগি লাগিয়ে ট্রাকে রুপান্তরিত করে মেইন রোডে চালাতে লাগে না রেজিস্ট্রেশন , ড্রাইভিং লাইসেন্স , রোড পারমিট । আবার তাদের কারনেই রোডে মাটি পড়ে কাদার সৃষ্টি হয়ে এক্সিডেন্ট হচ্ছে , রোড নষ্টের দিকে ঢলে পড়ছে , তাদের বেপরোয়া গতির কারনে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা ।
সিএনজি বা মাহিন্দ্র সেটাও মেইনরোডে চলতে রেজিষ্ট্রেশন , ড্রাইভিং লাইসেন্স , রোড পারমিট কিছুই লাগে না । কারন কী ?
একমাত্র মোটরসাইকেল এর জন্য কী সব কিছু প্রয়োজন , ইদানীং দেখছি মেইনরোড ছাড়া লোকাল রোডেও পুলিশ মোটরসাইকেল ধরছে/ সব ডকুমেন্টস চেক করছে ( ঠিক আছে সব ডকুমেন্টস ওকে রাখার পক্ষে আমি ) । মোটরসাইকেল আরোহীরা কী সবাই অপরাধী ? মানুষ এর মুখে শুললে গাড়ী ধরছে তার মানে মোটরসাইকেল , কেন ভাই রাস্তায় মোটরসাইকেল ছাড়া অন্য কোন গাড়ী নেই , এরা কী নিজের টাকায় মোটরসাইকেল কিনে ভুল করছে এখন রোডে চোর-পুলিশ খেলতে হবে , এটার কী কোন উত্তর আছে ?
রাস্তায় চলতে গেলে সব নিয়ম মানতে হবে ঠিক আছে ( আমি এটার পক্ষে ) । কিন্তু সেটা শুধু মোটরসাইকেল এর জন্য কেনো ? অন্য যানবাহন আর মোটরসাইকেল এর জন্য এত পার্থক্য কেনো ?
জাতি জানতে চাই সত্যটি। #বাইক
( #কপি)