23/07/2025
একজন মা তার সন্তানের জন্য সব পারে। আপনিও পারবেন। মায়েরা superwoman হয় কিন্তু সব বাবারা Superman হতে পারে না। বাচ্চারা যখন ঘুমাবে তখন আপনি ও ঘুমানোর চেষ্টা করবেন। আপনার ঘুম হলে কাজ করার শক্তি পাবেন ও মাথা ঠান্ডা থাকবে। বাচ্চারা খুব অসহায় আপনাকে ছাড়া। বাচ্চাদের যত্ন নিন আপনারও যত্ন নিন । আপনি ভালো থাকলে ওরা ও ভালো থাকবে। দোয়া রইল আপনাদের জন্য।
আমার বয়স ৩২+ বছর। আমার এক মেয়ে ৬+ বছর , ছেলে ২২ মাস। হাজব্যান্ড এর জবের জন্য শহরে থাকি, আমি, হাজব্যান্ড বাচ্চারা এই নিয়ে সংসার।
আমার ছেলে হওয়ার পর আমি অনেক অ"সু"স্থ হয়ে গেছিলাম+ ডি"প্রে"শনে ছিলাম। আমার মেয়ের সময় ও ডি"প্রে"শনে ছিলাম, একা একা রাতে ঘুম জাগতাম। "তখন মনে হতো, মেয়েটাকে মে/রে ফেলি, সবাই তো ঘুমে কেউ টের পাবে না।"
গ্রামের মানুষের কাছে ডি"প্রে"শন বলে কোন কিছু নাই, সব ঢং। মেয়ে ছিল কলিক বেবি। যাই হোক আস্তে আস্তে মেয়ের কান্না কমলো, আমিও আস্তে আস্তে স্বাভাবিক হলাম!
মেয়ের যখন ১৯ মাস তখন থেকে হাজব্যান্ড এর সাথে বাসায় থাকি, আগে বাবার বাসায় থাকতাম। তো দিন ভালো যাচ্ছিল, এর পর ছেলে পে/টে আসলো , বাসায় একা হাতেই সব করেছি। ছেলে হলো বাবার বাড়িতে, কিন্তু হেল্প করার কেউ নেই। আমার মা বয়স্ক, নিজের চলাফেরা করতে পারে কোন মতে। আবার ডি"প্রে"শনে পরলাম, ছেলেও কলিক বেবি। রাত জাগতাম একা একা, এতো ক"ষ্ট হতো ছেলে ঘুমাতো না। নবজাতক ছেলেকে আমার অ"স"হ্য লাগতো, মেয়েকেও তখন প্রচুর মা"র"তাম।
ছেলের যখন ৪ মাস, তখন হাজব্যান্ড এর কাছে আসি! কিন্তু রাত জেগে সমস্ত কাজ সব একা করতাম। এখন ছেলের ২২ মাস , এখন ও রাত ১২, ১ টায় ঘুমায়। আবার সারা রাত ব্রে/স্ট ফিডিং করে, সকালে মেয়ের স্কুল সব মিলিয়ে আমি যেন আর পারছি না।
এখন আমার একটা অদ্ভুত স"ম"স্যা হচ্ছে।
রাত হলেই ছেলে না ঘুমালেই মনে হয়, ওদের ২ ভাই বোনকে মে/রে ফেলি। এই ভাবনা আমার প্রচন্ড হয়, আমার হাসবেন্ডকে বলেছি আমার ক্লা"ন্ত লাগা, খা"রা"প লাগা সব কিছুর কথা, সে খুব হেঁয়ালি ভাবে কথা টা নিলো!
আমি এটাও বলেছি যে আমি ওদের মে/রে ফেলবো, তবুও সে কোন সাপোর্ট, শান্তনা কিছুই দিলো না।
আমি আমার বাচ্চাদের ভালোবাসি, কিন্তু দিনের পর দিন একা একা রাত জাগতে জাগতে আমি আর পারছি না।
আমি এখন কি করবো ? আমার বাবা নেই, মা বয়স্ক, ভাই ভাবির সাথে থাকে।
শশুর বাড়িতে সবাই আছে, কিন্তু আমার বাচ্চাদের এক মিনিট রাখার কেউ নেই।
ওদের বাবা ওদের ভালো বাসে, কিন্তু বাচ্চাদের একটু দেখা, খাওয়ানো, পড়ানো এগুলো সে কোন দিন করবে না। বাচ্চারা না খেয়ে ম/রে গেলেও এক লোকমা খাবার খাওয়াবো না।
আমাকে একটু পরামর্শ দেন! আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি? 😭
>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)