Md shahabuddin Islam akash

  • Home
  • Md shahabuddin Islam akash

Md shahabuddin Islam akash >

১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণে অন্ধকার হবে পৃথিবীর একাংশ!
23/07/2025

১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণে অন্ধকার হবে পৃথিবীর একাংশ!

একজন মা তার সন্তানের জন্য সব পারে। আপনিও  পারবেন। মায়েরা superwoman  হয় কিন্তু  সব বাবারা  Superman  হতে পারে না। বাচ্চা...
23/07/2025

একজন মা তার সন্তানের জন্য সব পারে। আপনিও পারবেন। মায়েরা superwoman হয় কিন্তু সব বাবারা Superman হতে পারে না। বাচ্চারা যখন ঘুমাবে তখন আপনি ও ঘুমানোর চেষ্টা করবেন। আপনার ঘুম হলে কাজ করার শক্তি পাবেন ও মাথা ঠান্ডা থাকবে। বাচ্চারা খুব অসহায় আপনাকে ছাড়া। বাচ্চাদের যত্ন নিন আপনারও যত্ন নিন । আপনি ভালো থাকলে ওরা ও ভালো থাকবে। দোয়া রইল আপনাদের জন্য।

আমার বয়স ৩২+ বছর। আমার এক মেয়ে ৬+ বছর , ছেলে ২২ মাস। হাজব্যান্ড এর জবের জন্য শহরে থাকি, আমি, হাজব্যান্ড বাচ্চারা এই নিয়ে সংসার।
আমার ছেলে হওয়ার পর আমি অনেক অ"সু"স্থ হয়ে গেছিলাম+ ডি"প্রে"শনে ছিলাম। আমার মেয়ের সময় ও ডি"প্রে"শনে ছিলাম, একা একা রাতে ঘুম জাগতাম। "তখন মনে হতো, মেয়েটাকে মে/রে ফেলি, সবাই তো ঘুমে কেউ টের পাবে না।"

গ্রামের মানুষের কাছে ডি"প্রে"শন বলে কোন কিছু নাই, সব ঢং। মেয়ে ছিল কলিক বেবি। যাই হোক আস্তে আস্তে মেয়ের কান্না কমলো, আমিও আস্তে আস্তে স্বাভাবিক হলাম!

মেয়ের যখন ১৯ মাস তখন থেকে হাজব্যান্ড এর সাথে বাসায় থাকি, আগে বাবার বাসায় থাকতাম। তো দিন ভালো যাচ্ছিল, এর পর ছেলে পে/টে আসলো , বাসায় একা হাতেই সব করেছি। ছেলে হলো বাবার বাড়িতে, কিন্তু হেল্প করার কেউ নেই। আমার মা বয়স্ক, নিজের চলাফেরা করতে পারে কোন মতে। আবার ডি"প্রে"শনে পরলাম, ছেলেও কলিক বেবি। রাত জাগতাম একা একা, এতো ক"ষ্ট হতো ছেলে ঘুমাতো না। নবজাতক ছেলেকে আমার অ"স"হ্য লাগতো, মেয়েকেও তখন প্রচুর মা"র"তাম।

ছেলের যখন ৪ মাস, তখন হাজব্যান্ড এর কাছে আসি! কিন্তু রাত জেগে সমস্ত কাজ সব একা করতাম। এখন ছেলের ২২ মাস , এখন ও রাত ১২, ১ টায় ঘুমায়। আবার সারা রাত ব্রে/স্ট ফিডিং করে, সকালে মেয়ের স্কুল সব মিলিয়ে আমি যেন আর পারছি না।
এখন আমার একটা অদ্ভুত স"ম"স্যা হচ্ছে।

রাত হলেই ছেলে না ঘুমালেই মনে হয়, ওদের ২ ভাই বোনকে মে/রে ফেলি। এই ভাবনা আমার প্রচন্ড হয়, আমার হাসবেন্ডকে বলেছি আমার ক্লা"ন্ত লাগা, খা"রা"প লাগা সব কিছুর কথা, সে খুব হেঁয়ালি ভাবে কথা টা নিলো!

আমি এটাও বলেছি যে আমি ওদের মে/রে ফেলবো, তবুও সে কোন সাপোর্ট, শান্তনা কিছুই দিলো না।

আমি আমার বাচ্চাদের ভালোবাসি, কিন্তু দিনের পর দিন একা একা রাত জাগতে জাগতে আমি আর পারছি না।
আমি এখন কি করবো ? আমার বাবা নেই, মা বয়স্ক, ভাই ভাবির সাথে থাকে।
শশুর বাড়িতে সবাই আছে, কিন্তু আমার বাচ্চাদের এক মিনিট রাখার কেউ নেই।

ওদের বাবা ওদের ভালো বাসে, কিন্তু বাচ্চাদের একটু দেখা, খাওয়ানো, পড়ানো এগুলো সে কোন দিন করবে না। বাচ্চারা না খেয়ে ম/রে গেলেও এক লোকমা খাবার খাওয়াবো না।

আমাকে একটু পরামর্শ দেন! আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি? 😭

>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)

22/07/2025

মা মনে করেছিলেন সন্তান হয়তো বেঁচে নেই! দীর্ঘ সময় সন্তানকে খোঁজার পরে সন্তানকে দেখতে পেয়ে মা কাঁন্নায় ভেঙ্গে পরেন😭

21/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'😭

নক্ষত্র জ্বলে, নক্ষত্র ঝরে পড়ে!একজন সুপার হিউম্যানকে হারালো জাতি। যিনি ২০ জনের অধিক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের জীবন...
21/07/2025

নক্ষত্র জ্বলে, নক্ষত্র ঝরে পড়ে!
একজন সুপার হিউম্যানকে হারালো জাতি। যিনি ২০ জনের অধিক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

No more.
21/07/2025

No more.

21/07/2025

যারা চলে গেছেন—তাদের আত্মার শান্তি কামনা করি। যারা লড়ছেন, তারা যেন ফিরতে পারেন সুস্থভাবে, আলোর কাছে।
সবাই দোয়া করবেন
🤲

একটি প্রশ্ন, যা আমার মনে আসছে…বাহিরের দেশে যেখানে বিমান প্রশিক্ষণ হয়...সেখানে চারপাশে মাইলের পর মাইল ফাঁকা মাঠ, দুর্গম এ...
21/07/2025

একটি প্রশ্ন, যা আমার মনে আসছে…

বাহিরের দেশে যেখানে বিমান প্রশিক্ষণ হয়...
সেখানে চারপাশে মাইলের পর মাইল ফাঁকা মাঠ, দুর্গম এলাকা, কোনো জনবসতি নেই।

আর আমাদের দেশে?
প্রশিক্ষণ হয় রাজধানীর বুকে, জনবহুল এলাকায়, স্কুল-কলেজের মাথার ওপর দিয়ে।

আজ মাইলস্টোন কলেজের নিষ্পাপ শিক্ষার্থীরা এর ভয়ংকর পরিণতি ভোগ করলো।
🔥 একেকটা প্রাণ পুড়ে গেল, একেকটা পরিবার ভেঙে গেল... শুধুমাত্র একটি ভুল জায়গায় একটি ভুল সিদ্ধান্তের কারণে।

আমরা কাউকে দোষ দিচ্ছি না।
আমরা শুধু চাই, এটা যেন শেষবার হয়।
আমরা চাই, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন নিরাপদ থাকে... যেন শিশুদের স্কুলব্যাগের পাশে আর কখনো আগুনের ছায়া না নামে।

🤲 আল্লাহ এই দুর্ঘটনায় শহীদ হওয়া সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আহতদের দ্রুত সুস্থতা দিন, আর আমাদের রাষ্ট্রকে যেন এমন ভুল থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন।

21/07/2025

হে আরশের মালিক!
সহ‍্য হচ্ছেনা এসব সন্তানহারা মা বাবাদের কান্না।
মালিক তুমি রহম করো।
😭🤲🤲

13/04/2025

ছায়া হয়ে মিশে থাকবো ধরা দিবো না!
নিয়মিত ভালোবাসবো কিন্তু বুঝতে দিব না 💔

05/11/2024

জবাব টা অসাধারণ ছিলো ভাই ❤️👍

Allah is the best planner Alhamdulillah 🤲
03/11/2024

Allah is the best planner Alhamdulillah 🤲

Address

Chawkbazar Parade Corner

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md shahabuddin Islam akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share