
07/07/2025
🌟 ১. সত্য গোপন করা নিষেধ:
سورة البقرة, ২:৪২
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
“তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।”
📌 ব্যাখ্যা: আল্লাহ তা'আলা এখানে সতর্ক করেছেন যেন কেউ জেনে-বুঝে সত্য আড়াল না করে। এটা একপ্রকার জুলুম।
🌟 ২. সত্য বলার নির্দেশ:
সورة الأحزاب, ৩৩:৭০
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো।”
📌 ব্যাখ্যা: সত্যবাদিতা একজন মুমিনের প্রধান গুণ। এটা ন্যায়ের পথে পরিচালিত করে।
আল্লাহ্ প্রত্যেক বিষয়ে অবগত। আল্লাহ উত্তম পরিকল্পনা কারি ।।
Surah Al Baqara- (11-12) আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।
শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যখ্যা করা হয়েছে: স্টেট ডিফেন্স | Sheikh Has...