30/09/2025
আপনি যদি রাস্তা ঘাট, বড় বড় বিল্ডিং তৈরিকে উন্নয়ন মনে করেন আমি আপনার সাথে এক মত না। আমি উন্নয়ন মানে বুঝি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, ঘোষ খাওয়া বন্ধ করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যন্য জীনিসের উন্নয় করা। যা সাধারণ মানুষের উপকারে আসে।
৫ আগষ্টের পর যদি সব রাজনীতি বিদরা বলতো, ডা. ইউনুস আপনি অর্থনীতি দিকটা দেখেন। আমরা সামাজিক উন্নয়, ঘোষ বন্ধ, দূর্নীতি বন্ধ করার উদ্যুগ নেবো। তা হলে আমাদের দ্যাশ আরো ১০ বছর আগায়া যেতো। আমাদের দ্যাশে রাজনীতি মানে একজনের পুট*কিতে আরেকজন আঙ্গুল দেয়াকে বুঝি। আপনারা যে গদি গদি করেন এটা কাদের জন্য? আপনাদের জন্য না জনগণের জন্য এইটা একটু দয়া করে ক্লিয়ার করবেন রাজনীতিবিদরা।
পুরা এক বছরে যে হেতু ঘোষ, দূর্নীতি বন্ধ হয় নাই। সেটা আরেকটা বিপ্লবের আগে আর বন্ধ হবে না।
আপনার কি মতামত তা কমেন্ট করে জানান।