Anamika Everyday

  • Home
  • Anamika Everyday

Anamika Everyday A person who loves to tell a story
A happy mom
Loves to Travel, Loves to cook
Travel.Entertainment and Lifestyle vlogger....
(7)

13/08/2025

সবার জীবন এক রকম রঙিন হয় না।করো কারো জীবনের একটা দিন রঙিন করার জন্য শুধু চেষ্টা করে যেতে হয়

13/08/2025

Sunflower Garden লোকেশন কোথায়? Levender Garden!

12/08/2025

জীবন একটা পরীক্ষা। একটার ফল প্রকাশ হতে না হতেই নতুন পরীক্ষা এসে হাজির!

12/08/2025

ঘুরতে গিয়ে আমাদের হৈচৈগুলো আনকাট ভিডিও! কি কি উপহার পেলাম 🇨🇦❤️

11/08/2025

মায়ের মতো পৃথিবীতে আর কেউ নেই 😭

10/08/2025

বাংলাদেশ হলে এখানে গিয়ে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করতে হতো আর কানাডায় লোকজন অনেক কম।Beautiful Lavender Garden🇨🇦

08/08/2025

যারা কানাডায় আসতে চান তাদের জন্য কিছু কথা! আমরা কোথায় যাই! Canada Life 🇨🇦❤️

পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের খুশি থেকে অন্যের খুশিকে বেশি প্রায়োরিটি দেয় সবাইকে নিয়ে আনন্দে থাকতে বেশি ভালোবা...
07/08/2025

পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের খুশি থেকে অন্যের খুশিকে বেশি প্রায়োরিটি দেয় সবাইকে নিয়ে আনন্দে থাকতে বেশি ভালোবাসে আমার দেখা তেমনি দুইজন মানুষ একজন হচ্ছে সানজিদা আপু আর সানি ভাই।

আজকে সবার সাথে একটা গল্প শেয়ার করি আমার ছেলে সাহিত্য বার্থডে পার্টিতে কেক কাটতে গিফট দিতে ভীষণ পছন্দ করে আর সাহিত্য যেহেতু অনেক হ্যাপি হয়। তাই আমরা ও সব সময় কোন পার্টিতে গেলে সেম দুইটা গিফট কিনি একটা সাহিত্যর জন্য আর একটা সাহিত্য গিফট দেয়।
এটা ও অনেক এনজয় করে।

এবার হঠাৎ করে সাহিলের ( সানি ভাই ও সানজিদা আপুর ছেলে) ও বিকাশ ভাই এর জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল ,যেখানে সাহিত্য কেক কাটতে পারে নাই ওকে সানজিদা আপু আর সানি ভাই বলছে তুমি এখানে বস তারপরে কেক কাটবো কিন্তু আমি খেয়াল করি নাই ওকে নিয়ে যাই নাই।

এবং সাহিত্য কে ছাড়া সাহিল কেক কেটেফেলেছিল তাই সাহিত্য একটু মন খারাপ করছিল।আর সাহিত্য যেহেতু মন খারাপ করছে সে কারণে তার পরদিন সাহিত্যের সানি আংকেল আবার কেক নিয়ে আসছে আর সানজিদা আপু নাস্তার আয়োজন করে সাহিত্য কে ডেকেছে আর শামীমা আপু বিকাশ ভাই অভি ভাই নাজিকা আপু ছাড়া পার্টিতে যারা যারা ছিলেন সবাই কে নিয়ে সানি ভাই সাহিত্যে কে নিয়ে আবার কেক কেটেছে।নাজিকা আপু অনেক দূরে থাকে না হয় আপুও চলে আসতো।আর সানজিদা আপুও এতো টায়ার্ড তবুও কষ্ট করে সবার জন্য মজার মজার নাস্তার আয়োজন করছে।
সাহিত্য কে কেক খাওয়ায় হ্যাপি করে আমাদের তারপর সানি ভাই আর সানজিদা আপু আমাদের বিদায় দিলো। অথচ পরের দিন সকালে সবার কাজ।

সাহিত্য অনেক লাকি আলহামদুলিল্লাহ সাহিত্যের সানি আংকেল আছে।সাহিত্য তো ভুলেই গেছে একটু পরই ওর মন ভালো হয়ে গেছে অথচ সাহিত্যের সানি আংকেল ভুলে নাই আবার সাহিত্য কে ডাবল খুশী করে দিলো।

থ্যাংক ইউ সানি ভাই সানজিদা আপু আমাদের লাইফে আসার জন্য সাহিত্যকে এতো ভালোবাসা দেয়ার জন্য আপনারা আছেন বলে আসলে কানাডা এই দূর প্রবাস অনেক আপন মনে হয়।

07/08/2025

খেলায় জিতে বস্তা ভর্তি করে সবাই পুরস্কার নিয়ে নিলো! Canada Life🇨🇦❤️

06/08/2025

কানাডায় থাকা মানেই কি সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া নাকি পেছনে আছে অনেক স্ট্রাগল বাস্তবতা কি? Canada Life 🇨🇦❤️

04/08/2025

টান টান উওেজনা চলছে খেলায় কে জিতলো?

আমার দেখা স্বার্থপর বেঈমান আর পুরুষ নামে কলঙ্ক হচ্ছে সাকিব খান।যে কিনা বউ কে ভালোবাসা তো দূরের কথা ঠিকমত সন্মানটাও দিতে ...
04/08/2025

আমার দেখা স্বার্থপর বেঈমান আর পুরুষ নামে কলঙ্ক হচ্ছে সাকিব খান।

যে কিনা বউ কে ভালোবাসা তো দূরের কথা ঠিকমত সন্মানটাও দিতে জানে না।

প্রথম থেকে চিন্তা করে দেখি নিজের বউ কে প্রেগন্যান্সির সময় একা ছেড়ে দিল। ঠিক সে সময় যে সময় একজন ওয়াইফ এর স্বামী কে সবচেয়ে বেশি প্রয়োজন তারপর সন্তান সহ বউকে কিভাবে ঠকিয়ে বুবলিকে বিয়ে করলো।

তারপর হাজবেন্ড হিসাবে আবার যখন বুবলিকে সাপোর্ট দেয়ার প্রয়োজন ছিল ঠিক তার পাশে থাকা দরকার তার সবচেয়ে খারাপ সময় যখন সে প্রেগন্যান্ট ঠিক তখন তার হাত ছেড়ে দিলো।

এতোকিছুর পর যেখানে সে ক্ষমা পাওয়ার অযোগ্য আবার সেখানেই দেখি দুই বউ তাকে নিয়ে টানাটানি করছে।
এখানেই হয়েছে সবচেয়ে বড় ভুল যে যেটা পাবার যোগ্য না তাকে সেটা দিয়ে দিলে সেটার মূল্যায়ন সে করতে পারে না।
অপু বিশ্বাস সাকিব খানকে মাফ করে ভুল করেছিল তাই আজকে তার এই দিন দেখতে হলো।

স্বার্থপর মানুষরা সব সময় নিজের বাহিরে অন্য কাউকে নিয়ে চিন্তা করতে পারে না।
যে একবার চলে যেতে পারে কষ্ট দিতে পারে তাকে আবার বিশ্বাস করাটাই ভুল ,সে বার বার চলে যাবে ,কষ্ট দেয়াটা তার কাছে নরমাল হয়ে যায়।
ফালতু একটা বেডা সাকিব খান 🤨😡

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamika Everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share